Pages

Saturday, December 26, 2015

কিছুকথা

কিছুকথা

আমি অতি সাধারন একটা ছেলে, তবে জীবনের পথচলায় অনেক মানুষের সাথে চলছি,অনেক কিছু খুব কাছ থেকে দেখারও ভাগ্য হইছে। আমার জন্ম মাগুরা জেলার নামক গ্রামে। খুব সাধাসিধে মধ্যবিত্ত পরিবারে আমার বড় হয়ে ওঠা । এস এস সি পরীক্ষা শেষ হতেই গ্রাম ছেড়েছি সেই ২০০৬ এর কথা। কলেজ জীবনে যশোরের সেই  ছাত্রাবাস আর বিশ্ববিদ্যালয় জীবনে মেস আর চাচার বাসায় কেটেছে। কোনোমত করে একটা প্রাইভেট  বিশ্ববিদ্যালয়ে   তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল টা শেষ করে এখন অন্যর চাকরি করি।

আমার বেশিরভাগ সময়টা কাটে একা থেকে, ভালবাসি মায়ের হাতের ভুনা মাংস আর চালের রুটি। গোধূলির সময়টা আমার সব চেয়ে প্রিয় সময়… সুযোগ পাইলেই গোধূলির আলো গায়ে মেখে একা একা অনেক দূর হাঁটি ।
আমি অতি সাধারন একটা ছেলে, তবে  সব (অসাধারন) কিছুই সাধারন থেকেই আসে……।।

No comments:

Post a Comment