Pages

Saturday, January 2, 2016

সাজিয়ে গুছিয়ে….


peyaraঝুড়িভর্তি পেয়ারা এনেই ফুরোয় না ওঁর কাজ৷‌ সকাল সকাল প্লাস্টিকের মোড়ক খুলে গুছিয়ে রাখতে হয় ঠেলা গাড়িতে৷‌ তার পর? এ গলি ও গলি ঘুরে ফেরি করেন৷‌ বিক্রিই যখন হবে, তখন প্লাস্টিকে মোড়া থাকে কেন পেয়ারা? অতি যত্ন? না, তা নয়৷‌ পাখিরা ঠুকরে যাতে নষ্ট না করে, তার জন্য গাছে ফল ধরলেই পরিয়ে দেওয়া হয় ওই প্লাস্টিক৷‌ ওই কৃত্রিম আবরণের ভেতরই ফল বড় হয়৷‌ পাকও ধরে৷‌ শহুরে পথে, অজানা এই গল্পের হদিশ দিলেন ফেরিওয়ালা৷‌ ছবি: সুতপা ভৌমিক

No comments:

Post a Comment