অভিনয় আমার ভালবাসা, নাচ শখ- মডেল স্পর্শা
0- Views 409
- Likes 7
নৃত্যশিল্পী দিলরুবা সাথীর কাছে তার প্রথম ক্লাসিক নাচের সূচনা।এরপর দেশের বিভিন্ন নাচের প্রতিযোগীতায় পুরষ্কিত হন তিনি।
মূলত স্পর্শা একজন থিয়েটারকর্মী।তাই অভিনয়টাকেই স্পর্শা বেশি প্রাধান্য দিয়ে থাকেন।২০১০ সালের বৈশাখী টিভির আয়োজনে মডেলিং প্রতিযোগীয় ২য় স্থান অধিকার মডেলিং এ আগ্রহী করে তুলেন তাকে।
এ সম্পর্কে জানতে চাইলে স্পর্শা বলেন “পড়াশুনার পাশাপাশি অনেক কিছু করার স্বপ্ন ছিল ছোট থেকেই আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই এগোচ্ছি আমি।অভিনয় আমার কাছে ভিন্ন জগতের কিছু, নাচটা শখ থেকেই করছি, তার পাশাপাশি মডেলিং এ ও বেশ শাড়া পাচ্ছি। মডেল হিসেবে কতটা যোগ্যতা অর্জন করেছি জানি না কিন্তু মূলত আমি একজন অভিনেত্রী, অভিনয় জগতই আমার জন্যে শ্রেষ্ঠ।
উল্লেখ যে স্পর্শা অনেক মঞ্চনাটক ও টিভিনাটক এ অভিনয় করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হল, কবি কাজী রোজীর রচনায় মাহফুযা রহমান এর পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক “বিমূর্তবর্ষা”,বিটিভির ৫০বছর পূর্তি উপলক্ষে বিশেষনাটক “গৃহবাসী”,”ইচ্ছে করে”,”বকুল কথা” এবং পরিচালক দীপঙ্কর দীপন এর পরিচালনায় শিশুতোষ “সিসিমপুর” ইত্যাদি।
এছাড়াও প্রসূন রহমান এর চিত্রনাট্য ও পরিচালনায় পূর্ণ্যদৈর্ঘ চলচিত্র “সুতপা’র ঠিকানা” তেও ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গেছে স্পর্শা কে।
কিছু দিন এর মধ্যে স্পর্শা কে পরিচালক প্রসূন রহমানের পরিচালনায় সংগীত শিল্পী নওমির একটি মিউজিক ভিডিও তে নাচতে দেখা যাবে।
এছাড়াও “শাহানা”নামে একটি ধারাবাহিক কার্টুনে ডাবিং করেছেন তিনি।ছোটগল্প এবং গান লিখায়ও পারদর্শিতা রয়েছে তার।অনলাইন বিজ্ঞাপনসহ নানান ক্ষেত্রে মডেলিং চালিয়ে যাচ্ছেন তরুণ এই অভিনেত্রী।
বর্তমানে তিনি “এঞ্জেল প্রিন্স “এর তত্তবধানে ওয়েস্টার্ন নাচ করছেন মাইটিভি,এস এ টিভি সহ নানা চ্যানেলে।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, ফ্লিম ও দৃক গ্যালারির শুট নিয়ে ব্যস্ত সময় পার করছেন স্পর্শা।দেশের নামীদামী শিল্পীদের সাথে অভিনয় করে নিজেকে নিয়ে আশাবাদী তিনি এবং সম্প্রতি যে কয়টি কাজ করেছেন বেশ প্রশংসা পেয়েছেন বলে জানান স্পর্শা।
সবশেষে স্পর্শা বলেন, অভিনয় আমার ভালোবাসার জায়গা,মিডিয়ায় ভাল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পেতে এসেছি আমি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
No comments:
Post a Comment