তোলা পানির স্নানেও স্নান থাকে, সমুদ্রেও স্নান থাকে, সাতরে পার হওয়া না জানাদের ও স্নান থাকে,
তোলা পানি ই একমাত্র ভরসা।
রাহসিকতার হাস্যোচ্ছ্বল হাস্যোজ্জ্বল আনন্দধ্বনি সবার পাওয়া হয় না,
জীবন বোধের প্রাসঙ্গিকতায় অপ্রাসঙ্গিকতার স্তরে স্তরে সবুজের শুশ্রূষা পাওয়া হয় না,
হারিয়ে যাওয়ার এই যে ছড়িয়ে পড়া দীর্ঘতর যাত্রা পথে একমাত্র সঙ্গী সঙ্গীহীনতার যুগলবন্দী শূন্যতার সহবাসে।
রূপকথার ও নিঝুমপুরী হয়, গনগনে আগুন গাছ,মাটির পোড়া বাড়ি, নিকষ কাল পাথর মানুষ,
গেঁথে যাওয়া কালো রাতের উঁকি, সবই আছে অবলীলায়।
সেখানেও আকাশ থাকে, জ্যোৎস্নার আকাশচোখে জোনাকিরা ডানা মেলে,
জ্যোৎস্নার ছুঁড়ে মারা সোনা রূপোর বাহারি সব বর্শা, একাকার ভালোবাসায়।
তোলা পানি ই একমাত্র ভরসা।
রাহসিকতার হাস্যোচ্ছ্বল হাস্যোজ্জ্বল আনন্দধ্বনি সবার পাওয়া হয় না,
জীবন বোধের প্রাসঙ্গিকতায় অপ্রাসঙ্গিকতার স্তরে স্তরে সবুজের শুশ্রূষা পাওয়া হয় না,
হারিয়ে যাওয়ার এই যে ছড়িয়ে পড়া দীর্ঘতর যাত্রা পথে একমাত্র সঙ্গী সঙ্গীহীনতার যুগলবন্দী শূন্যতার সহবাসে।
রূপকথার ও নিঝুমপুরী হয়, গনগনে আগুন গাছ,মাটির পোড়া বাড়ি, নিকষ কাল পাথর মানুষ,
গেঁথে যাওয়া কালো রাতের উঁকি, সবই আছে অবলীলায়।
সেখানেও আকাশ থাকে, জ্যোৎস্নার আকাশচোখে জোনাকিরা ডানা মেলে,
জ্যোৎস্নার ছুঁড়ে মারা সোনা রূপোর বাহারি সব বর্শা, একাকার ভালোবাসায়।
কিশোরী স্বপ্নের কল্পনা দেখি, রাত্রির মত অপেক্ষা করি সোনা ভোরের, সারাদিনমান,...........................................
No comments:
Post a Comment