তুমি না থাকলে ,
পৃথিবী হত না ...
তুমি না থাকলে ,
কোন মহান মানবী হত না ...
তুমি না থাকলে ,
জীবন এত মধুর হত না ;
তুমি আমার জন্মদারী ,তুমি আমার মা ।
তোমার পরশেই এসে বুঝি ভালবাসা ,
তোমারই কাছে এলে কাটে মনের ব্যাথা ।।
তোমার কাছে এলে পাই পৃথিবীর সুখ ,
তোমারই ভালবাসায় নিঃশেষ আমার সকল দুখ ।।
তোমায় মা ,
কত কষ্ট দিলাম ,
দিলাম বেদনা ....
তোমার ছায়ায় বড় হলাম ,
এই যে চেতনা ।।
আমার কষ্টে ;
ঝরল তোমার কত চোখের পানি ....
ক্ষমা করে দিও মাগো ;
তোমার চরণখানি ।।
দোয়া কর তোমি আমায় ,
পাশে থাক আজীবন ,
মা তোমার হাত দুটো দিয়ে দাও আমায় বুলে ,
একটু খানি দিও আশীর্বাদ ছুয়ে আমার চুলে ।
আঁচল দিয়ে আলতো করে ,
ছোইয়ো আমার মুখখানি .....
তোমার মাঝে বন্দি সকল সুখের বাণী ।।
মা .....মাগো তুমি আমার মহান আল্লাহর পরে ,
মা তুমি আমায় ছেড়ে ,আমার আগে যেই নাগো মরে ।।
পৃথিবী হত না ...
তুমি না থাকলে ,
কোন মহান মানবী হত না ...
তুমি না থাকলে ,
জীবন এত মধুর হত না ;
তুমি আমার জন্মদারী ,তুমি আমার মা ।
তোমার পরশেই এসে বুঝি ভালবাসা ,
তোমারই কাছে এলে কাটে মনের ব্যাথা ।।
তোমার কাছে এলে পাই পৃথিবীর সুখ ,
তোমারই ভালবাসায় নিঃশেষ আমার সকল দুখ ।।
তোমায় মা ,
কত কষ্ট দিলাম ,
দিলাম বেদনা ....
তোমার ছায়ায় বড় হলাম ,
এই যে চেতনা ।।
আমার কষ্টে ;
ঝরল তোমার কত চোখের পানি ....
ক্ষমা করে দিও মাগো ;
তোমার চরণখানি ।।
দোয়া কর তোমি আমায় ,
পাশে থাক আজীবন ,
মা তোমার হাত দুটো দিয়ে দাও আমায় বুলে ,
একটু খানি দিও আশীর্বাদ ছুয়ে আমার চুলে ।
আঁচল দিয়ে আলতো করে ,
ছোইয়ো আমার মুখখানি .....
তোমার মাঝে বন্দি সকল সুখের বাণী ।।
মা .....মাগো তুমি আমার মহান আল্লাহর পরে ,
মা তুমি আমায় ছেড়ে ,আমার আগে যেই নাগো মরে ।।
No comments:
Post a Comment