Pages

Monday, December 21, 2015

জল অভিমান

তোমার চোখের জল অভিমান

দেখতে লাগে মিষ্টি
সব অভিমান ধুয়ে যেতো
নামতো যদি বৃষ্টি
ইচ্ছে করে নিজেই আমি
বৃষ্টি হয়ে যাই
মেঘ দুপুরে হঠাৎ এসে
তোমাকে ভিজাই
ঝুম বৃষ্টিতে ভিজে তুমি
হতে অন্যরকম
মনে হতো তুমি যেন
সদ্য ফোটা কদম//

11863348_470952709751636_3643135772331519280_n

No comments:

Post a Comment