Pages

Wednesday, January 13, 2016

৩৬তম বিসিএস প্রস্তুতি

৩৬তম বিসিএস প্রস্তুতি
--------------- --------------- - সাধারণ বিজ্ঞান(

 1. মানুষের লালারসে কোন এনজাইমটি থাকে?
উঃ টায়ালিন
2. বিষাক্ত নিকোটিন থাকে কিসে ?
উঃ তামাকে 3. মানব দেহে প্রতিদিন কি পরিমাণ
পানি প্রয়োজন ?
উ. ৪-৫ লিটার
4. আদর্শ খাদ্য বলা হয় কাকে ?
উঃ দুধকে
5. ডিমের সাদা অংশে কি প্রোটিন থাকে?
উঃ অ্যালবুমিন
6. সর্দি হয় কোন ভিটামিনেরঅভাবে ?
উঃ ভিটামিন 'সি'
7. মলা মাছে কি থাকে ? উঃ ভিটামিন 'এ'
8. ভিটামিন 'এ' সবচেয়ে বেশি পাওয়া যায় কিসে?
উ. গাজরে
9. নেশা সামগ্রী 'আফিমের' মূল উত্স
কী ? উ. পপি
10. ভিটামিন 'ই' কোন কাজে
সহায়তা করে?
উ. প্রজননে
11. যন্ডিস হচ্ছে মূলত কিসের
রোগ ? উ. লিভারের বা যকৃতের রোগ ।
12. কচু শাক কেন বিখ্যাত ?
উ। আয়রনের জন্য
১৩, মানব দেহে সাধারনভাবে
ক্রমোজোম থাকে?
উঃ ২৩ জোড়া ১৪ রক্তে হিমোগ্লোবিনের কাজ ?
উঃ অক্সিজেন পরিবহন করা
১৫, মস্তিস্কের ক্ষমতা ক্ষয় পেতে
থাকে স্নায়ু কোষের?
উঃ এক- চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে
১৫, অক্সিন হচ্ছে? উঃ এক প্রকার হরমোন
১৬, কোনটি এ্যান্টিবায়োটি ক ? উঃ পেনিসিলিন
১৭, জন্ডিসে আক্রান্ত হয়?
উঃ যকৃত
১৮, ডাক্তার নাড়ি পরীক্ষা করার সময় মূলত কী দেখেন? 
উঃ ধমনির স্পন্দন 
১৯, ‘ষ্ট্রোক’- আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?
উঃ মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
২০, কোনটি রক্তের কাজ নহে?
 উঃ জারক রস বিতরণ করা
২১, নিচের কোনটিকে কিডনির
কার্যকরী একক বলা হয়? উঃ নেফ্রন
২২, নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়?
উঃ ধমনীর ভেতর দিয়ে 
২৩, টিবিও ফিবুলা কোথায় অবস্থান করে?     উঃ পায়ে
২৪, সেলসিয়াস স্কেলে মানব দেহের তাপমাত্রা কত? 
উঃ ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস 
২৫, দূষিত বাতাসের কোন গ্যাসটি
মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
উঃ কার্বন মনোক্সাইড
২৬, অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি?
উঃ ইনসুলিন
২৭, মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র?
উঃ স্ফিগমোম্যানোমি ট ার ২৮, রক্তে কোলেস্টেরলের পরিমাণ
বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
উঃ খাসির মাংস
২৯, মানুষের রক্তের pH কত? উঃ 7.4
৩০, জরায়ুর কোন স্তরে ব্লাস্টোসিস্ট প্রোথিত হয়? 
উঃ এন্ডোমেট্রিয়া

No comments:

Post a Comment