বৃষ্টি ঝরা বর্ষাকালে
বৃষ্টি পড়ে টিনের চলে
বৃষ্টি পড়ে তোমার রাঙা পায়
তোমার ঐ ফর্সা গালে
চোখের কাজল লেপ্টে থাকে
বৃষ্টি কি তবেতোমাকে কাঁদায়?

বৃষ্টি পড়ে টিনের চলে
বৃষ্টি পড়ে তোমার রাঙা পায়
তোমার ঐ ফর্সা গালে
চোখের কাজল লেপ্টে থাকে
বৃষ্টি কি তবেতোমাকে কাঁদায়?

No comments:
Post a Comment