১। যদি আপনি দেখেন আপনার উপস্থিতিতে 'ওর' চেহারায় আলোর ঝিলিক দেখা দিয়েছে ।
২। যদি উচ্ছ্বল ভাবে কথা বলা শুরু করে ।
৩। যদি কেমন ঘোলাটে অথচ মায়াবী স্পর্শময় স্নিগ্ধ চোখে প্রায়ই আপনার দিকে তাকিয়ে থাকে ।
৪। ঘুরে - ফিরে যদি 'ও' কেবল প্রেম - ভালবাসা বিষয়ক কথাবার্তায় চলে আসে ।
৫। আপনার অজান্তে আপনার আঙ্গুলের স্বাভাবিক একটু স্পর্শে 'ও' যদি আমূল কেঁপে উঠে , লজ্জা পায় এবং পরোক্ষণেই মিটি মিটি হাসে ।
৬। যদি 'ও' আপনার সাথে ঘুরতে চায় বা সিনেমা দেখতে বা চাইনিজে যেতে চায় ।
৭। যদি 'ও' আপনাকে একা পেতে চায় ।
৮। যদি আপনি "চলে যাই" বললে ওর চেহারায় একরাশ বিষণ্ণতা হঠাৎ ভেসে উঠে বা চোখ ছলছল করে উঠে ।
৯। যদি আপনাকে হঠাৎ দেখলে 'ও' অপ্রস্তুত হয়ে যায় এবং লজ্জা পায় সাথে সাথে কথা বলার জন্য ছটফট করে ।
১০। যদি আপনার সাথে কথা বলতে গিয়ে ওর কথাবার্তা সব জড়িয়ে যায় । নিঃশ্বাস দ্রুত হয় ।
১১। যদি চোখ মারে বা কোন ভাবে আপনার স্পর্শ পেতে চায় ।
১২। যদি আপনার সব কথার পিঠেই 'ও' রেগে রেগে কথা বলে বা অকারনে ঝগড়া করতে চায় এবং কথায় কথায় আপনার সাথে অভিমান করে ।
১৩। যদি শুনেন এর - ওর কাছে আপনার প্রায়ই প্রশংসা করছে ।
১৪। ঈদ বা পুজায় বা নববর্ষে ইত্যাদি বিভিন্ন উপলক্ষে প্রায়ই আপনাকে দামী এবং হার্ট চিহ্ন আছে এমন কার্ড টার্ড দেয় । ভেতরের পাতায় ইংরেজি - বাংলা কোন ডায়ালগ {প্রেমের ইঙ্গিতপূর্ণ} লেখা ।
১৫। যদি বই উপহার পেয়ে দেখলেন সেখানে কোন কবির প্রেমের কবিতা বা লাইন বা নিজের বানানো লাইন টুকে দিয়েছে ।
১৬। যদি 'ও' প্রায়ই আপনাকে ফুল বা গোলাপ কলি {প্রেমের প্রথিক} অথবা অন্যান্য টুকিটাকি উপহার দিচ্ছে ।
১৭। আপনি বিশেষ কাউকে কি পছন্দ করেন ----- এই জাতীয় প্রশ্নের উত্তর যদি 'ও' বলে ---- কাউকে তো মনের মত পেলাম না , কাকে ভালবাসব আপনিই বলে দিন , আপনার মত কাউকে খুজে দিন না । আরে ভাই আমার কপালে কি আর এই সব প্রেম ট্রেম আছে ------ এই জাতীয় উত্তর দেয় বা লজ্জায় নিরব থাকে ।
১৮। যদি আপনার সবকিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অথবা খবর রাখে অথচ সহজে পরিস্কার করে কিছু বলে না অথচ বলতে চায় ।
১৯। যদি প্রায়ই আপনার সাথে ফোনে দীর্ঘক্ষণ আলাপ করে বা করতে চায় ।
২০। যদি দেখেন আপনি কোন বন্ধু বা বান্ধবীর সাথে কথা বললে ও হিংসা করে বা রাগ করে আপনার উপর ।
৩। যদি কেমন ঘোলাটে অথচ মায়াবী স্পর্শময় স্নিগ্ধ চোখে প্রায়ই আপনার দিকে তাকিয়ে থাকে ।
৪। ঘুরে - ফিরে যদি 'ও' কেবল প্রেম - ভালবাসা বিষয়ক কথাবার্তায় চলে আসে ।
৫। আপনার অজান্তে আপনার আঙ্গুলের স্বাভাবিক একটু স্পর্শে 'ও' যদি আমূল কেঁপে উঠে , লজ্জা পায় এবং পরোক্ষণেই মিটি মিটি হাসে ।
৬। যদি 'ও' আপনার সাথে ঘুরতে চায় বা সিনেমা দেখতে বা চাইনিজে যেতে চায় ।
৭। যদি 'ও' আপনাকে একা পেতে চায় ।
৮। যদি আপনি "চলে যাই" বললে ওর চেহারায় একরাশ বিষণ্ণতা হঠাৎ ভেসে উঠে বা চোখ ছলছল করে উঠে ।
৯। যদি আপনাকে হঠাৎ দেখলে 'ও' অপ্রস্তুত হয়ে যায় এবং লজ্জা পায় সাথে সাথে কথা বলার জন্য ছটফট করে ।
১০। যদি আপনার সাথে কথা বলতে গিয়ে ওর কথাবার্তা সব জড়িয়ে যায় । নিঃশ্বাস দ্রুত হয় ।
১১। যদি চোখ মারে বা কোন ভাবে আপনার স্পর্শ পেতে চায় ।
১২। যদি আপনার সব কথার পিঠেই 'ও' রেগে রেগে কথা বলে বা অকারনে ঝগড়া করতে চায় এবং কথায় কথায় আপনার সাথে অভিমান করে ।
১৩। যদি শুনেন এর - ওর কাছে আপনার প্রায়ই প্রশংসা করছে ।
১৪। ঈদ বা পুজায় বা নববর্ষে ইত্যাদি বিভিন্ন উপলক্ষে প্রায়ই আপনাকে দামী এবং হার্ট চিহ্ন আছে এমন কার্ড টার্ড দেয় । ভেতরের পাতায় ইংরেজি - বাংলা কোন ডায়ালগ {প্রেমের ইঙ্গিতপূর্ণ} লেখা ।
১৫। যদি বই উপহার পেয়ে দেখলেন সেখানে কোন কবির প্রেমের কবিতা বা লাইন বা নিজের বানানো লাইন টুকে দিয়েছে ।
১৬। যদি 'ও' প্রায়ই আপনাকে ফুল বা গোলাপ কলি {প্রেমের প্রথিক} অথবা অন্যান্য টুকিটাকি উপহার দিচ্ছে ।
১৭। আপনি বিশেষ কাউকে কি পছন্দ করেন ----- এই জাতীয় প্রশ্নের উত্তর যদি 'ও' বলে ---- কাউকে তো মনের মত পেলাম না , কাকে ভালবাসব আপনিই বলে দিন , আপনার মত কাউকে খুজে দিন না । আরে ভাই আমার কপালে কি আর এই সব প্রেম ট্রেম আছে ------ এই জাতীয় উত্তর দেয় বা লজ্জায় নিরব থাকে ।
১৮। যদি আপনার সবকিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অথবা খবর রাখে অথচ সহজে পরিস্কার করে কিছু বলে না অথচ বলতে চায় ।
১৯। যদি প্রায়ই আপনার সাথে ফোনে দীর্ঘক্ষণ আলাপ করে বা করতে চায় ।
২০। যদি দেখেন আপনি কোন বন্ধু বা বান্ধবীর সাথে কথা বললে ও হিংসা করে বা রাগ করে আপনার উপর ।
No comments:
Post a Comment