Pages

Sunday, December 27, 2015

ভালবাসা এবং জীবনের কথা

ফেলে আসা দিন
নিয়ে যায় স্মৃতির জানালায়
সেই প্রথম দেখা দুজনার…
খুঁজে ফিরি হায়, আজ তুমি কোথায় ?
স্বপ্নে আঁকা সেই দুচোখ
ভুলে যেতে পারি না,
হঠাৎ যদি দেখা হয়ে যায়
ডেকো তুমি আগের মতো।
মন চায় বেঁধে রাখি স্মৃতিকে
জানি না কি সুখ আছে সেই আশাতে,
যত দূরে যাই ফিরে ফিরে তাকাই
কখন ডাকবে কাছে পথের মাঝে হাত বাড়িয়ে।
কখনো যদি তুমি অশ্রু ঝরাও
নিভৃতে খুব নিরবে,
আসবো তোমার আকাশে
তবুও ভুল বুঝোনা আমায় অবশেষে।
বৃষ্টি হয়ে রিমঝিম সুরে আনন্দ দেবো
নিঃসঙ্গতায় রাত্রি জুড়ে গহীন চোখে ঘুম হবো,
আর কি বলো ? যত টুকু দেবার সবই দেব
যা রেখেছো তুমি আমার মনি কোঠায়–তবুও ভুল বোঝনা আমায় অবশেষে।
জীবনের সামন্য সময় যদি স্বপ্নের মতো হতো তাহলে সকল মানব কষ্ট গুলোকে কষ্ট মনে করতো না। পরকালের যে সুখ শান্তি এখন আর কেউ মনে রাখে না। কেননা তাদের টাকা বা সম্পদ আছে। আমার মতে প্রকৃতি মানুষ একমাত্র বসবাস করে পল্লীতে। পার্থিব জগতের কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি সুখী। এর একমাত্র কারণ পার্থিব জগতের সকলের চাওয়া পাওয়ার অন্ত নেই। যার যতো আছে সে তত চায়—। এই খাই খাই ভাবের কারণে কিছু মানুষ সৎ ভাবে জীবন যাপন করতে পারে না——এতে সৎ ব্যক্তির জীবন দুঃবিষহ হয়ে উঠে। পারে না সে পরিবারের কারও চাহিদা মেটাতে, পারে না কোন আত্নীয় স্বজনের সান্নিধ্য অর্জন করতে। সকলের কাছে সে অতিরিক্ত একজন ব্যক্তি। মেয়েকে দেখে নিজের মাতাও হাতের টাকা কোমরে লুকিয়ে রাখে। এ কেমন জীবন ?
এভাবে আর কতকাল ???
এসময় ভালো লাগলো কিশোর কুমারের একটি গান
কে আমি ?
কারো কেউ নয়তো আমি
কেউ আমার নয় কোন নাম নেই তো আমার
শোন মহাশয় ।
তোমার বাড়ী কোথায় ?
আমার বাড়ী, তোমার বাড়ী আমার বাড়ী আমার বাড়ী নেই
পথে ঠেলে দিলেই আমায় পথেই পরে রই
যে যখন আমায় দেখে কিনে নিতে চায়
মনের মতো দামটি পেলেই তবেই পাওয়া যায়।
তোমায় বুঝি কেউ ভালো বাসে না ?
গায়ের জোড়ে সবই কিছু কেড়ে নেয়া যায়
পয়সা কড়ি গয়না গাটি ভালোবাসা নয়
তোমার কাছে তাইতো আমি বাড়িয়ে দিলাম হাত
ভিক্ষারী করলে আমায় ছিলাম ও ডাকাত।
একটি আশা একটি চাওয়া আর একটু অনুভূতি সকলের কাছে অতি আকাঙ্খিত। এই মুহুর্তটি পাবার অপেক্ষায় সকলের অন্তর নামের মনের পিঞ্জর দোলায়িত এবং শিহরিত হয়ে থাকে। জানি না বা কেউ জানে না এই আনন্দ মুহূর্তক্ষণ সময়টির কথা, কখন হবে তার দেখা….?

No comments:

Post a Comment