কেননা পিএসএলের নিয়মানুযায়ী কোনো ক্যাটাগরির খেলোয়াড় দল না পেলে স্বয়ংক্রিয়ভাবে পরের ক্যাটাগরিতে অধঃপতিত হবেন। সেক্ষেত্রে ‘গোল্ড’ ক্যাটাগরিরর মুশফিক, সৌম্য ও নাফিস ‘সিলভার’ ক্যাটাগরিতে দ্বিতীয়বার দল পাওয়ার সুযোগ পাবেন। তবে `লাইফ লাইন' পাওয়ার পরও বাংলাদেশী ত্রয়ীকে কোনো দল না কিনলে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেও দল পাওয়া সম্ভব তাদের পক্ষে। অবশ্য তার আগে দলগুলোর অ্যাকাউন্টে খেলোয়াড় কেনার পর্যাপ্ত টাকা ও সর্বোচ্চ খেলোয়াড় নেওয়ার সীমারেখাটা ব্যাটে-বলে মিলে যেতে হবে।
আসন্ন পিএসএলে বাংলাদেশের দশ ক্রিকেটার নিলামে সুযোগ পেয়েছেন। ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে সাকিব আল হাসান। ‘গোল্ড’ ক্যাটাগরিতে তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও শাহরিয়ার নাফিস। আর ‘সিলভার’ ক্যাটাগরিতে মুমিনুল হক, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ রিয়াদ। এর মধ্যে প্রথম দিনের নিলামে বিক্রি হয়েছেন সাকিব আল হাসান (করাচি কিংস), মুস্তাফিজুর রহমান (লাহোর কোয়াল্যান্ডার্স) ও তামিম ইকবাল (পেশোয়ার জালমি)। বাকি রয়েছেন সাতজন। এখন তারা সবাই ‘সিলভার’ ক্যাটাগরিতে। আর এই ক্যাটাগরিটির নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার। সুতরাং মুশফিক-সৌম্যদের ভাগ্য জানতে আরেকটা দিন অপেক্ষা করতে হবে।
প্রথম দিনে নিলামে কে কোন দলে:
ইসলামাবাদ ইউনাইটেড:
মিসবাহ উল হক, আন্দ্রে রাসেল, শেন ওয়াটসন, স্যামুয়েল বদ্রি, মোহাম্মদ ইরফান, ব্রাড হাডিন, শারজিল খান, মোহাম্মদ সামি ও খালিদ লাতিফ।
করাচি কিংস:
শোয়েব মালিক, সাকিব আল হাসান, সোহেল তানভির, ইমাদ ওয়াসিম, রবি বোপারা, লেন্ডন সিমন্স, মোহাম্মদ আমির, বিলওয়াল ভাট্টি ও জেমস ভিনস।
লাহোর কোয়াল্যান্ডার্স:
ক্রিস গেইল, উমর আকমল, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, শোয়েব মকসুদ, মুস্তাফিজুর রহমান, কেভন কুপার ও ক্যামেরুন ডেলপোর্ট।
পেশোয়ার জালমি:
শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, ড্যারেন সামি, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, ক্রিস জর্ডান, তামিম ইকবাল, জুনাইদ খান ও জেমস অ্যালেনবি।
কোয়েটা গ্লাডিয়েটর্স:
কেভিন পিটারসেন, আহমেদ শেহজাদ, সরফরাজ আহমেদ, আনোয়ার আলি, জেসন হোল্ডার, লুক রাইট, জুলফিকার বাবর, উমর গুল ও এলটন চিগম্বুরা।
No comments:
Post a Comment