Pages

Sunday, December 27, 2015

কোমল গোলাপি ঠোঁট পেতে শীতের রাতে ৮টি ছোট্ট সতর্কতা

গুটি গুটি পায়ে চলেই এসেছে শীত। আর শীত আসা মানেই ঠোঁট ফাটা। আর এর চাইতে বিব্রতকর সমস্যা বুঝি কমই আছে। না ভাল করে হাসা যায়, না ঠিক মতো খাওয়া দাওয়া করা যায়। আর দেখতে বাজে লাগাতো আছেই। তাই এখন থেকেই দরকার ঠোঁটের বিশেষ যত্ন। \
শীতের সময়ে রোজই ঘুম থেকে উঠে দেখবেন ঠোঁট শুকিয়ে কাঠ। কারো কারো ফেটে চৌচির। কোমল আর গোলাপি ঠোঁট দূরে থাক, রুক্ষ্ম আর ফাটা ঠোঁটে একটু আরাম পেতেই তখন নাজেহাল অবস্থা। কেন সকালে ফাটে ঠোঁট? কারণটা হলো যে ৮ থেকে ১০ ঘণ্টা আপনি ঘুমিয়ে কাটান, সেই দীর্ঘ সময়ে ঠোঁটের কোন যত্ন নেয়া হয় না। সারাদিন নাহয় বাড়তি খেয়াল রাখলেন, কিন্তু ঘুমের সময়টা তো অরক্ষিত হয়ে থাকে। ফলে স্বভাবতই শুকিয়ে রক্ষ্ম হয়ে ওঠে ত্বক ও ঠোঁট। আর তাই, এই সময়ে ঘুমোতে যাবার আগে
আসুন জেনে নেই কি করলে এই শীতেও আপনার ঠোঁট থাকবে কোমল ও সুন্দর।
  • ১) শীতের রাতে আদ্রর্তার অভাবে ঠোঁট ফাটে। তাই এই সময়ে ঠোঁট একদমই শুকনো রাখা যাবে না। ঘুমোতে যাওয়ার আগে পুরু করে গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলি ঠোঁটে লাগাতে হবে। যেন বাকি রাত আদ্রর্তা বজায় থাকে।
  • ২) ঠোঁট যতই শুকনো হয়ে যাক না কেন, জিব দিয়ে ঠোঁট ভেজানো একদমই উচিত নয়। এমনকি ঘুমের ঘোরেও এই কাজ করবেন না। এতে করে ঠোঁট আরও বেশি শুষ্ক হয়ে যায়। যাদের খুব ঠোঁট ফাটে তারা বালিশের নিচে লিপবাম রাখুন।
  • ৩) ঠোঁট বেশি রুক্ষ মনে হলে দিনে একবার গ্লিসারিনের সাথে গোলাপ জল মিশিয়ে লাগাতে পারেন , রুক্ষ ভাব অনেকটাই কমে যাবে ।
  • ৪) এই সময়ে ঠোঁটে কালো ছোপ ছোপ দাগ লক্ষ্য করা যায় যা দেখতে ভীষণ বাজে লাগে। গ্লিসারিন ও লেবুর রস নিয়মিত ঠোঁটে লাগালে এই কালো দাগ অনেকাংশেই কমে যায়। রাতের বেলা লিপবাম বা ভ্যাসেলিনের বদলে এই মিশ্রণ ব্যবহার করুন।
  • ৫) অনেকেরই অভ্যাস থাকে ঠোঁটের শুকনা চামড়া টেনে ওঠানো, যা একদমই ঠিক নয়। এতে করে ঠোঁট দিয়ে রক্তও বের হতে পারে। আর শুকিয়ে গেলে কালো দাগ হয়ে যায়। ঠোঁটের শুকনা চামড়া ওঠাতে হলে কিছু সহজ নিয়ম মেনে চলুন। প্রথমে ঠোঁটে গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলি মাখিয়ে নিন। ৫ মিনিট পর তুলা বা পাতলা কাপড় দিয়ে হালকা করে ঠোঁট মুছে নিন। দেখবেন শুকনা চামড়া ঝরে পড়ে গেছে।
  • ৬) ঠোঁট নরম ও কোমল করতে চাইলে নিয়মিত ঠোঁটে দুধের সর লাগান রাতে ঘুমাবার আগে। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
  • ৭) শীতের সময় লিপস্টিক ব্যবহারে সতর্ক থাকতে হবে। এ সময় ম্যাট লিপস্টিকের বদলে গ্লসি লিপস্টিক ব্যবহার করাই ভাল। এতে ঠোঁট ফাটার সম্ভাবনা কম থাকে। তবে রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই লিপস্টিক ভালো করে তুলে ফেলুন।
  • ৮) প্রতিদিন রাতে শুতে যাবার আগে খুব গরম কোন পানীয় পান করবেন না। এতে সকালে ঠোঁট আরও শুষ্ক হয়ে উঠবে। ধূমপানও পরিহার করুন। এবং প্রচুর পানি খেয়ে ঘুমাতে যান যেন দেহের আদ্রর্তা বজায় থাকে।

  • No comments:

    Post a Comment