সেলফি তুলতে নারীদের মেকাপে ব্যয় ৬ কোটি পাউন্ড
মৃদুভাষণ
ডেস্ক:: সেলফি জ্বরে আক্রান্ত পুরো দুনিয়া। নারীরা বিশেষ করে সেলফিতে
নিজেদের নিখুঁত দেখাতে সচেষ্ট থাকেন সব সময়। আর এ সুবাদে ভাগ্য খুলেছে
কসমেটিক্স শিল্পের। নতুন এক গবেষণায় উঠে এসেছে, সেলফি তোলার ক্রেজের কারণে
গত বছর ৫ কোটি ৯৩ লাখ পাউন্ড মূল্যের কসমেটিক্সের চাহিদা বেড়েছে। সব মিলিয়ে
গত বছর প্রসাধনীর পেছনে ব্যয়ের পরিমান ৮১ কোটি ৬৪ লাখ পাউন্ড। এ খবর
দিয়েছে বৃটেনের মিরর। বাণিজ্য ম্যাগাজিন দ্য গ্রোসার লিখেছে, কসমেটিক্স
শিল্পের সুপ্রসন্ন অবস্থার পেছনে একটু পর পর সেলফি তোলার রীতি অবদান
রেখেছে।
সেলিব্রিটিরা হয়তো সেলফি ক্রেজ ছড়িয়ে দিয়েছে। কিন্ত ক্যামেরা ফোন দিয়ে সেলফি নিয়ে সামাজিক মাধ্যমে দেয়ার চর্চা ছড়িয়েছে দাবানলের মতো। প্রসাধনী বাজার তথ্য উপাত্ত বিশ্লেষক নিয়েলসেন-এর তথ্যে, মেকাপের মধ্যে কনসিলার বিক্রি হয়েছে সবথেকে বেশি। যোগ হয়েছে অতিরিক্ত ১ কোটি ২১ লাখ পাউন্ডের মূল্যের বিক্রি। এছাড়া, ভ্রু মেকাপ যোগ করেছে ১ কোটি ৬ লাখ পাউন্ড। আর ঠোটের কালার ১ কোটি ৩ লাখ পাউন্ড। নিয়েলসেন সিনিয়র হেলথ এন্ড বিউটি ক্লায়েন্ট ম্যানেজার হেলেন বেডো দ্যা গ্রোসারকে বলেছেন, নারীরা সবসময় ক্যামেরার জন্য প্রস্তুত থাকতে চাইছে। এ কারণে তারা মেকাপের পেছনে অনেক ব্যয় করছে। এমন রীতির প্রমাণও বাড়ছে দিন দিন।
সেলিব্রিটিরা হয়তো সেলফি ক্রেজ ছড়িয়ে দিয়েছে। কিন্ত ক্যামেরা ফোন দিয়ে সেলফি নিয়ে সামাজিক মাধ্যমে দেয়ার চর্চা ছড়িয়েছে দাবানলের মতো। প্রসাধনী বাজার তথ্য উপাত্ত বিশ্লেষক নিয়েলসেন-এর তথ্যে, মেকাপের মধ্যে কনসিলার বিক্রি হয়েছে সবথেকে বেশি। যোগ হয়েছে অতিরিক্ত ১ কোটি ২১ লাখ পাউন্ডের মূল্যের বিক্রি। এছাড়া, ভ্রু মেকাপ যোগ করেছে ১ কোটি ৬ লাখ পাউন্ড। আর ঠোটের কালার ১ কোটি ৩ লাখ পাউন্ড। নিয়েলসেন সিনিয়র হেলথ এন্ড বিউটি ক্লায়েন্ট ম্যানেজার হেলেন বেডো দ্যা গ্রোসারকে বলেছেন, নারীরা সবসময় ক্যামেরার জন্য প্রস্তুত থাকতে চাইছে। এ কারণে তারা মেকাপের পেছনে অনেক ব্যয় করছে। এমন রীতির প্রমাণও বাড়ছে দিন দিন।
No comments:
Post a Comment