Pages

Monday, December 21, 2015

আমার লেখা

নিজের দূর্বলতা কখনও খুব কাছের কাউকেও বলা উচিত না ,
সুয়োগ পেলে সেও দূর্বলতা নিয়ে কষ্ট দিতে ভেবে দেখে না “”




প্রিয়জনকে ভুলে থাকার জন্য যতই ব্যাস্ত থাকা হোক সেটা শুধু দিনের বেলায় সীমাবদ্ধ ,রাতের দ্বিপ্রহরে অনিচ্ছা সাত্তেও তাকে মনে পড়বেই ,নিজের অজান্তে বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস আপনা থেকেই বেরিয়ে আসবে ,অকারণে চোখ ভেসে যাবে জলে ,একবার হলেও মনে হবে “ভালবাসা মানে কষ্টের একটা আহত চরণ “তোমাকে পেতাম যদি “


আমি এখনও অপেক্ষায় থাকি তোমার জন্য
তোমার দুষ্ট চোখের চাউনি,
তোমার মিষ্টি করে বলা ভালবাসা
তোমার রাগ করে দূরে থাকা
তোমার বুঝে নেওয়া আমার অভিমান
তোমার আপ্রাণ চেষ্টা আমার মুখের হাসি ফুটানো
আমি ওখনও অপেক্ষা করে আছি .........


 



জীবনটা আসলেই অনেক সুন্দর !
তবুও সব সুন্দরের মাঝে প্রিয় মানুষটিকে
মিস করাটা যেন নিয়তি ,
তাকে নিজের অবস্থানটা না বোঝাতে পারাটা,
সে কষ্ট পাচ্ছে জেনেও নিজে কিছু করতে না পেরে
নিজে কষ্ট পেয়ে যাওয়া





 প্রেম সব সময় বন্ধুত্বের কাছে হেরে যায়
তাকে হেরে যেতে হয়
প্রেম মেনে নিতে পারেনা ভুল করাটা
বুঝতে চায়না অসহায় অবস্থাও
কিন্তু বন্ধুত্ব জানতে চায়না ভুল
অসহায় হতে দেয়না বন্ধুকে


 

 আমার কান্নাটা চোখেই থাক
সেটা না হয় নাইবা ঝরলো
মনের গহীনে কষ্ট লুকিয়ে
তোমার হাসিটাই না হয় দেখে যাই
কি বা ক্ষতি তাতে
ভালবাসা তো এমনই হয়




  নিঝুম রাতে এখনও খুব মিস করি তোমাকে
কেন জানি ঘুমাতে ইচ্ছা করে না
বার বার মোবাইলে চোখ চয়ে যায়
যদি ভুল করে বেজে ওঠে
যদি তোমার নামটা একপলক দেথতে পাই
যদি তোমার মনেও আমার মত এখনও জেগে
থাকে লুকিয়ে রাখা ভালবাসা





 শত্রুর আঘাতের চেয়ে
প্রিয় মানুষের দেওয়া কষ্ট
অনেক যন্ত্রণার.





 "কিছু মানুষ ক্ষতি করার সময় কিছুই মনে রাখেনা
আবার নিজে বিপদে পড়লে সাহায্য চাইতেও তাদের বাধেনা
তাদের সাহায্য না করলেও শুনতে হয় স্বার্থপর জাতীয় শব্দ ""





একাকীত্ব তোমাকে জীবনের চরম সেই শিক্ষাটি দিয়ে দেবে .
যেটা তোমাকে জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করবে .






 নিঝুম রাতের আকাশের দিকে তাকিয়ে আমি তোমাকেই ভাবতাম !
তারাদের কেন ভাবিনি,
তোমাকেই কেন ভেবেছি ??
তবু তেমনি আছে সবকিছু,
............................
তারারা আছে, বিষণ্ণ রাত আছে,
হঠাৎ কালো হওয়া আকাশ আছে,
তুমিহীন আমিও আছি,
অদৃশ্য তুমি আরো কাছে এসেছ আমার,
হাত বাড়ালেই চলে যাও দূরে!!
অদৃশ্য তোমাকে কি ছোয়া যায়?



আমি আমার মনকে কেন যে বুঝিনা
যেটা চাই সেটা পাওয়ার পর কেন যে
মনটাই খারাপ হয়ে যায়..
হয়ত মনে হয় আর কিছু পাওয়ার নেই
সব পাওয়া বুঝি শেষ হয়ে গেল



 তোমার আমার একসাথে চলার পথ
শেষ হয়ে গেছে সেই কবে
আমি শুধু তাকিয়ে ছিলাম মরিচিকার পানে
তুমি চলে যাও তোমার নতুন পথের দিকে
আমি চেয়ে থাকি নির্বাক নতমুখে………




তুমি জানোনা কতটা ভালবাসি তোমাকে
তোমার একটু ভালবাসা পেতে
আমি করতে পারিনা এমন কিছু নেই
তেমনি আমি মেনে নিতে পারিনা তোমার অবহেলা
তুমি জানতেও পারবেনা একটু খানি অবহেলা আর উদাসিনতা
তোমাকে আমার কাছ থেকে কত যোজন দূরে সরিয়ে দিবে 


  .
আমি ভালবাসি যারে
সেকি কভু আমার
হতে দূরে যেতে পারে!!
---রবীন্দ্রনাথ ঠাকূর

কি বিশ্বাস কি ভরসা নিয়ে কথা গুলো লেখা .তবুও সে চলে যায় অথবা বলা যায় তাকে যেতে হয় দূরে ।
যাকে এতোটা ভালবেসে আকড়ে থাকতে চাই বুঝিনা তার মনের কথাটা ,সেও কি অামার মত অমাকেই ভালবাসে ? নাকি অমার জন্য তার মনে জায়গা নেই একফোটা .যদি ভালবাসেই তবে কেন সে দূরে রাখে অামাকে ? ইচ্ছা করে নাকি  অসহায় হয়ে ....!!! তবুও ভালবাসাটা তো আর কমেনা বরং কষ্ট পেলে সেটা বরং বাড়তে থাকে .বাড়তে থাকে তাকে পাওয়ার ইচ্ছাটা ,অবাধ্য হতে থাকে প্র্র্রেমটা ।





 যাকে ভেবে অামার এই কষ্ট পাওয়া
জানি একই কষ্ট পুষে রেখেছে সে মনে
নিয়তি কেন এমন হয় .............???
জানি তো পাশেই আছি দুজনে
তবুও কেন হাজার মাইলের ব্যাবধান
তাকে কাছে পেতে ??????????????



জানি প্রয়োজন নেই তবুও তোমার কাছে যা্ওয়া
তোমার দুষ্টমি ভরা ভালবাসা শুনতে নয়



তোমার রেগে দিয়ে বলা কথাগুলো শুনতে হয়ত
কারণ সামনের পথগুলো চলতে গিয়ে
কারো ভালবাসায় পথটা পিছল হোক চাইছি না
কঠিন কথাগুলো মনকে পাথর করে দিক
আর কোন কষ্ট যেনো না ছুয়ে যায় আমাকে!!!




কারো উপর খুব বেশি নির্ভর করতে নেই
যখন সে অবহেলা করা শুরু করে
তখন না তাকে কিছু বলা যায়
না নিজে সেটা সহ্য করা যায়  




  আমি চলে যাবো তোমাকে ছেড়ে
অনেক অনেক দূরে চাইলেও তুমি
আর অামাকে ছুতে পারবে না !!
মিস করবে কি ? আমার বিরহে চোখের
কোণে একফোটা অশ্রুকণা ঝরবে কি?
নাকি ভালো থাকবে তুমি আমাকে ছাড়াই
নতুন কাউকে সাথী করে ? 

 

তোমাকে যে সত্যিই ভালবাসে
সে কখনও তোমার কোন সমস্যার কারণ হবে না ,
পারলে সে দূরে সরে যাবে
নিজের কষ্টগুলো বুকে চেপে 



 ..

সবাই চায তার প্রিয় মানুষটির কাছে থাকতে
চায় কাছের মানুষটি তার প্রয়োজন বুঝক
চায় তার যত্ন আর আদর
চায় সে খেয়াল রাখুক সব সময়
কিন্তু বেশির ভাগ মানুষরই
সে সৌভাগ্য হয়না !!!





শিউলি ফুলগুলো দেখলে কেন জানি মনে হয়
ওগুলো শিউলি তলাতেই সুন্দর .
হাতে নিলেই যেন সেটা নষ্ট হয়ে যাবে !!
তেমনি কিছু সর্ম্পক শুধু ধরাছোয়ার বাইরে রাখতে হয়
কাছে আসলেই সেটা নষ্ট হয়ে যায়  





 ইচ্ছা তো করে পাশে থাকি সারাক্ষণ
মাঝে মাঝে একটু খানি ছুয়ে যাও আমায়
না হয় সামনে বসে কিছুকথা বলে যাও হেসে
আমি আনমনা হয়ে ভাবি কেন তুমি এমন?
হুম! রাগতো তুমি করতেই পারো
আমি না হয় সেই সময়টা চুপ করেই থাকলাম
জানোতো তোমার সবকিছুতে ভালবাসা খুজতে পাই




  এক একটা দিন মনে হয় তোমাকে ছেড়ে
চলে যাই অনেক দূরে !!
বুঝবে তখন ভালবাসা কাকে বলে
বুঝবে তুমি কতটা ভালবাসি তোমায়
বুঝবে তুমি কি ছিলাম আমি তোমার 





 
*প্র্র্রেম*
আমি ভালবাসি যারে
সেকি কভু আমার
হতে দূরে যেতে পারে!!
---রবীন্দ্রনাথ ঠাকূর

কি বিশ্বাস কি ভরসা নিয়ে কথা গুলো লেখা .তবুও সে চলে যায় অথবা বলা যায় তাকে যেতে হয় দূরে ।
যাকে এতোটা ভালবেসে আকড়ে থাকতে চাই বুঝিনা তার মনের কথাটা ,সেও কি অামার মত অমাকেই ভালবাসে ? নাকি অমার জন্য তার মনে জায়গা নেই একফোটা .যদি ভালবাসেই তবে কেন সে দূরে রাখে অামাকে ? ইচ্ছা করে নাকি  অসহায় হয়ে ....!!! তবুও ভালবাসাটা তো আর কমেনা বরং কষ্ট পেলে সেটা বরং বাড়তে থাকে .বাড়তে থাকে তাকে পাওয়ার ইচ্ছাটা ,অবাধ্য হতে থাকে প্র্র্রেমটা ।






তুমি জানোনা কতটা ভালবাসি তোমাকে
তোমার একটু ভালবাসা পেতে
আমি করতে পারিনা এমন কিছু নেই
তেমনি আমি মেনে নিতে পারিনা তোমার অবহেলা
তুমি জানতেও পারবেনা একটু খানি অবহেলা আর উদাসিনতা তোমাকে আমার কাছ থেকে কত যোজন দূরে সরিয়ে দিবে

 
তোমার কারণেই আজও বেচে আছি
ভালো আছি তোমারই প্রার্থনায়
প্রতাশা ভালবেসো এইভাবে সারাজীবন
যেওনা ছেড়ে কখনও ..


 


 তোমার চোখের দিকে কিছুক্ষন তাকিয়ে থেকে,
তারপর মরে গেলেও আফসোস থাকবে না !
সত্যিই কোন আফসোস থাকবে না. . . . . . .!!



তোমাকে ভালবাসি কোন নিয়ম না মানার নিয়মে
তোমাকে ভালবাসি কোন কারণ না জেনে
তোমাকে ভালবাসি পাবো কি না সেটা না ভেবে
তোমাকে ভালবাসি শুধুই ভালবাসার জন্য 



জীবনটাই এমন কিছু ইচ্ছা চাইতে নেই
কিছু চাওয়া পূরণ করার কথা ভাবতে নেই
কিছু স্বপ্ন ইচ্ছা করেই ভূলে যেতে হয়
কিছু ভালবাসা দূর থেকে বাসলেই ভালো থাকা যায় 




আমি এখনও আগের মত রাত জাগা পাখি হয়ে থাকি
শুধু অপেক্ষা থাকে না তোমার ফোন আসার
ভাবিনা একবারও বলবে "অনেক রাত হলো
ঘুমাতে যাও ,সকালে ওটা লাগবে না "
জীবন চলে যায় জীবনের নিয়মে
কারো জন্য সে থমকে দাড়ায় না ...





 অনেক ভাললাগার ভিতর সেদিনটি আমার প্রিয়
যেদিন খুব অল্প হোক তবুও তোমাকে পাশে পাই
তোমার কাছে থাকার অনূভূতি আমাকে নেশার মত
আকড়ে থাকে অনেকগুলো দিন ......
ভাবতে চাইনা তুমি হয়ত থাকবেনা পাশে
ভাললাগার ক্ষণটা ভাললাগাই থাকনা ..




 যেদিন প্রথম জেনেছিলাম তুমি আমাকে ভালবাসো
আমি নির্বাক হয়ে তোমার মুখের দিকে তাকিয়েছিলাম
তুমি জানোনা কি প্রচন্ড কান্না পাচ্ছিলো আমার
ইচ্ছা করছিলো দৌড়ে এতোটা দূরে চলে যাই
যেখান খেকে আমার কান্নার শব্দ তুমি শুনবে না
যদিএ সে কান্না ছিলো আমার সুখের
এমন কান্না আমি সারাজীবন কাদতে চাই
তবুও আমি বুঝে গিয়েছিলাম আমার
কান্না তুমি দেখতে পারবেনা .........





 আমি তো চাইনি হতে তোমার দ:খের কোন কারণ ,
চাইনি হতে রাত জাগা ওই তারার মত জেগে থাকো অকারণ,
চাইনি হই তোমার চোখের কোণে শুকিয়ে যাওয়া জলের কোন ধারা ,
চাইনি হই তোমার ভাগ্যর কোন নির্মম ছলনা 


 

কিছু কিছু বন্ধুই থাকে এমন যে জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়ে নিজে চলে যায় অনেক দূরে ,কোন স্বার্থ নয় ,নয় কোন প্রত্যাশা শুধু বন্ধুর জন্য থাকে শুভকামনা আর বুকভরা ভালবাসা ।


####বেনামী চিঠি ###
অনেক অনেক বছর পর আজ লিখতে
বসলাম ,শুধূ তোমাকে কি ? না আমার মনে থাকা হাজারো সৃত্বিকে জাগিয়ে তোলা যারা
ঘুমিয়ে ছিলো প্রচন্ড এক অভিমান নিয়ে ?বেলকনিতে বসে আছি, চাঁদের আলোতে ভাসছে পৃথিবী
,জানোতো এখন আর তেমন করে দেখা হয়না জোছনা মনে হয় জোছনাতে দেখার কিছু নেই সে যেন প্রতিদিনের সব কাজের মতই স্বভাবিক একটা ঘটনা মাএ যাকে ইচ্ছা করলেই এড়িয়ে যাওয়া যায় অনায়াসে ।অথচ এইতো মাএ কয়েকবছর হলো এই জোছনায়ই তোমাকে ঘরে থাকতে দিতো না তুমি বেরিয়ে পড়তে রাস্তায় আর আমাকেও তুমি বেরিয়ে আনতে ছাদে….তারপর স্বপ্নের জাল বুনা
সারারাত ধরে । কখনও সে ঘর হতো কোন নির্জন দ্বীপে ,কখনও সেটা কোলাহল ছাড়া ছোট কোন গ্রামে অথবা কখনও সেটা হতো পাহাড়ী কোন নদীর পাশে ।আর আমি ভেসে যেতাম তোমার দেখানো স্বপ্নের স্রোতে ।
একটা প্রিয় কবিতার লাইন মনে
পড়ছে “ভালবাসা যে মানুষকে এতোটা অসহায় করে তুলতে পারে সেটা তোমাকে দেখার আগে জানা
ছিলো না “ যেদিন আমি বলেছিলাম তোমাকে “আমি বাকি জীবনটা তোমার সাথে থাকতে চাই “
সেদিন কি অসহায় দেখাচ্ছিলো তোমাকে .তুমি আমাকে অনেক ঘন্টা ধরে শুধূ একটা কথাই
বুঝিয়েছিলে বাস্তবতা কি!! আমি সেদিন কিছুই বলিনি তোমাকে শূধূ মাধা নিচু করে তোমাকে
বুঝিয়েছিলাম যে  আমি বুঝেছি ,তবে এতোদিন পর আজ সত্যিই জানতে ইচ্ছা করছে আসলেই কি ভালবাসাটা এতোটা অসহায় যেখানে মা-বাবা ,সমাজ ,টাকা সবকিছুর কাছে হেরে যায় ?তাহলে মানুষ ভালবাসে কেন ? কেন করে এই ছল?কেন বলে তোমাকে ছাড়া বাচতে আমার সত্যিই অনেক কষ্ট হবে? তাহলে সবই কি মিথ্যা ?
কত প্রশ্ন আজ মাধায় ঘুরপাক খাচ্ছে শুধু উত্তর দিয়ার জন্য তুমি কাছে নেই !! আর যদি কাছে থাকতেও তুমি কি কোন উত্তর দিতে পারতে ? ধুর!! তখন থেকে কি আজেবাজে ভেবে চলেছি ,যেটার কোন উত্তর হয়না সেটার প্রশ্ন থাকাটাও ঠিকনা !মনে পড়ে তোমার সেই সন্ধ্যাটার কথা যখন সূর্য ডুবে যাচ্ছিলো ,পাখিরা ফিরছিলো তাদের চেনা ঘরে ,আমি ছিলাম আনমনা যদি এমন একটা সন্ধ্য আবার আমাদের জীবনে না আসে ,তোমাকে কথাটা বলতেই হেসে বলেছিলো সন্ধ্যা তো প্রতিদিনইহয়,হুম আজও সন্ধ্যা হয় প্রতিদিনের মত শুধু সূর্যডুবার অথবা পাখিদের ঘরে ফেরার
সময় তুমি আজ আমার পাশে থাকোনা ,আর আমিও এখন আর অনমনা হইনা , মনেই থাকেনা  কখন সন্ধ্য হলো ,সূর্যটা ডুবলো কি ? ভুল করে যদিও বেলকনিতে গিয়ে দাড়িয়ে পড়ি সন্ধ্যার মৃহুর্তে তবে বিরক্ত লাগে পাখিদের ডাকাডাকি কি অসহ্য এতোডাকার কি আছে ?পৃথিবীটা কত বদলে যায় তাইনা ? কি জানি হয়ত সবই ঠিক আছে শুধু বদলে গেছি আমি না হলে কি এতোটা চুপচাপ জীবন চলতো ?যে আমার কথা বলার জন্য তোমার প্রয়েজনীয় কথাটাই বলা হতো না !!
আজ কেন জানি মনে হচ্ছে জীবন চলে যায় জীবনের নিয়মে ,কারো জন্য সে থেমে থাকে না , শুধূ মাঝে থেকে হারিয়ে যায় কিছু প্রিয় মানুষ ,কিছু প্রিয় মুহর্ত ,কিছূ ভাললাগা ,কিছ ……..তবুওতো বেছি আছি এটাই যথেষ্ট আমার জন্য !!ভালো থেকো ,যেখানেই থাকো ,এটা মন থেকেই চাওয়া !!!!!


জীবনটাই এমন যে সে রাস্তায়
তোমাকে একাই চলতে হবে
কিছু সময় তুমি সঙ্গি পাবে
তোমার সুখের মুর্হতগুলোতে
কিন্তু দু;খের সময়টা তোমাকে একাই
কাটাতে হবে এটাই নিয়তি 


 


মাঝে মাঝে নিজেকে একা ভাবতে খারাপ লাগেনা
মাঝে মাঝে তোমাকে ভূলে থাকার অভিনয়ে জয়ী হয়ে যাই
মাঝে মাঝে তোমার অবহেলাকে ব্যাস্ততা ভাবতে ভালই লাগে
মাঝে মাঝে তোমার থেকে দূরে থাকার ইচ্ছাটা প্রচন্ড হয়
মাঝে মাঝে নিজেকে খুব বেশি তোমার অপরাধী মনে হয়
মাঝে মাঝে .........................................!!!!!!!!!!!!!



 



 মাঝে মাঝে আপনজনদের একটু কষ্ট দিতে হয়
মাঝে মাঝে আপনজনদের কাছে থেকে একটু দূরে যেতে হয়
যাতে তারা বোঝে তাদের জীবনে
তোমার মুল্য কতখানি !!!




""যে আমার অন্যায় আবদার মেনে নেয় বিনা প্রতিবাদে সে আর কেউ নয় সে আমার বন্ধু """"




 চেনা মধ্য রাতে অচেনা এই আমি
যার কোন উদ্দেশ্য নেই
নেই কোন স্বপ্ন !!
নেই কারো প্রতি আর গভীর কোন টান
নেই আর মমতা ,নেই কোন দায়িত্ববোধ
নেই আর কারো প্রতি বিন্দুমাএ ভালবাসা
আছে শুধু সীমাহীন এক বুক শুন্যতা !!!







***শিরোনামহীন একটি লেখা ***
ধরো কোথাও তুমি বেড়াতে গেছ ,হটাৎ করে দূর থেকে দেখলে একটা দীঘির মাঝে একটা
ফুল ফুটে আছে .ফুলটা এতা বেশি সুন্দর যে তোমার খুব ইচ্ছা করছে ফুলটি নিতে
কিন্তু সেটা কোনভাবেই সম্ভাব না কারণ ফুলটি যে দীঘিতে আছে সেটা কাটাতার
দিয়ে এমন ভাাবে ঘেরা যে তার ভিতরে যাবার কোন উপায় নেই ,তুমি অনেক চেষ্টা
করলে ,অনেক উপায় খুজে বের করলে ,অনেক সময় নষ্ট করলে কিন্তু কোনভাবেই তুমি
ভিতরে যেতে পারলে না ! সময় যত বেশি যেতে লাগলো ফুলটিকে পাবার ইচ্ছা তোমার
ততবেশি হতে থাকলো .অনেক চ্ন্তিা ,অনেক সাধনা করেই যখন তুমি ফুলটিকে পেলেনা
তখন তুমি মন খারাপ করে ভাগ্যকে দোষ দিয়ে অনেক হতাশা নিয়ে ফিরে চললে তোমার
নিজের জায়গায় ফিরে তো তুমি গেলে কিন্তু মন থেকে ফুলটিকে সরাতে পারলে না
,শয়নে স্বপ্নে ফুলটি তোমার মনের মাঝে রয়েই গেল !!!

এভাবে অনেক দিন
পার হলো হঠাৎ করেই একদিন তুমি দেখলে তোমার সামনে সেই রকম একটা ফুল ,যেটা
তুমি না চাইলেও সেটা তোমার ,তুমি প্রথমে অবাক হবে ,আনন্দে দিশাহারা হয়ে
যাবে ,তারপর যেটা প্রথম তোমার মনে হবে সেটা হলো ফুলটিতে কোন দোষ নেইতো ? এই
ফুলটি কি সেই ফুলেরই মত? নাকি একটু অন্যরকম ? রৎটা মনে হয় ওর চেয়ে একটু
ভিন্ন ?ঠিক ওই ফুলের মত সুন্দর না !! কেমন যেন ফ্যাকাশে !! সবকিছু মনে
হওয়ার পরও তুমি ফুলটিকে গ্রহন করবে ,ভাববে বিকল্প হিসাবে থাকনা ওই ফুলটিতো
আর পাচ্ছি না একটা সময় পার হওয়ার পর তোমার শুরু হবে ফুলটির প্রতি অযন্ত
,অবহেলা ,কারণ সেটা তুমি বিনা পরিশ্রমে ,বিনা বাধায় পেয়েছিলে !!!

..............( আমরা মানুষরাই এমন যেটা সহজে পাই তার মুল্য বুঝিনা )




  খুব ইচ্ছা করে দূরের এই পথটা ধরে চলে যাই অনেক অনেক দূরে !!!
একা একা অথবা সাথে থাকবে তুমি
কিন্তু যখনই ভাবি তুমি কি আমার সাথে থাকবে?
কি এক বিষন্নতা আমাকে জড়িয়ে ধরে
যেন এমনটা তুমি আমার হয়েও আমার নও !!!!





**********বন্ধুত্ব*****
বন্ধু কাকে বলে সেটা প্রথম তোমার কাছেই আামি শিখছিলাম । পৃথিবীর সব সম্পর্ককে পিছনে ফেলে কতটা গভীর করে বন্ধুকে ভালবাসা যায় সেটা তোমার কাছেই দেখা , বন্ধুত্বের ব্যাখা দাওনি কখনও তুমি ,সেটা দেওয়ার প্রায়োজনও ছিলো না তোমার ,আমি অবাক হয়ে ভাবতে বসতাম যে কি করে তুমি জেনে যাও আমার মনের না বলা কথাটি যে কথা বলা হয়নি পৃথিবীর কাউকে ? আমার মন খারাপ থাকলে তুমিও বুঝে যাও সবার আগে ..............!!!!
যখন আমার কাছে পৃথিবীর সবাইকে ভীনগ্রহের কোন বাসিন্দা মনে হচ্ছে ,যখন আমি জেনেগেছি আমার জীবনে শুধু অন্ধকার ছাড়া আর কিছু নেই , যখন আমার পৃথিবীতে আমি শূধূ নিজেকে ছাড়া কাউকে দেথছি না , যখন আমি ভেবে নিয়েছি বাকি জীবনটা আমাকে একাই বাচতে হবে ঠিক তখনই আমাকে অবাক করে দিয়ে তুমি বুঝিয়ে দিলে আমার মন খারাপ থাকলে যদি একটি মানুষ খারাপ থাকে সে হচ্ছো তুমি ,যে আমার মুখে হাসি ফুটাতো সব কিছু করতে পারে , যে আমার জীবন খুশিতে ভরে দিতে নিজের খুশিকে বাজি রাখতে পারে ..........................!!!!!!!

আজ তোমাকে আমার কিছুই বলার নেই ,কোন প্রতিদানও দিতে চাইবো না কোনদিন কারণ সেটা হবে নিতান্তই অনেক ছোট কিছু দিতে চাওয়া ,শুধু একটা কথাই বলার আছে পৃথিবীতে যে কয়জন ভাগ্যবান মানুষ আছে আমি তাদের মধ্যে একজন কারণ আমি সত্যিকারের একজন বন্ধু পেয়েছি ! 



 যে ভালবাসতে জানে তার ভালবাসার অভাব হয়না
যে অন্যকে সুখি করতে পারে সে কোনদিন দুঃখকে কে পাশে নিয়ে চলে না !!!!!




"যখন কোন কারণে ভালবাসার মধ্যে সন্দেহ বাসা বাধে ,তখন সে যাই বলুক সেটা বিশ্বাস করাটা অনেক কঠিন হয়ে পড়ে"






তোমাকে ভালবেসে আমি কোনকিছুই করতে পারবো না
জানি আমি তোমার জন্য পৃথিবীর সবাইকে ছাড়তেও পারবো না
পারবোনা আমি আমার কোন ভাললাগা বির্সজন দিতে
বিশ্বাস করো আমি কিছুই পারেবো না
তবুও কি তুমি আমাকে ভালবাসবে?




চাই না আমি আমার জন্য পূরো পৃথিবী কেন
তোমার খুব কাছের মানুষগুলোকে ছেড়ে আসো !!
চাইনা আমি তোমার ভাল থাকার
জায়গাটার দখল শুধু আমার ই হোক!!
শোন !আমার জন্য তোমার কিছুই করতে হবে না !!
তবুও বিশ্বাস করো আমি শুধু তোমাকেই ভালবাসি





মন খারাপের দিনগুলোতে প্রথম প্রথম সবাই সঙ্গ দেয়
একদিন অথবা দুইদিনপর মন খারাপ থাকার বিষয়টা
বিরক্তির কারণ হয়ে ওঠে সবার কাছেই
শুধু কেউ বোঝেনা কি ভিষণ কষ্টে মন ভেঙ্গে যায়
কি ভীষণ অভীমানে দূরে চলে যাই আপনজনদের কাছ থেকে


 

মাঝে মাঝে জীবনটাকে অসাধারণ সুন্দর মনে হয়
 তুমি আছো বলেই মনে হয় বেচে থাকাটা সার্থক
মনে হয় তোমার ভালবাসার জন্যই আরো কিছুদিন স্বপ্ন দেখা যায়
সব দু:খগুলো আরো একবার ভুলে নতুন করে জীবন সাজাতে ইচ্ছা হয়
শুধু তোমার জন্যই ...............সত্যি বলছি !!!






**** যে চিঠি তোমাকে দেয়া হয়নি***

ভাবিনি কখনো তুমি এমন হবে।
না চাইতেই যে অনেক কিছু দিয়েছিলো ,
তার কাছে সামান্য কিছু চেয়ে যে রিক্তহাতে
ফিরতে হবে এ যে আমার কল্পনাই ছিলনা।
কোন স্বপ্ন পূর্ণতা না পেয়ে ভেঙ্গে গেলে
সে যে কি অসহ্য যন্তণা ।কোন বন্ধুর বারণ গ্রাহ্য
করিনি । বারবার নিষেধ সত্তে আমি ভালবাসা
নামক এক কষ্টের নদী সাতরে পার হতে চেয়ে ছিলাম।
তখনো একটি বারের জন্য ভাবিনি য়ার হাত
ধরে পথ চলতে চেয়েছি সে যে মাঝ পথে যেয়ে
হাত ছেড়ে দেবে ।তাহলে সে কি আলেয়াই ছিল
কিংবা আমার বুঝার ভুল? জানিনা আমি জানতে
চাইনা কেন তুমি এসেছিলে আর কেনইবা চলে যেতে
চাও দুরে?শুধু জানি কষ্টের মাঝে তোমায় মনে করার
নামই ভালোবাসা শত লাছনা গন্জনা সহ্য করে ও তোমায়
ভালবাসাই প্রেম । আচ্ছা তুমিই বলো যার কথা মনে পড়লে
আমি সমস্ত পৃথিবীকে ভুলে যাই।যার ছোয়া আমি সারাক্ষণ
অনুভব করি ,যে আমার পাশে ছায়ার মতন থাকে ।যার
ভালবাসা আমাকে স্বর্গের সুখ এনে দেয় ।যার দেোয়া বেদনা
আমার মধুর লাগে, যার লুকোচুরি আমার জীবন!
তাকে কি ভুলে থাকা য়ায???????????



 

তুমি আমার খুব গোপনে লুকিয়ে রাখা কিছু কষ্ট
তুমি আমার দিনের শেষে নেমে আসা ওই আধারের রাত
তুমি আমার বলতে না পারা সেই কথাটি
তুমি আমার ভালবাসার সীমাহীন সেই








 স্বপ্ন আর বাস্তব সেতো হাজার মাইল দূরে
একজন আর একজনের আজীবন হয়না দেখা
যদিও বা কখনও ভুল করে ভূল পথে হয়ে যায় মিল
বাস্তব পারেনা মেনে নিতে স্বপ্নের কোন আশা .
আর এটাই ভালবাসার চরম সত্যতা .....




 যে তোমার তাকে তুমি কখনও দূরে যেতে দিওনা !!
একবার দূরে গেলে কখনও
সে তোমার কাছে ফিরে আসবে না ,
বাস্তবতা তাকে কখনও ফিরে আসতে দিবে না !!!



কাল সারারাত তোমায় ভেবে কেদেছি ,
তোমায় ছাড়া থাকতে হবে তা মেনে নিয়েছি
তুমি সুখে থাকো আমায় ছাড়া 
এর বেশি চাইনা কিছু আর  !!!


 তুমি কি কখনও দূরের ওই নীল আকাশকে দেখেছো?
দেখেছো কি আগ্রহ তার মাটির সাথে মিলনের!!
তুমি কি কখনও আকাশের কান্না দেখেছো?
আকাশ কেন কাদে জানো ?
যেনো দূর থেকে মাটির একটু ছোয়া পায় সেই কারণে !!
একটু খানি ছোয়া পেতে আকাশ কেদেও সুখ খুজে নেয় ,
তাহলে আমি কেন পারবো না তোমাকে ভালবেসে
সারাজীবন কেদে কাটাতে!!!!!!




  "অভিশ্বাপ কাউকে দেওয়া লাগে না , সেটা মন থেকে এসে যায় "




মাঝে মাঝে মনে হয় আমার নিজের বলে কোথাও কিছু নেই
যা নিয়ে যাদের নিয়ে বেচে আছি তার সবাই অন্য কারো
আমি শুধূ পরগাছার মত বেচে আছি অন্যর দয়া নিয়ে
আর এই অনুভতিটা মটেও কোন সুখের কল্পনা নয় !!!!!!!!!




""কারো দূর্বলতা নিয়ে কখনও মজা করো না ,
 যেটা তোমার কাছে দুষ্টমি 
সেটা অন্যর কাছে কষ্টকর হতে পারে ""
  ...............................ভাবনা 






 ভালবাসা কি জানো ?
যখন রাস্তা পার হতে গিয়ে
আমি দাড়িয়ে পড়ি তোমার হাতে ধরে
বিশ্বাস থাকে তুমি সাথে আছো তো !!!



 ...............................ভাবনা 








বিশ্বাস কি জানো ?
যখন তুমি বকা দিয়ে বলে যাও
আর কথা বলবে না !!
আর আমি ফোন নিয়ে বসে থাকি
তুমি ফোন করবে বলে !!!
আর তুমি ফোন করে বলো
কেমন আছো তুমি ?



 ...............................ভাবনা







 “”মানুষ সেই মূর্হতগুলো নিজেকে সবচেয়ে হতভাগ্য মনে করে নিজেকে ,
যখন সে প্রচন্ড রকম অসহায় হয়ে পড়ে “”



   
ভাললাগার আর ভালথাকার
দিনগুলো কেন যেন দীর্ঘ হয়না !!!
জীবন এমন একটা জায়গায় দাড় করিয়ে দেয়
ভাললাগাটা ধরে রাখতে গেলে
হারাতে হয় জীবনের বাস্তবতা !!!
আর বাস্তবতা মেনে নিলে
হারাতে হয় স্বপ্নগুলোকে !!!!


 ...............................ভাবনা 






 সবাই বলে কোন স্বিধান্ত নিতে গেলে হুদয়ের কথা শোনো
কিন্তু আমরা যখন কঠিন কোন স্বিধান্তের মুখোমুখি দাড়াই
তখন হুদয় নয় বাস্তবতা আর যৌতিক্তা্‌ মাথায় রাখি
কি অদ্ভুত আমরা !!!!!

 ...............................ভাবনা




 ””মানুষ যখন কোন কারণে অসহায় হয়ে পড়ে
তখন নিজেকে সবার কাছেই বোঝা মনে করে “””


 ...............................ভাবনা


  *স্বপ্ন*গুলো আর আগের মত ভীড় করেনা মনের কোণে
কোথায় যেন কেটে গেছে সুরগুলো
*স্বপ্ন* এর জায়গায় এখন শুধূ দু:স্বপ্নের প্রতিধনি
নিত্য তার হাহাকারের শব্দে শোরগোল !!

   ...............................ভাবনা 


 একটি সকাল ,একটি দুপুর ,একটি বিকাল ,
একটা রাত এই ভাবে সারাটা জীবন
যদি কেটে যেত তোমার পাশে থেকে
জীবনটা স্বপ্নের চেয়ে সুন্দর হতো !!


  ...............................ভাবনা 




আমি চলে যাবো
তারপর অনেক অনেক দিন আবার ফিরে আসবো
তোমাদের মাঝে ,
আমাকে কি তোমাদের মনে রবে?
নাকি ভুলে যাবে ওই রাতের আধারের
তারাটির মত যে আকাশ থেকে খসে পড়ে?
নাকি মনে রাখবে ওই মেয়ের মত
যে মাঝে মাঝেই উকি দেয় আকাশের কোণে ?


            ...............................ভাবনা 

  বাস্তবতা বড় কঠিন :
একটা ছোট গোলপাতার ঘর
অফুরান্ত জোসনা ,আর সীমাহীন ভালবাসা
থাকলেই জীবন চলে
কিন্তু:................
মনতো আর সেটা মানেনা
সে চায় প্রিয় মানুষটি পাশে থাকুক
কিছু স্বপ্ন কিছু না বলা কথা
কিছু না পূরণ হওয়া প্রতাশা 

...............................ভাবনা 


আমারও তো ইচ্ছা করে, তোমার পাশে থাকি
ছোট একটা বাড়ি হবে ,থাকবে ছোট উঠান
খাকনা কিছু গাছগাছালী ,পাখির ডাকে বিভোর
ইচ্ছা হলেই রাগ করবো যাবো অনেক দুরে
না হয় তুমি মান ভাঙ্গালে একটু আদর করে !!


 ...........................................................ভাবনা  


 আমরা তার উপর রাগ করি
যার উপর আমাদের অধিকার থাকে
কিন্তু সেই মানুষটি যদি সেকথা না বুঝতে পারে


তাহলে সত্যিই খুব অভিমান হয় সেই সম্পর্কটার উপর
যেটা তাকে আপন করেছে...............

 ...........................................................ভাবনা 







 তোমাকে কতটা বিশ্বাস করি জানো ?
যখন আমি নিশ্চত জানি তুমি মিথ্যা বলছো
তখনও ভাবি হয়ত সেটা অমারই ভূল !!
কতটা ভালবাসি জানো ?
যখন তুমি অকারণে আমাকে কষ্ট দাও
আর আমি ভাবি আমাকে কষ্ট দিতে গিয়ে নিজে কাদছো !!!

...........................................................ভাবনা 


                                           Sopno jode sottey hoto
Or name puspo, puspo amar kajen celo,coto balay aksate take boro hoace joto rokom dostome ace sobey kortam or sate, puspo sob neroba mane neto.or opor odekar dakate kub valo lagto .avabay hoyto monar ojantay oka kace pabar tebro onovoteta amar vetor toyre hoa geacelo.jokon vabce oka bolay fale monar kota ta .tik say somay hotat koray or bea hoa galo oka bola holo na kesuy.puspo cola galo amar sob sopnoka sate nea onno karo sopno sajate,
Maney neacelam sob ,hoyto sob vola ame onno karo prema o porta partam,but sata hoyne,prokete akanay kello amadar dojon ka nea tar kela, bear ak bocor ar moddo o fera alo babar bare,sameka harea, ! puspo sob somay mon mora hoa takto,mone hoto peteber sobtoko dokko o aka vog korta cay.tar vag sa r kawka deta raje noy,ame tokon amar somosto keso baje rakace or moka hase fotanor jonno,bondo hoa or pase cayar moto take oka sababek life a ferea anlam ,puspo abar noton kora pora leka soro korlo ,hasta seklo,
Ame vablam atay hoyto somay oka amar monar kota bolar,ak din sojog pea or samne darea bolay fellam peteber sobcea porono sobcea modor kotate :valobase”
Puspo obak holona ,akto o comkalona ,sodo kub aste kora bollo jane ame ,tobe vabacelam tome hoyto kono din bolba na ,r keso bolane, amar kac take nejaka dora sorea  neaca sara jebonar moto .r ame ajo  poth cea bosa ase or fera asar potekkay.




   *** Friend +***



                                             
Sa amar bondo cello,ato valo bondo peta gela sottey vaggo kora jonmo neta hoy.
Petebeta joto vagobote maye ace ame tadar moddo ak jon . coz oka ame bondo hesaba paecelam .or sate amar porecoy wrong number a.say take soro ,tar por din golo parea gece akte akte kora ar amadar bondotto garo otake aro garo hoasa.o dostome korto sob somay amar sate ,”valobase’ sobdota selo onno ardosta savabek sobdar moto,tay jotobar bolaca “valobase toka “ ame onno kono mane korta parene tar. Hotat kora amar bea tik hoa galo.bear din ke kora jane o amar sate daka korta alo.sa din or coka jol dake bojacelam or “valobase” bola ta bondotto take o onnak base cello,kento ame parene sa din sob keso sare or valobasa gorohon korta ,ame ke onnay  koracelam or pote? Jane na sodo jane o kokono amay ovesap dayne.ajo jokon kob anonda take ,kob kosta coka jol ase ,jokon kob base nejaka aka mone hoy,sobar age ja name ta mona ase sa holo o . ke kora  oka bojabo bondo toka miss korce veson!!!!!!!!!!!!!!!!!

               ***জানি না কেন লিখছি*** 

---------------------------ভাবনা



রাতের নিস্তব্ধতা এখন আর আমায় ভীত করেনা।
ভোরের শিশিরসিক্ত অরুণোদয় আলোড়িত করে না,উদাসী কোন দুপুরে একান্ত করে কাউকে ভাবতে ইচ্ছা করে না ।বিষন্ন কোন বিকালে অজানার উদ্দ্যশ্যে রেললাইন ধরে হাটতে ভালো লাগে না ,
গোধুলির আবির রংয়ে আমি আর রোমান্থিত হই না।কবিতার খাতা হাত দিয়ে স্পর্শ করি না কতদিন ।মনের কল্পনায় লেখা হয় না কোন গল্প ।আগের সেই বাধভাঙ্গা হাসিটাও কোথায় য়েন হারিয়ে ফিলেছি ।ভাবছি বদলে গেছি ! হ্যা অমার মাঝে আমি আজ অমাকেই  খুজে পাইনা । 
নি:সঙ্গতা এখন আমার সবচেয়ে ভাল বন্ধু ।
কেন জানি আজ কান্নাকেই খুব বেশি ভালবাসি ।
দ্বিপ্রহর রাতে পৃথিবীর সুখী মানুষেরা 
যখন ঘুমের রাজ্যে বসতির জন্য পাকা ভিত্তিপ্রস্তর স্থাপনে ব্যাস্ত ,
ঠিক সেই সময়ে ঘুমপরীরা তোর সাথে বন্ধুন্ত করার
অভিযোগে অভিমান করে আমার কাছ থেকে কোটি মাইল দুরে , 
তবুও তোকে অভিশপ দিতে পারিনা , 
পারিনা ভুলে যেতে ।তুই হয়ত আমার উপকারই করেছিস ,
পৃথিবীর কঠিন বাস্ববতাকে সময়ের অনেক আগেই 
আমার সামনে দাড় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ তো তোর অব্শ্যই প্রাপ্য ।
তোর জন্যই তো জানতে পারলাম অপরাধ না করেও
শুধু অনুমানের উপর ভিত্তি করে এই সমাজের 
মানুষগুলো কি রকম নির্দয়ভাবে শাস্তি দিতে পারে ।
কল্কক আর অপবাদে একটি মনের 
সব স্বপ্নকে নিমিষে ধুরিস্মাত করে দিতে পারে ।
আজ শুধু মনে হয় সত্যিই কি শাস্তি পাওয়ার মত 
কোন অপরাধ আমি করছিলাম ? 
কাউকে বন্ধু ভাবাটা কি এতটাই অন্যায়?
তোর জন্য য়ে কষ্ট সহ্য করে চলেছি 
সেই তু্‌ইওতো আজ আমার পাশে নেই ।
বন্ধুত্বের বন্ধন তুই অনেক আগেই ছিড়ে ফেলেছিস ।
আসলে আমিই তোর বন্ধু হতে পারিনি ,
কিন্তু তুই ঠিকই কারো না কারো বব্ধু হয়েছিস ।
 কেন তোর বন্ধু হতে পারলাম না কে জানে ! 
যোগ্যতা কিংবা ব্যর্থতা সেটাতো আমারই ।
 সব চাওয়া পৃথিবীতে পাওয়া হয়না ,
আবর পেলেও সবকিছু দুহাত বাড়িয়ে গ্রহণ করতে নেই ।
এই সত্য টা আমি মেনে নিয়েছি ।
বন্ধুত্ব এবং প্রেম প্রায় কাছাকাছি ,
তফাং হচেছ প্রেমের দুটি ডানা থাকে,বন্ধুত্বের তা থাকে না । 
তাই বলে বন্ধুর বিচ্ছেদের কষ্টটাও কিন্তু কম নয়।
আমার বিস্বাস আমি কখনও কারো বন্ধু হতে পারবো না 
এবং কেউ আমাকে বুঝতে চাইবে না ।
প্রতিদিন একটু একটু করে এ বিস্বাস গাঢ় থেকে গাঢ় হচ্ছে ,
জানি কোনদিন কেউ আসবেনা আমার এ বিস্বাস ভাঙ্গাতে ,
আজ তোকে নিয়ে লেখা ডয়িরির পৃষ্ঠাগুলি 
একটি একটি করে ছিড়ে ফেলেছি । 
বন্ধুত্বের বন্ধন য়েখানে শিথিল হয়ে গেছে 
তখন আর এ কাগজগুলো দিয়ে কি হবে ?
আর কখনও তোকে ফিরিয়ে আনতে চাইবো না ,
অপ্রাণ চেষ্টা করব যাতে ইচ্ছেরা মরে য়ায় ।
না অভিমান নয়, তুই তো আমার বন্ধু ,
সবার উপরে তোর স্হান ,
তোর সঙ্গে কি অভিমান চলে?
 

***সমাধী***



আচ্ছা আমি মরে গেলে
আমার সমাধীতে তুমি কি দেবে
একটি লাল গোলাপ,
না কি কফোটা মমতার অশ্রু
আর যাই দাও বেদনার অশ্রু দিও না
আমি য়ে তা সইতে পারবো না
 
মাঝে মাঝে ..............!!!!!!!!!!!!!

মাঝে মাঝে নিজেকে একা ভাবতে খারাপ লাগেনা
মাঝে মাঝে তোমাকে ভূলে থাকার অভিনয়ে জয়ী হয়ে যাই
মাঝে মাঝে তোমার অবহেলাকে ব্যাস্ততা ভাবতে ভালই লাগে
মাঝে মাঝে তোমার থেকে দূরে থাকার ইচ্ছাটা প্রচন্ড হয়
মাঝে মাঝে নিজেকে খুব বেশি তোমার অপরাধী মনে হয়
মাঝে মাঝে .........................................!!!!!!!!!!!!!


...............ভাবনা 

1 comment:

  1. প্রেম- ভালোবাসা বিষয়ক যেকোন প্রশ্ন জানার থাকলে, আমাদের ওয়েব সাইটে গিয়ে জানাতে পারেন।
    আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
    আমাদের সাইট লিংক -Proshn.Com

    ReplyDelete