Pages

Wednesday, December 30, 2015

মনে পড়ে

মনে পড়ে








আজ তোমাকে খুব মনে পড়ছে, মনে পড়ছে তোমার সৃতি গুলো, জানি আমাকে তুমি ভুলে গেছো, ভুলে গেছো তোমার দেওয়া সব কথা, আমি ঠিক মনে রাখছি তাই এখনো তোমার পথ চেয়ে অপেক্ষায় আছি, আমি তোমাকে অনেক ভালোবাসি বলে আমার ভালোবাসার মানুষটি ফিরে আসবে বলে সেই আশায় বসে আছি, যদি কখনো মনে পড়ে আমায়, তাহলে ফিরে এসো আমি আছি তোমার প্রতীক্ষায়, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমারি হয়ে থাকব, কথা দিলাম! ফিরে এসো হৃদয়ে! তুমি বিনে আমি হায় বড় একেলা...

No comments:

Post a Comment