জীবনের কিছু কথা
জীবন থেকে নেয়া,কিছু কথা !!!
Pages
Home
Wednesday, January 6, 2016
শেঙসান দ্বীপে মানুষ বিহীন ঘর শেঙসান দ্বীপে মানুষ বিহীন ঘর
চীনের জেজিয়াং প্রদেশের শেঙসান দ্বীপ। যে দিকে তাকাবেন সবুজ, সবুজ আর সবুজ। সেখানকার ঘরবাড়ি আঙুর গাছে ঢাকা।
তবে সেখানে ঘর আছে মানুষ নেই বললেই চলে। সময় যেন থমকে গেছে। কান পাতলে হয়ত শোনা যাবে দ্রাক্ষালতার মধুরগুঞ্জন।
শেঙসান দ্বীপের এই পরিত্যক্ত গ্রাম ছিল সেখানকার স্থানীয় জেলেদের।কিন্তু সেই গ্রামে থেকে জীবিকা নির্বাহ করা তাদের কাছে দুস্কর।
তাই কাজখুঁজতে গ্রাম ছেড়ে চলে যেতে হয় শহরে। কিন্তু অনেক পরিবার ফিরে আর আসেনা তাদের ভিটে-মাটিতে। এইভাবে একের পর এক বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে।
তবে অন্যদিকে সেই গ্রাম কিন্তু সেজে ওঠে এক অপরূপ সৌন্দর্যে। চারিদিক লতা-পাতায় ছেয়ে যায় পাথুরে পথ থেকে ঘরের চার দেওয়াল, উঠোন।
শেঙসান দ্বীপেএসে ফটোগ্রাফার কুয়িং জিয়ান বাকরুদ্ধ হয়ে পড়েন প্রাক়তিক সৌন্দর্যের মুগ্ধতায়। তাঁর তোলা ছবি দেখে সারা বিশ্বের চোখে এখন সবুজ, সবুজ আর সবুজ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment