১ সেকেন্ডেই চালু করুন আপনার পছন্দের প্রোগ্রামটি
আপনি চাইলেই ১ সেকেন্ডের মধ্যে কি-বোর্ডের মাধ্যমে চালাতে পারবেন আপনার প্রিয় প্রোগ্রামটি। এ জন্য প্রথমে আপনাকে কিছু কাজ করতে হবে। আপনি আপনার প্রিয় প্রোগামটির একটি সর্টকাট ডেক্সটপে করে নিন।এ জন্য আপনি টাস্কবারের start menu তে গিয়ে আপনার প্রিয় প্রোগ্রামটির উপর মাউস নিয়ে রাইট ক্লিক করে Desktop (create shortcut) এ ক্লিক করুন। এবার দেখুন আপনার ডেক্সটপে এটি শর্টকাট তৈরী হয়েছে।এখন আপনি ডেক্সটপে তৈরীকৃত এর উপর রাইট ক্লিক করে properties এ যান। এখন shortcut tab এ ক্লিক করুন। এখন দেখুন shortcut key এর জায়গায় none দেয়া আছে। আপনি ঐখানে কার্সর রেখে কিবোর্ড থেকে যে কোন একটি বর্ন চাপুন। আপনি যদি "A" চাপেন তবে দেখা যাবে Ctrl+Alt+A। এখন আপনি ok দেন।
এখন Desktop এ এসে Ctrl+Alt+A চাপুন (যদি আপনি A দিয়ে থাকেন)। দেখুন চালূ হয়ে গেছে আপনার পছন্দের প্রোগ্রাম।
ধন্যবাদ সবাইকে। হাতে সময় কম ছিল তাই একটু তাড়াতাড়ি লিখেছি। ভুল হলে ক্ষমা করে দিয়েন।
No comments:
Post a Comment