Pages

Sunday, December 27, 2015

ভালবাসার চক্ষু

চক্ষু’র দেয়া বর্ণনায় শুধুই মনে হয়………………..
হালকা কোমড় নজর বড়
দেখ , দেখবি , দেখে যা
সর্পিল চলাচল সুন্দরী
যৌবন বিলুপ্ত প্রায় ।
সুন্দর এক ময়না পাখি
উড়ে যায় স্বেচ্ছায়,
কথা বলতে আজও সে শেখেনি
খাবার দেখেও খায় না
পেটের ক্ষুধা নেই তো তার
ঠিক তাই,
ছলাকলা মোটেও শেখা হয়নি আজো আর।
আমার ভাষা কেন সে বোঝে না
মনের গহীনের এসিডের বর্বরতা ,
চোখের কথা কেন শোনে না
যেমন সুন্দর তেমন নিষ্ঠুর
বক্ষমাঝে তার রক্তঝর্ণা।

No comments:

Post a Comment