Pages

Wednesday, January 6, 2016

স্বাধীনতা আন্দোলনের নেতা


দেশের নাম নেতার নাম


বাংলাদেশ শেখ মুজিবুর রহমান


ভারত মহাত্মা গান্ধী


পাকিস্তান মুহম্মদ আলী জিন্নাহ


ফিলিস্তিন ইয়াসির আরাফাত


তুরস্ক কামাল আতার্তুক


ভিয়েতনাম হো চি মিন


দক্ষিণ আফ্রিকা নেলসন মেন্ডেলা


চীন মাও সে তং


সোভিয়েত ইউনিয়ন ভ্লাদিমির লেলিন


অ্যাঙ্গোলা এন্টানিও এগাসটিরহো নেটো


ইটালী গুসেপী গারিবালদি


ইন্দোনেশিয়া আহমেদ সুকর্নো


কঙ্গোপ্রজাতন্ত্র প্যাট্রিক লুবুম্বা


কম্বোডিয়া নরদম সিহাকুক


কিউবা ফিদেল কাস্ট্রো


কেনিয়া জুমো কেনিয়াটো


ঘানা কাওয়ামী নক্রুমা


জাম্বিয়া কেনেথ কাউন্ডা


জার্মানী বিসমার্ক


তাঞ্জানিয়া ডঃ জুলিয়াস নায়ারে।


পূর্ব তিমুর জানানা গুসমাও


মার্কিন যুক্তরাষ্ট্র জর্জ ওয়াশিংটন


মায়ানমার জেনারেল অং সান


মালদ্বীপ মামুন আব্দুল গাইউম


যুগোশ্লাভিয়া মার্শাল জোসেফ টিটো


সাইপ্রাস আর্চ বিশপ ম্যাকারিওস

No comments:

Post a Comment