একটি চাকরীর ইন্টারভিউ এ প্রশ্ন
করা হলঃ "মনে করুন একটা প্রচণ্ড
ঝড়ের
রাত্রে আপনি
গাড়ি চালিয়ে যাচ্ছেন। একটু সামনে
যেতেই দেখলেন ৩জন যাত্রী অপেক্ষা করছে গাড়ির
জন্য।"
১ম জনঃ একজন অসুস্থ বৃদ্ধ মহিলা।
দ্রুত হাসপাতালে তাঁর যাওয়া দরকার।
২য় জনঃ আপনার সবচাইতে ভালো
বন্ধু। যে আপনার জীবন বাচিয়েছিল। ৩য় জনঃ আপনার স্বপ্নের নারী। যার
জন্য আপনি অপেক্ষায় ছিলেন এতদিন।
এখন প্রশ্ন হচ্ছে আপনি কাকে গাড়িতে
তুলবেন?
মনে রাখবেন মাত্র একজনকেই তুলতে
পারবেন গাড়িতে... সে নিশ্চিন্ত ভাবে উত্তর দিলো--
"গাড়ির চাবি টা আমি আমার পুরনো
বন্ধুকে দিয়ে দেবো। তারপর সে
গাড়িতে
ঐ অসুস্থ বৃদ্ধ মহিলাকে নিয়ে
হাঁসপাতালে চলে যাবে। এবং আমি গাড়ি থেকে
নেমে
আমার স্বপ্নের নারীর জন্য আরেকটা
গাড়ির আশায়
দাড়িয়ে থাকবো।"
কিছু কিছু সময় সাধারণ চিন্তাভাবনা গুলো অসাধারণ হয়ে যায়। কখনো ভুলে
যাবেন না, হেরে যাওয়ার মাঝেই
অনেক
বড় প্রাপ্তি
থাকে ।।।
করা হলঃ "মনে করুন একটা প্রচণ্ড
ঝড়ের
রাত্রে আপনি
গাড়ি চালিয়ে যাচ্ছেন। একটু সামনে
যেতেই দেখলেন ৩জন যাত্রী অপেক্ষা করছে গাড়ির
জন্য।"
১ম জনঃ একজন অসুস্থ বৃদ্ধ মহিলা।
দ্রুত হাসপাতালে তাঁর যাওয়া দরকার।
২য় জনঃ আপনার সবচাইতে ভালো
বন্ধু। যে আপনার জীবন বাচিয়েছিল। ৩য় জনঃ আপনার স্বপ্নের নারী। যার
জন্য আপনি অপেক্ষায় ছিলেন এতদিন।
এখন প্রশ্ন হচ্ছে আপনি কাকে গাড়িতে
তুলবেন?
মনে রাখবেন মাত্র একজনকেই তুলতে
পারবেন গাড়িতে... সে নিশ্চিন্ত ভাবে উত্তর দিলো--
"গাড়ির চাবি টা আমি আমার পুরনো
বন্ধুকে দিয়ে দেবো। তারপর সে
গাড়িতে
ঐ অসুস্থ বৃদ্ধ মহিলাকে নিয়ে
হাঁসপাতালে চলে যাবে। এবং আমি গাড়ি থেকে
নেমে
আমার স্বপ্নের নারীর জন্য আরেকটা
গাড়ির আশায়
দাড়িয়ে থাকবো।"
কিছু কিছু সময় সাধারণ চিন্তাভাবনা গুলো অসাধারণ হয়ে যায়। কখনো ভুলে
যাবেন না, হেরে যাওয়ার মাঝেই
অনেক
বড় প্রাপ্তি
থাকে ।।।
No comments:
Post a Comment