Pages

Sunday, December 27, 2015

বিয়ের জন্য একটা মেয়ের সচরাচর কেমন ছেলে খোঁজ করা উচিত?​​

১) এমন একজন যে আল্লাহর কথা স্মরণ রাখে ও জবাবদিহিতার ভয় করে। সেক্ষেত্রে সে কখনো আপনার প্রতি অত্যাচার করবে না।

২)  যে উদার ও দানশীল এবং সচরাচর বদরাগী নয়, যে আপনার জন্য খরচ করতে কার্পণ্য করবে না।
৩) এমন একজন যে ভালোবাসতে জানে তাহলে সে আপনি যেমনটা আকাঙ্ক্ষা করেন তেমনটি আপনার জন্য করতে পারবে।
৪) যে লক্ষ্য অর্জনে দৃঢ় থাকে তাহলে আপনি তার সাথে একসাথে জান্নাতের লক্ষ্যে কাজ করতে পারবেন।
৫) আপনি তার যোগ্য কিনা সেই ব্যাপারটি অবশ্যই লক্ষ্য রাখবেন।

No comments:

Post a Comment