Pages

Wednesday, January 13, 2016

জীবনটা কিছু নয় শুধু এক মুঠো ধূলো


জীবনটা কিছু নয় শুধু এক মুঠো ধূলো


জীবনটা কিছু নয়
শুধু এক মুঠো ধূলো।।
চৈতি বাতাসে উড়া
শিমুলেরই তুলো।।

কেন তবে সং সাজাই
সারা মুখে রঙ মাজা
পালা শেষ হলে পরে
পড়ে থাকে সাজ ঘরে
জরির মুকুট আর
মেকি পরচুলো।।

কেন মন ভুল করে
ফুটন্ত ফুল ঝরে
একা একা বসে বসে
কি হবে অংক কষে
হিসাবের খাতাটাকে খোল।।

No comments:

Post a Comment