Pages

Wednesday, January 13, 2016

তোমাকে

জানিনা কিভাবে ভালবাসতে হয়,
তবে তোমাকে অনেক
ভালোবাসি সেটা বুঝতে পারি।
এখনও তোমাকে কাছে পাবার
ইচ্ছে হয় ,
তবে সময়ের সাথে সাথে প্রকাশ ভঙ্গিতে পরিবর্তন এসেছে।
ইচ্ছে হলেও
বলতে পারিনা তোমাকে ছাড়া বাঁচব
কারন এতদিন তো বেঁচে ছিলাম।
তবে এই বেঁচে থাকা অনেক কষ্টের ,
প্রতিটা মুহূর্তে মৃত্যুর স্বাদ, তুমি সত্যিকারের ভালোবাসার মূল্য
দিতে চাওনি,
হয়ত যোগ্যতা , কিংবা চেহারায়
আমি পরাজিত

No comments:

Post a Comment