Pages

Wednesday, January 6, 2016

গ্রিসের ইতিহাস


গ্রিসের ইতিহাস বলতে বোঝায় গ্রিক জাতি এবং অতীতে তাঁদের দ্বারা বিজিত অঞ্চল তথা বর্তমান গ্রিস রাষ্ট্রের ইতিহাস সংক্রান্ত অধ্যয়ন।
ইতিহাসের বিভিন্ন সময়ে গ্রিস জাতি অধ্যুষিত ও শাসিত অঞ্চলের সীমারেখায় নানা পরিবর্তন এসেছে। এই কারণে গ্রিসের ইতিহাসেও বিভিন্ন প্রকার বহিরাগত উপাদান এসে মিশেছে। গ্রিসের ইতিহাসের প্রতিটি যুগের সুনির্দিষ্ট লিখিত বিবরণ বিদ্যমান।
প্রথম আদি গ্রিক উপজাতিটি মাইসেনিয়ান নামে পরিচিত। এরা খ্রিষ্টপূর্ব তৃতীয় সহস্রাব্দের শেষ ভাগে এবং দ্বিতীয় সহস্রাব্দের প্রথমার্ধে গ্রিসে মূল ভূখণ্ডে বসতি স্থাপন করে।[২] মাইসেনিয়ান উপজাতি যখন এই অঞ্চলে অনুপ্রবেশ করেছিল, তখন এখানে একাধিক অ-গ্রিকভাষী ও দেশীয় আদি-গ্রিক উপজাতিগুলি বাস করত। এরা খ্রিষ্টপূর্ব সপ্তম সহস্রাব্দ থেকে এই অঞ্চলে কৃষিকার্য করে আসছিল।[৩]
ভৌগোলিক বিস্তারের মধ্যগগনে গ্রিক সভ্যতা গ্রিস থেকে মিশরপাকিস্তানের হিন্দুকুশ পর্যন্ত প্রসারিত ছিল। এই সময় থেকেই গ্রিক সংখ্যালঘুরা পূর্বতন গ্রিক সাম্রাজ্যের বিভিন্ন অংশে (যেমন: তুরস্ক, ইতালি, ও লিবিয়া, লেভ্যান্ট ইত্যাদি অঞ্চলে) বসবাস করছেন। বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে গ্রিক অভিনিবেশকারীদের সন্ধান পাওয়া যায়। বর্তমানে অধিকাংশ গ্রিকেরা ১৮২১ সালে স্বাধীনতাপ্রাপ্ত গ্রিস দেশ ও সিরিয়ায় বসবাস করেন।
নিষ্ঠুর বিচারকে। কেন এমন পছন্দ? কী কারণ? অর্থ, প্রতিপত্তি নাকি স্রেফ যৌনসুখ! তাঁরই উত্তর জেনে নিন
কোনও কোনও রূপবতী চান তাঁর প্রেমিকপ্রবর অন্য কোনও নারীর দিকে দৃষ্টিপাত করবেন না। তাঁর দিকে চেয়েই কাটিয়ে দেবেন জীবন যৌবন। রূপবান হলে যে মুশকিল! বাকি সুন্দরীরা হাঁ করেতাকিয়ে থাকবেন প্রেমিকের দিকে। না চাইতেও প্রেমিক সেই আহ্বানে সারা দিয়ে ফেলবেন কখনও সখনও। তখন ভারী সমস্যায় পড়বেন রূপসি। কিন্তু প্রেমিক যদি অসুন্দর হন, কোনও নারীই তাঁর আগুপিছু ঘুরঘুর করতে পারবে না। একজন রূপসিকে নিয়েই তুষ্ট হবে তাঁর জীবন।
- See more at: http://bichitra24.com/bn/colorlife-video/3612#sthash.klDF0avJ.dpuf
নিষ্ঠুর বিচারকে। কেন এমন পছন্দ? কী কারণ? অর্থ, প্রতিপত্তি নাকি স্রেফ যৌনসুখ! তাঁরই উত্তর জেনে নিন
কোনও কোনও রূপবতী চান তাঁর প্রেমিকপ্রবর অন্য কোনও নারীর দিকে দৃষ্টিপাত করবেন না। তাঁর দিকে চেয়েই কাটিয়ে দেবেন জীবন যৌবন। রূপবান হলে যে মুশকিল! বাকি সুন্দরীরা হাঁ করেতাকিয়ে থাকবেন প্রেমিকের দিকে। না চাইতেও প্রেমিক সেই আহ্বানে সারা দিয়ে ফেলবেন কখনও সখনও। তখন ভারী সমস্যায় পড়বেন রূপসি। কিন্তু প্রেমিক যদি অসুন্দর হন, কোনও নারীই তাঁর আগুপিছু ঘুরঘুর করতে পারবে না। একজন রূপসিকে নিয়েই তুষ্ট হবে তাঁর জীবন।
- See more at: http://bichitra24.com/bn/colorlife-video/3612#sthash.klDF0avJ.dpuf
নিষ্ঠুর বিচারকে। কেন এমন পছন্দ? কী কারণ? অর্থ, প্রতিপত্তি নাকি স্রেফ যৌনসুখ! তাঁরই উত্তর জেনে নিন
কোনও কোনও রূপবতী চান তাঁর প্রেমিকপ্রবর অন্য কোনও নারীর দিকে দৃষ্টিপাত করবেন না। তাঁর দিকে চেয়েই কাটিয়ে দেবেন জীবন যৌবন। রূপবান হলে যে মুশকিল! বাকি সুন্দরীরা হাঁ করেতাকিয়ে থাকবেন প্রেমিকের দিকে। না চাইতেও প্রেমিক সেই আহ্বানে সারা দিয়ে ফেলবেন কখনও সখনও। তখন ভারী সমস্যায় পড়বেন রূপসি। কিন্তু প্রেমিক যদি অসুন্দর হন, কোনও নারীই তাঁর আগুপিছু ঘুরঘুর করতে পারবে না। একজন রূপসিকে নিয়েই তুষ্ট হবে তাঁর জীবন।
- See more at: http://bichitra24.com/bn/colorlife-video/3612#sthash.klDF0avJ.dpuf

bichitra24“পৃথিবীতে সবচে সুন্দর চোখ নিয়ে চারজন মানুষ জন্মেছিলেন-তার মধ্যে একজন  মিশরের রাণী ক্লিওপেত্রা । বলা হয়‚ তাঁর নাক যদি একটু খাটো হত‚ বদলে যেত পৃথিবীর ইতিহাস । তিনি ক্লিওপেত্রা | প্রাচীন মিশরের অসামান্য সুন্দরী ফ্যারাও । জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির সঙ্গে তাঁর সম্পর্ক ইতিহাস ছাপিয়ে উঠে এসেছে অমর কথাসাহিত্যে।  সেই ক্লিওপেত্রার প্রাসাদ এবং সাম্রাজ্যের বড় অংশ এখন ঘুমিয়ে আছে ভূমধ্যসাগরের নিচে।  ঐতিহাসিকদের মতে‚ এই প্রাসাদেই আত্মহত্যা করেছিলেন তিনি । ইজিপশিয়ান কোবরার বিষাক্ত ছোবল খেয়ে ।
খ্রিস্টপূর্ব ৩৩২ অব্দে মিশর জয়ের স্মারক হিসেবে এক বন্দর নগরী পত্তন করেন গ্রিক বীর আলেকাজান্দার।  নাম রাখা হয় আলেকজান্দ্রিয়া । এর পর থেকে মিশর শাসন করতে থাকে গ্রিসের টলেমাইক বংশ । এই বংশের কন্যা ছিলেন ক্লিওপেত্রা ।  যিনি প্রথমে বাবার সঙ্গে‚ পরে একাই ফ্যারাও হিসেবে বসেন মিশরের সিংহাসনে ।
- See more at: http://bichitra24.com/bn/different-taste/7143#sthash.MQiFiMWu.dpuf

bichitra24“পৃথিবীতে সবচে সুন্দর চোখ নিয়ে চারজন মানুষ জন্মেছিলেন-তার মধ্যে একজন  মিশরের রাণী ক্লিওপেত্রা । বলা হয়‚ তাঁর নাক যদি একটু খাটো হত‚ বদলে যেত পৃথিবীর ইতিহাস । তিনি ক্লিওপেত্রা | প্রাচীন মিশরের অসামান্য সুন্দরী ফ্যারাও । জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির সঙ্গে তাঁর সম্পর্ক ইতিহাস ছাপিয়ে উঠে এসেছে অমর কথাসাহিত্যে।  সেই ক্লিওপেত্রার প্রাসাদ এবং সাম্রাজ্যের বড় অংশ এখন ঘুমিয়ে আছে ভূমধ্যসাগরের নিচে।  ঐতিহাসিকদের মতে‚ এই প্রাসাদেই আত্মহত্যা করেছিলেন তিনি । ইজিপশিয়ান কোবরার বিষাক্ত ছোবল খেয়ে ।
খ্রিস্টপূর্ব ৩৩২ অব্দে মিশর জয়ের স্মারক হিসেবে এক বন্দর নগরী পত্তন করেন গ্রিক বীর আলেকাজান্দার।  নাম রাখা হয় আলেকজান্দ্রিয়া । এর পর থেকে মিশর শাসন করতে থাকে গ্রিসের টলেমাইক বংশ । এই বংশের কন্যা ছিলেন ক্লিওপেত্রা ।  যিনি প্রথমে বাবার সঙ্গে‚ পরে একাই ফ্যারাও হিসেবে বসেন মিশরের সিংহাসনে ।
- See more at: http://bichitra24.com/bn/different-taste/7143#sthash.MQiFiMWu.dpuf

No comments:

Post a Comment