بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ |
01
|
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। | |
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ |
02
|
যাবতীয় প্রশংসা আল্লাহ তা' আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। | |
الرَّحْمـنِ الرَّحِيمِ |
03
|
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। | |
مَـالِكِ يَوْمِ الدِّينِ |
04
|
যিনি বিচার দিনের মালিক। | |
إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ |
05
|
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। | |
اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ |
06
|
আমাদেরকে সরল পথ দেখাও, | |
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ |
07
|
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। |
Friday, January 22, 2016
১) সূরা আল ফাতিহা ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৭
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment