Pages

Wednesday, December 30, 2015

সত্য প্রেমের গল্প !


আজ আপনাদের সামনে তুলে ধরব একটি সত্য প্রেমের ঘটনা, এই ঘটনার নায়ক ছিল অপু এবং নায়িকা ছিল রিমিঝিম ! 
চলুন গল্প টি সুরু করা যাক -
অপু ছিল একটি সাধারণ বিদ্যালয়ের ছাত্র এবং রিমঝিম ও সেই বিদ্যালয়েরই ছাত্রী ছিল।
অপুর পরিবার খুবি ভালো ছিল। অপু ছিল একটি মধ্যবিত্ত ঘড়ের ছেলে। অপু'র কখনো কিছু না পেয়ে থাকে নি, সে যা চাইত তারা বাবা তাকে ঠিকি তা এনে দিত। অপুরা ছিল ১ ভাই এবং ১ বোন।
রিমিঝিম এর পরিবার ও অনেক ভালোছিল। রিমঝিম অপুর চাইতে একটি নরম এবং কঠিন মনের ছিল। খুব অল্প কিছু হলেই রিমঝিম অনেক বেশি ভেঙ্গে পরত। রিমঝিম এর বাবাও তাকে অনেক ভালোবাসতো। রিমঝিমরা ২ ভাই এবং ৩ বোন ছিল।
রিমিঝিম কে প্রথম দিন দেখেই অপু পছন্দ করে ফেলেছিল তবে অপু তা বলতে সাহস পায় নি, প্রথমে অপু এবং রিমঝিম খুবি ভালো বন্ধু ছিল এমনকি এতো ভালো বন্ধু ছিল অনেকে বলত যা ওরা দুজন প্রেম করছে। কিন্তু আসলে অদের দুজনের মধ্যে সেরকম কিছুই ছিল না। কয়েকমাস পর অপু রিমিঝিম কে বলে বসল যে - আমি তোমাকে ভালোবাসি। রিমঝিম ও হুট করে রাজি হলে গেল পুরো ব্যাপারটাই ছিল অপুর কাছে স্বপ্নের মতন। সুরু হোল তাদের সুখের দিন, :) 
কিছু দিন যেতে না যেতেই মাঝে মাঝে ছোট খাটো বিষয় নিতে তাদের ঝগড়া হত, এতে অবশ্য রিমঝিম অনেক ভেঙ্গেও পরত তবে অপু আবার সব সামলে নিত। তবে তপু আবার মনে মনে ভাবত যে "ঝগড়া হলে ভালোবাসা বারে" তাই এতো বেশি একটা গুরুত্ব দিত না।

কয়েক মাস পড় 
এবারো অপু ভেবেছিল যে সে সামলে নিবে তবে শেষ পর্যন্ত আর সামলাতে পারল না, তাদের ঝগড়া হয়ে উঠল এক ভয়ানক রাতের ঝড়ের মতন এবং রিমঝিম ও প্রচুর পরিমাণ ভেঙ্গে পরল। তারপর অপু তার ভুল বুজতে পারল এবং রিমিঝিম এর কাছে অনেক ক্ষমা চাইল তবে রিমঝিম আর ক্ষমা করল না। অবশেষে অপু কে ছেরে চলে গেল রিমিঝিম আর জনের কাছে এবং এতে অপু  এতো টা ভেঙ্গে পরল যে সে তার জীবনের গতি হারিয়ে ফেলেছে। তারপরেও সে রিমঝিম এর কাছে ফোনে অনেক ক্ষমা চেয়েছে কিন্তু রিমিঝিম তাকে ক্ষমা করে নি। এতে প্রচুর পরিমাণ কষ্ট পেয়ে অপু নিজের জীবন শেষ করে দেয় এবং অবশেষে রিমজিম বুজতে পারে যে সে একটি সত্য ভালোবাসা এবং একটি সত্য প্রেমিক কে হারায়। 
রিমিঝিম তার ভুলের জন্য সারাজীবন রয়ে যায় একা এবং বুজে জরিয়ে রাখে অপুর সব স্মৃতি ! ! ! !

No comments:

Post a Comment