তোমাকে মনে পড়ে আমার ভীষণ
জানিনা কতটা ভালোবাসে এ মন
ছিলাম দুজন পাশাপাশি
মূহুত গুলো ভাসে চোখে
ছায়া হয়ে ছিলাম দুজন
পাশাপাশি হাতটি ধরে
তুমি আমার সে ভোরের আলো
তুমি আমার সে রাতের প্রহর
স্বপ্ন আমার রাশি রাশি
তোমায় অনেক ভালবাসি
স্বপ্ন আমার রাশি রাশি
তোমায় অনেক ভালবাসি
তোমাকে অনুভবে খুঁজি ভীষণ
জানিনা কতটা চাই এ মন
ছিলাম দুজন সুখে-দুঃখে
তাই তো সব পড়ছে মনে
ভালো লাগাতে ছিলাম দুজন
পাশাপাশি হাতটি ধরে
তুমি আমার সে ভোরের আলো
তুমি আমার সে রাতের প্রহর
স্বপ্ন আমার রাশি রাশি
তোমায় অনেক ভালবাসি
স্বপ্ন আমার রাশি রাশি
তোমায় অনেক ভালবাসি
তোমাকে মনেরী ঘরে চাই ভীষণ
জানিনা কতটা খোঁজে এ মন
ছিলাম দুজন অন্তরাতে
স্মৃতি গুলো ভাসে চোখে
দুটি হৃদয় মিলে ছিলাম দুজন
পাশাপাশি হাতটি ধরে
তুমি আমার সে ভোরের আলো
তুমি আমার সে রাতের প্রহর
স্বপ্ন আমার রাশি রাশি
তোমায় অনেক ভালবাসি
স্বপ্ন আমার রাশি রাশি
তোমায় অনেক ভালবাসি
জানিনা কতটা ভালোবাসে এ মন
ছিলাম দুজন পাশাপাশি
মূহুত গুলো ভাসে চোখে
ছায়া হয়ে ছিলাম দুজন
পাশাপাশি হাতটি ধরে
তুমি আমার সে ভোরের আলো
তুমি আমার সে রাতের প্রহর
স্বপ্ন আমার রাশি রাশি
তোমায় অনেক ভালবাসি
স্বপ্ন আমার রাশি রাশি
তোমায় অনেক ভালবাসি
তোমাকে অনুভবে খুঁজি ভীষণ
জানিনা কতটা চাই এ মন
ছিলাম দুজন সুখে-দুঃখে
তাই তো সব পড়ছে মনে
ভালো লাগাতে ছিলাম দুজন
পাশাপাশি হাতটি ধরে
তুমি আমার সে ভোরের আলো
তুমি আমার সে রাতের প্রহর
স্বপ্ন আমার রাশি রাশি
তোমায় অনেক ভালবাসি
স্বপ্ন আমার রাশি রাশি
তোমায় অনেক ভালবাসি
তোমাকে মনেরী ঘরে চাই ভীষণ
জানিনা কতটা খোঁজে এ মন
ছিলাম দুজন অন্তরাতে
স্মৃতি গুলো ভাসে চোখে
দুটি হৃদয় মিলে ছিলাম দুজন
পাশাপাশি হাতটি ধরে
তুমি আমার সে ভোরের আলো
তুমি আমার সে রাতের প্রহর
স্বপ্ন আমার রাশি রাশি
তোমায় অনেক ভালবাসি
স্বপ্ন আমার রাশি রাশি
তোমায় অনেক ভালবাসি
No comments:
Post a Comment