Pages

Thursday, January 14, 2016

মা আমার প্রামনের প্রিয় মা


মা আমার প্রানের প্রিয় মা



এক লোক তার গাড়ি পার্ক করে এক ফুল দোকানে গেল সেখানে তিনি তার মায়ের জন্য কিছু ফুলের অর্ডার দিলেন এবং ঠিকানা দিলেন কোথায় পাঠাতে হবে তার মা তার থেকে প্রায় ২০০ মাইল দূরে থাকেন সেখানে ফুলগুলো পাঠানোর জন্য বললেন তিনি

অর্ডার শেষে যখন গাড়ির কাছে আসলেন দেখলেন যে , ছোট্ট এক মেয়ে গাড়ির পাশে বসে কাঁদছে। তিনি জিজ্ঞেস করলেন কাঁদছো কেন?

মেয়েটি বললো যে, সে তার মায়ের জন্য একটি গোলাপ কিনতে চায়। কিন্তু তার কাছে টাকা নেই। লোকটি মেয়েটিকে দোকানে নিয়ে গেল এবং ফুল কিনে দিল। এরপর বললো যে, তোমাকে আমি নামিয়ে দিতে পারবো যদি তুমি চাও। মেয়েটি গাড়িতে উঠে বসলো।
লোকটি জিজ্ঞেস করলো কোথায় নামবে?

মেয়েটি কাছেই একটি কবরস্থানের কথা বললো। লোকটি কবরস্থানের কাছে নিয়ে গেল। অবাক হয়ে বললো, এখানে কোথায়! মেয়েটি কিছু না বলে গাড়ি থেকে নেমে নতুন একটি কবরের দিকে এগিয়ে গেল। ওখানে ফুলটি গেঁথে দিয়ে বললো,"আমি তোমাকে ভালোবাসি'মা'"
লোকটির চোখে পানি চলে আসলো। সে আবার আগের ফুল দোকানে গেল, তার অর্ডারটি বাদ দিলো এবং ফুলের একটি তোড়া কিনলো। এরপর চললো ২০০ মাইল দূরে মায়ের কাছে।

'
আমার প্রিয় মা'' কে নিয়ে আপনার মনের কথা বলতে, শুনতে চাইলে এই পেইজটিতে লাইক মারুন, আশা করি আমাদের প্রতিটি পোস্ট আপনার হৃদয় কে নারা দেবে। ধন্যবাদ

মা আমার প্রানের প্রিয় মা



এক লোক তার গাড়ি পার্ক করে এক ফুল দোকানে গেল সেখানে তিনি তার মায়ের জন্য কিছু ফুলের অর্ডার দিলেন এবং ঠিকানা দিলেন কোথায় পাঠাতে হবে তার মা তার থেকে প্রায় ২০০ মাইল দূরে থাকেন সেখানে ফুলগুলো পাঠানোর জন্য বললেন তিনি
অর্ডার শেষে যখন গাড়ির কাছে আসলেন দেখলেন যে , ছোট্ট এক মেয়ে গাড়ির পাশে বসে কাঁদছে। তিনি জিজ্ঞেস করলেন কাঁদছো কেন?
মেয়েটি বললো যে, সে তার মায়ের জন্য একটি গোলাপ কিনতে চায়। কিন্তু তার কাছে টাকা নেই। লোকটি মেয়েটিকে দোকানে নিয়ে গেল এবং ফুল কিনে দিল। এরপর বললো যে, তোমাকে আমি নামিয়ে দিতে পারবো যদি তুমি চাও। মেয়েটি গাড়িতে উঠে বসলো।
লোকটি জিজ্ঞেস করলো কোথায় নামবে?

মেয়েটি কাছেই একটি কবরস্থানের কথা বললো। লোকটি কবরস্থানের কাছে নিয়ে গেল। অবাক হয়ে বললো, এখানে কোথায়! মেয়েটি কিছু না বলে গাড়ি থেকে নেমে নতুন একটি কবরের দিকে এগিয়ে গেল। ওখানে ফুলটি গেঁথে দিয়ে বললো,"আমি তোমাকে ভালোবাসি'মা'"
লোকটির চোখে পানি চলে আসলো। সে আবার আগের ফুল দোকানে গেল, তার অর্ডারটি বাদ দিলো এবং ফুলের একটি তোড়া কিনলো। এরপর চললো ২০০ মাইল দূরে মায়ের কাছে।

'আমার প্রিয় মা'' কে নিয়ে আপনার মনের কথা বলতে, শুনতে চাইলে এই পেইজটিতে লাইক মারুন, আশা করি আমাদের প্রতিটি পোস্ট আপনার হৃদয় কে নারা দেবে। ধন্যবাদ




- See more at: http://amarprioma.blogspot.com/2012/07/blog-post_21.html#.Vph-UubPSiE

মা আমার প্রানের প্রিয় মা



এক লোক তার গাড়ি পার্ক করে এক ফুল দোকানে গেল সেখানে তিনি তার মায়ের জন্য কিছু ফুলের অর্ডার দিলেন এবং ঠিকানা দিলেন কোথায় পাঠাতে হবে তার মা তার থেকে প্রায় ২০০ মাইল দূরে থাকেন সেখানে ফুলগুলো পাঠানোর জন্য বললেন তিনি
অর্ডার শেষে যখন গাড়ির কাছে আসলেন দেখলেন যে , ছোট্ট এক মেয়ে গাড়ির পাশে বসে কাঁদছে। তিনি জিজ্ঞেস করলেন কাঁদছো কেন?
মেয়েটি বললো যে, সে তার মায়ের জন্য একটি গোলাপ কিনতে চায়। কিন্তু তার কাছে টাকা নেই। লোকটি মেয়েটিকে দোকানে নিয়ে গেল এবং ফুল কিনে দিল। এরপর বললো যে, তোমাকে আমি নামিয়ে দিতে পারবো যদি তুমি চাও। মেয়েটি গাড়িতে উঠে বসলো।
লোকটি জিজ্ঞেস করলো কোথায় নামবে?

মেয়েটি কাছেই একটি কবরস্থানের কথা বললো। লোকটি কবরস্থানের কাছে নিয়ে গেল। অবাক হয়ে বললো, এখানে কোথায়! মেয়েটি কিছু না বলে গাড়ি থেকে নেমে নতুন একটি কবরের দিকে এগিয়ে গেল। ওখানে ফুলটি গেঁথে দিয়ে বললো,"আমি তোমাকে ভালোবাসি'মা'"
লোকটির চোখে পানি চলে আসলো। সে আবার আগের ফুল দোকানে গেল, তার অর্ডারটি বাদ দিলো এবং ফুলের একটি তোড়া কিনলো। এরপর চললো ২০০ মাইল দূরে মায়ের কাছে।

'আমার প্রিয় মা'' কে নিয়ে আপনার মনের কথা বলতে, শুনতে চাইলে এই পেইজটিতে লাইক মারুন, আশা করি আমাদের প্রতিটি পোস্ট আপনার হৃদয় কে নারা দেবে। ধন্যবাদ




- See more at: http://amarprioma.blogspot.com/2012/07/blog-post_21.html#.Vph-UubPSiE

মা আমার প্রানের প্রিয় মা



এক লোক তার গাড়ি পার্ক করে এক ফুল দোকানে গেল সেখানে তিনি তার মায়ের জন্য কিছু ফুলের অর্ডার দিলেন এবং ঠিকানা দিলেন কোথায় পাঠাতে হবে তার মা তার থেকে প্রায় ২০০ মাইল দূরে থাকেন সেখানে ফুলগুলো পাঠানোর জন্য বললেন তিনি
অর্ডার শেষে যখন গাড়ির কাছে আসলেন দেখলেন যে , ছোট্ট এক মেয়ে গাড়ির পাশে বসে কাঁদছে। তিনি জিজ্ঞেস করলেন কাঁদছো কেন?
মেয়েটি বললো যে, সে তার মায়ের জন্য একটি গোলাপ কিনতে চায়। কিন্তু তার কাছে টাকা নেই। লোকটি মেয়েটিকে দোকানে নিয়ে গেল এবং ফুল কিনে দিল। এরপর বললো যে, তোমাকে আমি নামিয়ে দিতে পারবো যদি তুমি চাও। মেয়েটি গাড়িতে উঠে বসলো।
লোকটি জিজ্ঞেস করলো কোথায় নামবে?

মেয়েটি কাছেই একটি কবরস্থানের কথা বললো। লোকটি কবরস্থানের কাছে নিয়ে গেল। অবাক হয়ে বললো, এখানে কোথায়! মেয়েটি কিছু না বলে গাড়ি থেকে নেমে নতুন একটি কবরের দিকে এগিয়ে গেল। ওখানে ফুলটি গেঁথে দিয়ে বললো,"আমি তোমাকে ভালোবাসি'মা'"
লোকটির চোখে পানি চলে আসলো। সে আবার আগের ফুল দোকানে গেল, তার অর্ডারটি বাদ দিলো এবং ফুলের একটি তোড়া কিনলো। এরপর চললো ২০০ মাইল দূরে মায়ের কাছে।

'আমার প্রিয় মা'' কে নিয়ে আপনার মনের কথা বলতে, শুনতে চাইলে এই পেইজটিতে লাইক মারুন, আশা করি আমাদের প্রতিটি পোস্ট আপনার হৃদয় কে নারা দেবে। ধন্যবাদ




- See more at: http://amarprioma.blogspot.com/2012/07/blog-post_21.html#.Vph-UubPSiE

মা আমার প্রানের প্রিয় মা



এক লোক তার গাড়ি পার্ক করে এক ফুল দোকানে গেল সেখানে তিনি তার মায়ের জন্য কিছু ফুলের অর্ডার দিলেন এবং ঠিকানা দিলেন কোথায় পাঠাতে হবে তার মা তার থেকে প্রায় ২০০ মাইল দূরে থাকেন সেখানে ফুলগুলো পাঠানোর জন্য বললেন তিনি
অর্ডার শেষে যখন গাড়ির কাছে আসলেন দেখলেন যে , ছোট্ট এক মেয়ে গাড়ির পাশে বসে কাঁদছে। তিনি জিজ্ঞেস করলেন কাঁদছো কেন?
মেয়েটি বললো যে, সে তার মায়ের জন্য একটি গোলাপ কিনতে চায়। কিন্তু তার কাছে টাকা নেই। লোকটি মেয়েটিকে দোকানে নিয়ে গেল এবং ফুল কিনে দিল। এরপর বললো যে, তোমাকে আমি নামিয়ে দিতে পারবো যদি তুমি চাও। মেয়েটি গাড়িতে উঠে বসলো।
লোকটি জিজ্ঞেস করলো কোথায় নামবে?

মেয়েটি কাছেই একটি কবরস্থানের কথা বললো। লোকটি কবরস্থানের কাছে নিয়ে গেল। অবাক হয়ে বললো, এখানে কোথায়! মেয়েটি কিছু না বলে গাড়ি থেকে নেমে নতুন একটি কবরের দিকে এগিয়ে গেল। ওখানে ফুলটি গেঁথে দিয়ে বললো,"আমি তোমাকে ভালোবাসি'মা'"
লোকটির চোখে পানি চলে আসলো। সে আবার আগের ফুল দোকানে গেল, তার অর্ডারটি বাদ দিলো এবং ফুলের একটি তোড়া কিনলো। এরপর চললো ২০০ মাইল দূরে মায়ের কাছে।

'আমার প্রিয় মা'' কে নিয়ে আপনার মনের কথা বলতে, শুনতে চাইলে এই পেইজটিতে লাইক মারুন, আশা করি আমাদের প্রতিটি পোস্ট আপনার হৃদয় কে নারা দেবে। ধন্যবাদ




- See more at: http://amarprioma.blogspot.com/2012/07/blog-post_21.html#.Vph-UubPSiE

No comments:

Post a Comment