Pages

Friday, December 25, 2015

স্বাধীনতা ও প্রাপ্তি


জাতি পরাধীনতার নাগপাশ ছিন্ন করে
জয়বাদ্য বাজায় অরুণোদয় আলোকে।

স্বপ্ন সাধের স্বাধীনতার কতটুকু সাধন

মিলিয়ে দেখা শুধু হৃদয়নিভৃতে এখন ।

আজ বিশ্বসভায় আমাদের কোথায় অবস্থান

হিসাব মেলাবার দিন এখন আবর্তন।

কেন অগণিত মানুষ সমদুঃখ ভার

ব্যর্থতা হতাশা দুর্দিন ঘিরে অক্টোপাস।

যাচ্ছে অনন্তে হারিয়ে স্বাধীনতার সুফলগুলো

মুষ্টিমেয় সুবিধাবাদী গণবিরোধী চক্রের কাছে।

শোষণহীন সমাজপ্রতিষ্ঠা যায় নির্বাসন

হতভাগ্য মানুষের অন্তরে গতিশক্তিহীন,

সজল নয়নে বিব্রত হতাশায় বহুজন।

উচ্ছ্বসিত শিক্ষা সংস্কৃতি সমৃদ্ধি অর্জনে

স্বাধীন স্বনির্ভর জাতীয় অগ্রগতি সাধনে

সামাজিক শৃঙ্খলা বিপন্ন হচ্ছে নিদারুণ।

সঙ্গে সর্বব্যাপী দৈন্য অনাচার জনজীবন

এনেছে নৈরাজ্য হতাশা অনটন অন্তঃপুরে,

শোকাতুর নরনারী করে রোদন অনুক্ষণ।
 

No comments:

Post a Comment