Pages

Friday, January 8, 2016

ভালবাসি অনেক বেশি

ভালবাসায় "শেয়ারিং আর কেয়ারিং" বলে একটা জিনিস থাকে। কোন ভালবাসায় যখন একে অপরের প্রতি এই কেয়ারিং আর শেয়ারিং থাকে তখন সেই ভালবাসা একদম জমে উঠেআর সাগরের মত বিশাল আকার ধারন করে। অনেকে এই ব্যাপার গুলোকে 'লুতুপুতু টাইপ' বলে থাকে। কিন্তু আমি এই জিনিসগুলোকে খুব সম্মান করি। যারা ব্যাপার গুলো নিয়ে চোখ পাকায় ভালবাসা কি আসলে তারা জানেই না। আর অনেকের ভাগ্যে ভালবাসা জুটলেও এই জিনিসগুলো জুটে না। যেমন- হয়ত কোন একজন খুব খেয়াল কর্‌ছে তার প্রিয়জন ভাল আছে কিনা, খেয়েছে কিনা; অপর দিকে অন্যজন এই দিকে সারাদিন কিছু খায়নি সেটা খেয়ালই নেই। এসব ক্ষেত্রে এক দিকে ভালবাসার সুখ থাকলেয় কোথাও একটু খানি খারাপ লাগা থেকে যায়। তখনই ভালবাসা অপূর্ণ থেকে যায়। তাই আমরা চাইলেই পরিপূর্ণ ভালবাসা দিয়ে আমাদের প্রিয়জনদের জীবন সুখে ভরিয়ে তুলতে পারি। দোয়া করি সবার জীবন কানায় কানায় পূর্ণ হয়ে থাক অপার ভালবাসায়।

No comments:

Post a Comment