Pages

Wednesday, January 6, 2016

স্মরনীয় ঘটনাবলী

খ্রিস্ট পূর্ব স্মরনীয় ঘটনাবলী
৪০০০ মিশরে ও মেসোপটেমিয়ায় (বর্তমান ইরাক) প্রথম মানব সভ্যতার বিকাশ
৩০০০ ভারতে হিন্দু সভ্যতার বিকাশ।
২৫০০ ভারতে আর্যদের আগমন শুরু।
৯৫০ ভারতে কুরুক্ষেত্রের মহাসমর।
৭৭৬ গ্রীসে প্রথম অলিম্পিক শুরু।
৪৯০ গ্রীসে ম্যারাথনের যুদ্ধ।
৪২৭ দার্শনিক প্লেটোর জন্ম।
৩৯৯ দার্শনিক সক্রেটিস হেমলক পানে নিহত।
৩৪৭ দার্শনিক প্লেটোর মৃত্যু।
৩২৭ আলেকজান্ডারের মৃত্যু।
২৮৭ আর্কিমিডিসের জন্ম।
১৬৬ তাতারদের চীন অভিযান।
৫৫ জুলিয়াস সিজারের প্রথম প্রেট ব্রিটেন গমন।
৩০ এ্যান্টনিও ও ক্লিওপেট্রার মৃত্যু।
খ্রিস্ট পরবর্তী স্মরনীয় ঘটনাবলী
যীশু খ্রিষ্টের জন্ম।
৩০ যীশু খ্রিষ্টের মৃত্যু। (মতান্তরে ২৯ খ্রিষ্টাব্দে)
৩৪ রোমান সম্রাট নিরো কর্তৃক ধর্মীয় কারণে খ্রিষ্টানদের হত্যার আদেশ।
৭৯ বিসুভিয়াসের অগ্ন্যুপাতের ফলে পম্পেই নগরী ধ্বংশ।
৩৭৬ প্রসিদ্ধ জ্যোতিবিজ্ঞানী আর্যভট্টের জন্ম।
৫৭০ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্ম।
৬০০ রোমান সাম্রাজ্যের পতন।
৬০৬ হর্ষবর্ধনের সিংহাসনে আরোহণ।
৬১০ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নবুয়্যাত লাভ।
৬২২ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মদিনায় হিজরত পালন ও হিজরী সন গণনা শূরু।
৬৩২ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ইন্তেকাল।
৬৩৪ মুসলমানগণ কর্তৃক সিরিয়া অধিকার। হযরত আবু বকর রাদ্বিয়াল্লাহ তায়ালা আনহু শাহাদাত লাভ করেন
৬৪৪ হযরত ওমর রাদ্বিয়াল্লাহ তায়ালা আনহু শাহাদাত লাভ।
৬৫৬ হযরত ওসমান রাদ্বিয়াল্লাহ তায়ালা আনহু মদীনায় শাহাদাত লাভ করেন
৬৬১ হযরত আলী রাদ্বিয়াল্লাহ তায়ালা আনহু কুফায় শাহাদাত লাভ করেন।
৭১১ মুর সম্রাট সারাসিনের স্পেন বিজয়।
৭১২ মোঃ বিন কাসিম কর্তৃক সিন্ধু আক্রমন ও বিজয়।
৭৭৮ ফরাসী লেখক রোমা রোলারের মৃত্যু।
৭৮৬ বাগদাদে হারুন অর রশিদ খলিফা নিযুক্ত।
৯০০ আলফ্রেড দি গ্রেটের মৃত্যু।
৯৯৭ সুলতান মাহমুদের গজনীর সিংহাসন লাভ।
১০২০ শাহনামা গ্রন্থের রচয়িতা মহা কবি ফেরদৌসির ইন্তেকাল।
১০২৬ সুলতান মাহমুদ কর্তৃক ভারতের সোমনাথ মন্দির লুণ্ঠন।
১০৭৬ তাতার বাহিনীর কর্তৃক পবিত্র জেরুজালেম দখল।
১০৯৬ গির্জা কর্তৃপক্ষের অনুরোধে খ্রিস্টানদের প্রথম ক্রসেডে যোগদান।
১০৯৯ খ্রীস্টান কর্তৃক জেরুজালেম অধিকার।
১১৪৭ দ্বিতীয় ক্রসেড।
১১৬২ মোঙ্গল নেতা চেঙ্গিস খানের জন্ম।
১১৮৭ মিশরের সুলতান সালাউদ্দিন কর্তৃক জেরুজালেম পুনরুদ্ধার।
১২০২ চতুর্থ ক্রসেড।
১২২৫ ইংল্যান্ডের রাজা জন কর্তৃক ম্যাগনাকার্টায় স্বাক্ষর প্রদান।
১২২৭ চেঙ্গিস খাঁর মৃত্যু।
১২৭১ মার্কো পোলোর দেশ ভ্রমণ আরম্ভ।
১২৯৫ বৃটিশ পার্লামেন্টের সূচনা।
১৩৩৮ ইউরোপে শতবর্ষব্যাপি যুদ্ধ শুরু।
১৩৯৮ তৈমুর লঙ্গের ভারত অভিযান।
১৪৫৬ জন গুটেনবার্গ কর্তৃক আবিস্কৃত ধাতব ছাপার অক্ষরে প্রথম বাইবেল মুদ্রণ।
১৪৬৯ শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্ম।
১৪৯২ ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর অতিক্রম করে আমেরিকা উপনীত।
১৪৯৮ পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা আফ্রিকা ঘুরে ভারতবর্ষে আগমণ।
১৪৯৯ স্বাধীন প্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে সুইজারল্যান্ডের আত্মপ্রকাশ।
১৫০১ পর্তুগীজ কর্তৃক ভারতের গোয়া দখল।
১৫২০ পঞ্চম চার্লস রোমান সাম্রাজ্যের সম্রাট হিসেবে নির্বাচিত হন।
১৫২৬ পানিপথের ১ম যুদ্ধে বাবরের জয়লাভ এবং দিল্লীতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা।
১৫২৯ মার্টিন লুথার কর্তৃক পেপের নিরঙ্কুশ ক্ষমতা অস্বীকার।
১৫৩৫ রানী এলিজাবেথের জন্ম।
১৫৪১ হারনান্ডো সোটো কর্তৃক মিসিসিপি নদী আবিস্কার।
১৫৪৬ মার্টিন লুথারের মৃত্যু।
১৫৪৭ রাশিয়ার সম্রাট চতুর্থ আইভান (দি টেরিবল) কর্তৃক জার উপাধি গ্রহণ।
১৫৫৬ সম্রাট আকবরের রাজম্ব শুরু।
১৫৫৬ পানিপথের ২য় যুদ্ধ।
১৫৫৮ ইংল্যান্ডের রাণী এলিজাবেথের ১ম শাসনকালের শুরু।
১৫৬৪ ২৬ এপ্রিল উইলিয়াম শেক্সপিয়রের জন্ম।
১৫৭৪ হলদিঘাটের যুদ্ধ। সম্রাট আকবর কর্তৃক বাংলা বিজয়।
১৫৮২ আকবর কর্তৃক দীন-ই-ইলাহী প্রবর্তন।
১৬০০ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠন।
১৬০৩ ইংল্যান্ডের রানী এলিজাবেথের মৃত্যু।
১৬০৫ সম্রাট আকবরের মৃত্যু।
১৬০৮ ভারতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর দেওয়ানী লাভ।
১৬১৬ সম্রাট শাহজাহানের দিল্লীর সিংহাসনে আরোহণ।
১৬১৬ শেক্সপীয়ারের মৃত্যু।
১৬৪৩ ফ্রান্সের চর্তুদশ লুই এর রাজম্বকাল শুরু।
১৬৪৯ ইংল্যান্ডের রাজা ১ম চালসের প্রাণদন্ড।
১৬৬০ ব্রিটেনে পুনঃরায় রাজতন্ত্রের প্রতিষ্ঠা।
১৬৭৫ গ্রীনউইচ মানমন্দির প্রতিষ্ঠা।
১৬৭৯ আওরঙ্গজেব কর্তৃক জিজিয়া কর পুনঃরারোপ।
১৬৮৮ ইংল্যান্ডের রক্তপাতহীন বিপ্লব এবং রাজা জেমসের ফ্রান্সে পালায়ন।
১৬৮৮ চন্দন নগরে ফরাসীদের কুঠি স্থাপন।
১৬৮৯ ব্রিটিশ শাসনতান্ত্রিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা।
১৬৮৯ রুশ সম্রাট পিটার দ্যা গ্রেট এর শাসনকাল শুরু।
১৭০৭ মোগল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু ও মোগল সাম্রাজ্যের পতন।
১৭২৮ প্রখ্যাত বিজ্ঞানী নিউটনের মৃত্যু।
১৭৪০ বাংলায় আলিবর্দী খাঁর রাজম্বকাল শুরু।
১৭৫৭ ২৩ জুন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় এবং ভারতে ইংরেজ শাসনের প্রতিষ্ঠা।
১৭৫৭ নেপোলিয়ন বোনাপার্টের জন্ম।
১৭৬৪ বক্সারের যুদ্ধে ইংরেজদের নিকট অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার পরাজয়।
১৭৭০ ছিয়াত্তরের মন্বান্তর (বাংলা ১১৭৬ সন) নামে খ্যাত ভারতবর্ষের ভয়াবহ দূর্ভিক্ষ।
৪ জুলাই ১৭৭৬ মার্কিন যুক্তরাষ্ট্র কর্র্তক স্বাধীনতা ঘোষনা।
১৪ জুলাই ১৭৮৯ ফ্রান্সের বিপ্লব শুরু।
১৭৯০ কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা।
১৭৯২ ফ্রান্সে রাজতন্ত্র উচ্ছেদ ও ফ্রান্স রিপাবলিক ঘোষণা।
১৭৯৩ ভারতবর্ষে চিরস্থায়ী বন্দোবস্তের প্রথা প্রবর্তন।
১৭৯৩ ফ্রান্সের ষোড়শ লুই এর শিরচ্ছেদ।
১৮০০ ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর সুরাট প্রাপ্তি।
১৮০৪ নেপোলিয়ান বোনাপার্টের ফ্রান্সের সম্রাট পদ লাভ।
১৮০৪ ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা।
১৮০৫ ইংল্যান্ড ও ফরাসীদের মধ্যে ট্রাফালগারের যুদ্ধ এবং ফ্রান্সের শোচনীয় পরাজয়।
১৮০৭ ব্রিটিশ ডোমিনিকানসমূহে দাস ব্যবসায় রহিত। যুক্তরাষ্ট্রে দাস ব্যবসা বন্ধ।
১৮১২ রাশিয়ার বিরুদ্ধে নেপোলিয়ানের যুদ্ধ ঘোষণা।
১৮১৪ নেপোলিয়নের সিংহাসন ত্যাগ।
১৮১৪ জর্জ স্টিফেনসন কর্তৃক রেলগাড়ীর ইঞ্জিন আবিস্কার।
১৮১৫ ওয়াটার লুর যুদ্ধ। ডিউক অব ওয়েলিংটনের নিকট নেপোলিয়নের পরাজয় এবং সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন।
১৮২১ নেপোলিয়নের মৃত্যু।
১৮২৮ রুশ ও তুর্কী যুদ্ধ।
১৮২৯ ভারতে সতীদাহ প্রথা রহিত করণ।
১৮৩০ ইংল্যান্ডে প্রধম রেলগাড়ী চালু (লিভারপুল হতে ম্যানচেস্টার পর্যন্তু)।
১৮৩২ ন্যাট্যকার গ্যাটের মৃত্যু।
২৭ সেপ্টে ১৮৩৩ রাজা রামমোহন রায়ের মৃত্যু।
১৮৩৫ সমাজতন্ত্র শব্দটির সর্বপ্রথম ব্যবহার।
১৮৩৫ বৈদ্যুতিক টেলিগ্রাফ আবিস্কার।
১৮৩৫ লর্ড মেকলের সুপারিশক্রমে শিক্ষার মাধ্যমে ইংরেজি প্রবর্তন।
১৮৩৭ ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়ার সিংহাসনে আরোহণ।
১৮৪০ চীনা ও ইংরেজদের মধ্যে আফিম যুদ্ধ।
১৮৪২ ডেভিড হেয়ারের মৃত্যু।
১৮৪৩ হোমিও চিকিৎসার জনক/আবিস্কারক স্যামুয়েল হ্যানিম্যানের মৃত্যু।
১৮৪৮ কমিউনিস্ট মেনোফেস্টো প্রকাশ।
১৮৫২ রামনাথ সিকদার কর্তৃক সর্বপ্রথম এভারেস্ট শৃঙ্গের উচ্চতা পরিমাপ।
১৮৫৪ ক্রিমিয়ার যুদ্ধ আরম্ভ।
১৮৫৬ ক্রিমিয়ার যুদ্ধের অবসান।
১৮৫৭ ভারতে সিপাহী বিদ্রোহ।
১৮৫৮ ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়া কর্তৃক ভারতের শাসনভার গ্রহণ।
১৮৬১ বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্ম।
১৮৬৩ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন কর্তৃক যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথার বিলোপ সাধন।
১৮৬৪ জেনেভায় রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা।
১৮৬৭ আলফ্রেড নোবেল কর্তৃক ডিনামাইট আবিস্কার।
১৮৭৬ সুয়েজ খাল উদ্বোধন।
১৮৭৯ আফ্রিকার জুলুদের সংগে যুদ্ধে ইংরেজগণ পরাজিত।

No comments:

Post a Comment