একদিন ইব্রাহিম ইবনে আদহাম (রহিমাহুল্লাহ) বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞাস করল: হে আবু ইসহাক ! আল্লাহ সুবহানাহু তা’আলা কুরআনে বলেন: “আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দিব।” কিন্তু আমরা অনেক দিন ধরে দোয়া করছি অথচ আল্লাহ আমাদের দোয়ার সাড়া দিচ্ছেন না।
ইব্রাহিম বিন আদহাম বললেন, “ওহে বসরার অধিবাসী, দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে:
১) তোমরা আল্লাহর সম্পর্কে জানো কিন্তু তার প্রতি তোমাদের কর্তব্যগুলো পালন করো না।
২) তোমরা কুরআন পড়ো ঠিকই কিন্তু সে অনুযায়ী আমল কর না।
৩) তোমরা দাবী কর যে রাসূলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভালবাসো কিন্তু তার সুন্নাতকে অবহেলা করো।
৪) তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসাবে দাবী কর কিন্তু তোমরা তারই পদাংক অনুসরন কর।
৫) তোমার জান্নাতে যেতে উদগ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম করো না।
৬) তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের ম্যাধমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছো।
৭) তোমরা স্বীকার করো মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত কর না।
৮) তোমরা সবসময়ে অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ-ত্রুটির ব্যাপারে খেয়াল রাখো না।
৯) তোমরা আল্লাহর নিয়ামত উপভোগ করো কিন্তু তার জন্য শুকরিয়া আদায় কর না।
১০) তোমরা মৃতের লাশকে দাফন করো কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করো না।”
২) তোমরা কুরআন পড়ো ঠিকই কিন্তু সে অনুযায়ী আমল কর না।
৩) তোমরা দাবী কর যে রাসূলুল্লাহকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভালবাসো কিন্তু তার সুন্নাতকে অবহেলা করো।
৪) তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসাবে দাবী কর কিন্তু তোমরা তারই পদাংক অনুসরন কর।
৫) তোমার জান্নাতে যেতে উদগ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম করো না।
৬) তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের ম্যাধমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছো।
৭) তোমরা স্বীকার করো মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত কর না।
৮) তোমরা সবসময়ে অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ-ত্রুটির ব্যাপারে খেয়াল রাখো না।
৯) তোমরা আল্লাহর নিয়ামত উপভোগ করো কিন্তু তার জন্য শুকরিয়া আদায় কর না।
১০) তোমরা মৃতের লাশকে দাফন করো কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করো না।”
[আবু নুয়াইম, হিলিইয়া আল-আউলিয়া ৮: ১৫,১৬]
No comments:
Post a Comment