Pages

Sunday, December 27, 2015

জীবন

বাংলাদেশে বেশিরভাগ ছেলেদের আসলে নিজের বলতে কিছু থাকেনা। এরা পড়াশোনা শেষ করতে না করতেই এদেরকে পষ্ট বুঝিয়ে দেয়া হয় তোমাকে শীঘ্রই একটা জীবন্ত এটিএম বুথ হতে হবে, তুমি পৃথিবীতে এসেছো রেসপন্সবলিটি নামক যাতাকলের নীচে নিজেকে পিষতে কারন তুমি 'ছেলে'। এবং এরা মা-বাবা ভাই-বোনদের ভালো থাকা খাওয়া নিশ্চিত করতে বেড়িয়ে পড়ে একটা জব এর জন্য, অনেক অপমান গালাগালি অনেক কষ্টের শেষে কোনো রকমে একটা জব পেলে তিনচার বছরের মাথায় সেই ছেলেকে বিয়ে করিয়ে দিয়ে মা বাবা তাদের দায়িত্ব শেষ করেন, আর সেই বেচারা মা-বাবা ভাই-বোন- বৌ এবং একপর্যায়ে নিজের বাচ্চাকাচ্চার ব্রাইট ফিউচার নিশ্চিত করতে করতে ফ্যামিলীর সবার স্বপ্ন পূরন করতে করতে একসময় ভূলেই যায় তারও একান্ত কোনো স্বপ্ন ছিলো, একদিন সেও একজন ভালো সিঙ্গার বা ম্যাজিশীয়ান হওয়ার স্বপ্ন দেখতো...।

No comments:

Post a Comment