Blue Lagoon বা নীল হ্রদ - লালা খাল
শহর থেকে সি এন জি রিজার্ভ করে সারি ঘাট হয়ে চলে আসলাম লালা খাল , ৫০০ টাকায় নৌকা ভাড়া করে ঘুরে দেখলাম সারি নদী , জিরো পয়েন্ট , চা বাগান (যদিও চা পাতা ছিলোনা)শীতে লালা খালের পানি নীল থাকে জানা ছিল কিন্তু বাস্তবে কল্পনার চেয়েও অনেক সুন্দর । নৌকাতে বসে পানিতে হাত ভিজিয়ে দেখলাম পানি একদম স্বচ্চ । দুপাসে পাহাড়ের সবুজ আর আকাশের নীল মিলে পানির রং নীলছে সবুজ । প্রকৃতির এমন রুপ সহজে চোখে পরেনা।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬
No comments:
Post a Comment