বিশ্বের সর্ববৃহৎ প্রানী কোনটি? | উঃ নীল তিমি। |
সর্ববৃহৎ স্থলচর প্রানী কোনটি? | উঃ আফ্রিকার হাতি |
সর্ববৃহৎ সামুদ্রিক প্রানী কোনটি? | উঃ নীল তিমি |
সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি? | উঃ চিতা বাঘ |
সবচেয়ে উচ্চতম প্রাণী কোনটি? | উঃ জিরাফ |
সবচেয়ে বুদ্ধি প্রাণী কোনটি? | উঃ শিম্পাঞ্জী |
সবচেয়ে র্দীঘজীবী প্রাণী কোনটি? | উঃ কচ্ছপ |
সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রানী কোনটি? | উঃ নীল তিমি |
পৃথিবীর র্দীঘতম পথ ভ্রমণকারী পাখি কোনটি? | উঃ আর্কটিকটার্ন সামুদ্রিক পাখি |
আর্কটিকটার্ন পাখি একটানা কত মাইল পথ পাড়ি দিতে পারে? | উঃ ১১,০০০ মাইল। |
আর্কটিকটার্ন পাখির আবাস স্থান কোথায়? | উঃ সুমেরু অঞ্চলে। |
পৃথিবীর ইতিহাসে কবে প্রথম সাদা বাঘ পাওয়া যায়? | উঃ ১৯০০ সালে। |
সাদা বাঘ প্রথম কোথায় দেখা যায়? | উঃ মেঘালয়ের জয়ন্তিকা পাহাড়ে। |
উড়তে অক্ষম পাখি কোনটি? | উঃ উট পাখি। |
সবচেয়ে বড় শিকারী পাখি কোনটি? | উঃ ক্যানডোর। |
দ্রুততম পাখি কোনটি? | উঃ সুইফট বার্ড |
সর্ববৃহৎ পাখি কোনটি? | উঃ উট পাখি। |
সর্ববৃহৎ সামুদ্রিক পাখি কোনটি? | উঃ আল বাটোস |
সবচেয়ে ছোট পাখি কোনটি? | উঃ হামিং বার্ড |
যে পাখি কখনও বাসা তৈরী করে না? | উঃ কোকিল। |
সবচেয়ে দ্রুতগামী সাপ কোনটি? | উঃ আফ্রিকার কালো সাপ |
সবচেয়ে লম্বা সাপ কোনটি? | উঃ আনাকোন্ডা |
সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি? | উঃ কিং কোবরা |
মরুভূমির জাহাজ বলা হয় কোন প্রানীকে? | উঃ উট। |
প্লাটিপাস কোথায় পাওয়া যায়? | উঃ দক্ষিণ অস্ট্রেলিয়া ও তাসমেনিয়া। |
সাগর গাভী নামে পরিচিত কোন প্রাণী? | উঃ ডুগং। |
কোন পশু শব্দ করতে পারে না? | উঃ জিরাফ। |
পৃথিবীর শ্রেষ্ঠ মেষ চারণ ক্ষেত্র কোনটি? | উঃ মধ্য কুইন্সল্যান্ড |
Wednesday, January 6, 2016
পশু পাখি বিষয়ক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment