Pages

Tuesday, October 31, 2017

আলেমদের আশ্চর্য কিছু বাস্তব গুন...😒

*আলেমরা কখনো নেশা করে না।
* কোন আলেম যৌতুক নিয়ে বিয়ে করে না।
*আলেমদের কখনও ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতে হয় না।
*আলেমদের দাম্পত্য জীবন সবচেয়ে সুখের।
 * প্রথম প্রথম অতি আধুনিক কোন কোন মেয়ে, আলেম দেখে নাক সিঁটকালেও আলেমদের সাথে বিয়ে হলে বিয়ের পরে তারা নিজেদের সৌভাগ্যবতী ভাবে!
* বাংলাদেশের লাল দালানগুলোতে
কোন সামাজিক অপরাধের কারণে
আলেমদের ঢুকতে হয়না।
* কোন আলেম কখনো আত্মহত্যা করেনি।
* কোন আলেম অনাহারে দিন কাঁটায়
না।
* কোন আলেম নারী নির্যাতনের মামলায়
জড়িত নয়।
* আধুনিকরা যতই তাদেরকে ঘৃণা করুক না
কেন..?

★জন্ম, মৃত্যু, বিয়ের সময় তাদেরই শরণাপন্ন হতেই
হয়..!!

এই আলেমরা পৃথিবীর
সবচেয়ে সম্মানিত
মানুষ।।

Collected by FB

1 comment: