প্রেম , করে কয় সখি প্রেম ? করে কয় সখি
ভালবাসা ? তারে কি ধরা যায় নাকি ছোয়া ? বোঝা কি যায় তারে ? হায় , যা
পুরোপুরি বুঝে উঠতে না পেরেও লিখছি । এই গোপন-গহীন সতেজ হৃদয়ে , শিউলির
পাপড়ির মত নরম রাঙ্গা ওষ্ঠে , সবুজ ঘাসের মত এই বুকে , সন্ধার আকাশের মত
লাল রক্তে সম্পূর্ণ পাব না ; আমাদের জন্মের আগেও যা রহস হয়েছিল , আমাদের
মৃতুর পরও রহস থেকে যাবে এই রক্ত , ওষ্ঠ , মেধার কাছে , তার নামই প্রেম ।
এই পৃথিবী , ঘাস , বৃষ্টি , শিউলি , ঝরণার কলকাকলি , পাখ - পাখালির কূনজন ,
অপূর্ব সব প্রজাপতি , অমল রাজহাস , গোলাপ সহ সব ফুল কিছুই সৃষ্টি হইত না
-- যদি প্রেম না থাকত ? সব কিছু সৃষ্টির উত্সইতো এই প্রেম । জীবন অশেষ
মূল্যবান এটা আমরা সবাই জানি , কিন্তু এই জীবনের চেয়েও মূল্যবান প্রেম ।
প্রেম শাশত । প্রেম চিরন্তন । প্রেমের আবেগ কে না অনুভব করে ! প্রেম ছাড়া
কি জীবন চলে ? না সে জীবনের কোন মুল্য আছে ? এই ক্ষুদ্র জীবনকে একমাত্র
প্রেমই মহান করে তুলতে পারে । জীবনকে সুন্দর , অপূর্ব , গতিময় , উচ্ছল করে
তুলে এই প্রেম ।প্রেম তো নির্মল ঝর্ণা । যে ঝর্ণার জলে স্নান সারলে হয়ে উঠি
আমরা পূত-পবিত্র । জীবনের শ্রেষ্ঠ চাওয়ার নামই প্রেম । সবচেয়ে মূল্যবান
উপহারের নাম ভালবাসা । কাব্যময় শিহরণের নাম প্রেম , যা মনের মত মন পেলে
সে-মনের মিঠেল মৃত্তিকায় বুনে দিতে ইচ্ছে করে এক কাটাহীন লাল গোলাপের চারা
।
এই হৃদয়ে যা কিছু সুন্দর , যা কিছু মহৎ আছে বলে মনে হয় আমাদের , তার জন্য আমরা ঋণী এই প্রেমের কাছে । পৃথিবীর সমস্ত বিশ্বাসের চেয়ে এক ফোটা প্রেমের মুল্যঅনেক বেশি । যদিও বিশ্বাস আর প্রেম প্রায়-ই `বহে সমান্তরাল ' । কিন্তু বিশ্বাসের চেয়েও বৃহৎ ও মহৎ এই প্রেম । জীবন অর্থহীন । এই জীবনকে তাত্পর্যময় করেতুলে একমাত্র প্রেম । প্রেম কবিতার চেয়েও মূল্যবান ও বেপক প্রভাব বিস্তারকারী । প্রেমই কুত্সিত জীবনকে করে তুলতে পারে সুখী - সুন্দর অনাবিল । প্রেমহীন জীবন কাষ্ঠতপ্ত মরুভূমি । আর সে জীবনে যদি আসে প্রেম তবে যেন রৌদ্র ঝলসিত তপ্ত বক্ষে পড়ল অমায়িক বৃষ্টির উদ্দীপ্ত পরশ । (Man Is Mortal) মানুষ মাত্রই মরণশীল কিন্তু প্রেম অমর , আদমের জন্য হাওয়া আর হওয়ার জন্য আদম যেমন মনের টান অনুভব করছিলেন তেমনি আজও নারীর জন্য পুরুষ আর পুরুষের জন্য নারী অনুভব করে প্রেমের তীব্র সুখময় আবেগ । পৃথিবী ধংস না হওয়া পর্যন্ত অনুভব করতে তাকবে আমাদের হৃদয় । হয়তো পৃথিবী ধংসের পরও যা অবশিষ্ট থাকবে তা প্রেম , অন্যকিছু নয় ।
এই হৃদয়ে যা কিছু সুন্দর , যা কিছু মহৎ আছে বলে মনে হয় আমাদের , তার জন্য আমরা ঋণী এই প্রেমের কাছে । পৃথিবীর সমস্ত বিশ্বাসের চেয়ে এক ফোটা প্রেমের মুল্যঅনেক বেশি । যদিও বিশ্বাস আর প্রেম প্রায়-ই `বহে সমান্তরাল ' । কিন্তু বিশ্বাসের চেয়েও বৃহৎ ও মহৎ এই প্রেম । জীবন অর্থহীন । এই জীবনকে তাত্পর্যময় করেতুলে একমাত্র প্রেম । প্রেম কবিতার চেয়েও মূল্যবান ও বেপক প্রভাব বিস্তারকারী । প্রেমই কুত্সিত জীবনকে করে তুলতে পারে সুখী - সুন্দর অনাবিল । প্রেমহীন জীবন কাষ্ঠতপ্ত মরুভূমি । আর সে জীবনে যদি আসে প্রেম তবে যেন রৌদ্র ঝলসিত তপ্ত বক্ষে পড়ল অমায়িক বৃষ্টির উদ্দীপ্ত পরশ । (Man Is Mortal) মানুষ মাত্রই মরণশীল কিন্তু প্রেম অমর , আদমের জন্য হাওয়া আর হওয়ার জন্য আদম যেমন মনের টান অনুভব করছিলেন তেমনি আজও নারীর জন্য পুরুষ আর পুরুষের জন্য নারী অনুভব করে প্রেমের তীব্র সুখময় আবেগ । পৃথিবী ধংস না হওয়া পর্যন্ত অনুভব করতে তাকবে আমাদের হৃদয় । হয়তো পৃথিবী ধংসের পরও যা অবশিষ্ট থাকবে তা প্রেম , অন্যকিছু নয় ।
No comments:
Post a Comment