Pages

Friday, January 8, 2016

বিখ্যাত লোকদের কিছু বিখ্যাত “উক্তি” — ০২

ওঠো, এবং ভয় পেয়ো না॥
যীশু।

যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?
শেরে বাংলা এ. কে. ফজলুল হক।

ভয়? সে কে? তাকে তো কোনোদিন দেখিনি॥
লর্ড নেলসন।

হয়তো দশবার টসে একবার মাত্র আমি জিতেছি, কিন্তু তাতে আমার দুঃখ নেই। আমার মুখ তো তাই বলেছে- যা আমার চোখ দেখেছে॥
চে গুয়েভারা।

গতি যার নীচ সহ নীচ সে দুর্মতি॥ —মাইকেল মধুসূদন দত্ত
রহস্যকে ব্যাখ্যা করবার জন্যই ঈশ্বরের ধারনা এসেছে॥ রিচার্ড ফিলিপস ফাইনম্যান।
বাংলার মাটি দু্র্জয় ঘাঁটি জেনে নিক দুর্বৃত্তেরা॥
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

ক্লান্ত হলে তো অনেক আগেই মারা যেতাম। ক্লান্তি নেই বলেই তো একজন শিল্পী এতদিন বেঁচে থাকে॥
পাবলো পিকাসো।

যদি আমি তোমাকে ভালোবাসি, ঈশ্বর।
তুমি কেবল তোমার কিছু সৃষ্টিকে ভালোবাসতে পারোনা॥
মুহাম্মদ আলি।
পুরুষের দশ দশা।
কখনও হাতি কখনও মশা॥
মীর মশারফ হোসেন।
নিজেকে আর নিজের শত্রুকে চেনা থাকলে কোনো হার ছড়াই একশ যুদ্ধ জেতা যায়॥ সান যু।
নিন্দিত করুন। কোন ব্যাপার না। ইতিহাস আমাকে মুক্তি দেবে॥ ফিদেল আলেহান্দ্রো কাস্ত্রো রুজ।
রক্ত কখনও ঘুমায় না। প্রতিশোধ নেবার জন্য জেগে থাকে॥ সালাদিন।
আমাদের কেবল ভয়কে ভয় পাওয়া উচিৎ॥ ফ্রাংক্‌লিন ডেলানো রুজ্‌ভেল্ট।
আমরা হয় এক রাস্তা খুঁজে নেব, নয় বানিয়ে নেব॥ হ্যানিবল।
অসম্ভব শব্দটি মুর্খের অভিধানেই পাওয়া যায়॥ নেপোলিয়ন বোনাপার্ট।
জ্ঞান নয় কল্পনাই বুদ্ধির প্রকৃত পরিচয়॥
আলবার্ট আইনস্টাইন।

আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না,
কিন্তু সিংহের অধীনে ভেড়ার পালকে ভয় পাই॥
আলেকজান্ডার
আমি শুয়োর পছন্দ করি। কুকুর আমাদের দিকে চোখ তুলে তাকায়। বিড়াল চোখ নামিয়ে তাকায়। শুকর আমাদেরকে সমভাবে দেখে॥
উইনস্টন চার্চিল

স্বপ্ন তা নয় যা ঘুমের মধ্যে আসে,
স্বপ্ন সেটাই যা ঘুমকে দুর করে॥
আবুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম।

বামন চিনি পৈতা দেখে
বামনী চিনি কেমনে রে?
লালন ফকির।

মানুষ স্বভাবতই একটি ‘রাজনৈতিক প্রাণী॥
অ্যারিস্টটল।

এদেশের বুকে আঠারো আসুক নেমে॥ সুকান্ত ভট্টাচার্য্য।
 কোন গাড়িকে তার চালক দেখে বিচার করা উচিৎ নয়॥
জাকির নায়েক।

আমি বেশি দুরে দেখে থাকলে তা দৈত্যদের ঘাড়ে চড়েই॥ —আইজ্যাক নিউটন

No comments:

Post a Comment