Pages

Saturday, December 26, 2015

অন্ধকার গলি ২

 নিষিদ্ধ রাত সারাদিন কষ্টের হাপর টানে বাবু খুশি হলেই ক'টা টাকা মিলবে ।
যেন কোনো ঘরছাড়া কাকের দুঃস্বপ্নের শহরে খাবার খুটে বেড়ানো ।

শহরের রাস্তা ভালো করে চেনে না ,
তবু এ গলিটা যেন তার বহুদিনের পরিচিত ।
ছোট মেয়েটিকে মা বলেছিল -
শহরে যাস , খাবার কষ্ট হবে না ,
রোজ দুপুরে মিড ডে মিলের জন্য আর তোকে স্কুলে দৌড়াতে হবে না ।

সারা দিনের ভাবনা যার মাথায় , এক বেলার খাবারে তার কি পেট চলে ?

তাই তো শহরে আসা মেয়েটির ,
কি সুন্দর হয়েছে মেয়েটি ,
মুখে রং না মাখলেও যে কোন পুরুষ তার যৌবনের গন্ধ পায় ।
চোখ দিয়ে চেটে খায় তার সমস্ত শরীর ।

আজ কোনো কষ্ট নেই ,
একটা ল্যাপটপ কিনেছে , স্মার্ট ফোনে ফেসবুক করে ছুটির সময়গুলো কাটায় ।

আজ ফুরফুরে আবহাওয়ায় মনটা যেন খুব চনমনে হয়ে গেল ।

সকাল থেকে রবীন্দ্রনাথে পেয়েছে ।

No comments:

Post a Comment