যখন একা থাকার
অভ্যাস হয়ে যায়,
ঠিক তখনি স্রষ্টা কিছু মানুষের
সন্ধান দেন ।
যখন তাদেরকে নিয়ে ভাল
থাকার অভ্যাস হয়ে যায়,
ঠিক তখনি আবার
একা হয়ে যেতে হয় |
________জর্জ বার্নাড
অভিমান হল হৃদয়ের অতি গোপন
প্রকোষ্ঠের ব্যাপার,যে কেউ
সেখানে হাত
ছোঁয়াতে পারে না
.........সুনীল গঙ্গোপাধ্যায়
ছোট্ট বেলায় অভিমান
করলে অনেক কিছু পেতাম,
আর এখন অভিমান করলে অনেক কিছু
হারাই..
কারণ তখন ভালবাসায় ছিল পূর্ণতা,
আর এখন ভালবাসা পায় শূন্যতা !
অপ্রিয় হলেও সত্য !
__হুমায়ুন আহমেদ
প্রায় প্রত্যেক মানুষেরই
প্রেম করার আগ্রহ থাকে,
কিন্তু এর বাস্তবায়ন
খুব কম মানুষই করতে পারে|
আর যারা করতে পারে
তারা আসলেই ভাগ্যবান|
_____পি.এইচ.রুপক
দুঃখ কখনো একা আসে না- দল
বেধে আসে
- সেক্সপিয়ার
"আজকালকার মেয়েদের
ডায়েরি লেখার মত
সময় নেই। নিজেদের কথা তারা শুধূ
গোপন
করতে চায়। লিখতে চায় না"
---হুমায়ূন আহমেদ
"মানুষের জীবনটা হচ্ছে একটা সরল
অংক। যতই দিন যাচ্ছে,ততই
আমরা তার সমাধানের
দিকে যাচ্ছি।"
হুমায়ূন_আহমেদ
প্রত্যেকেই বিশ্ব বদলে দেয়ার
চিন্তা করে কিন্তু
নিজেকে বদলানোর চেষ্টা কেউ
করে না |
___ লিও টলস্টয়
"এ জগতে সবচে' সুখী হচ্ছে সে,
যে কিছুই জানে না।
জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন
জটিল হয়ে যায়"
''হুমায়ুন আহমেদ''
আমি পরীক্ষা নিয়ে মোটেও
চিন্তিত নই ।
কারণ পরীক্ষার
খাতার কয়েকটি পৃষ্ঠা
আমার ভবিষ্যত নির্ধারন
করতে পারে না ।
__টমাস আলভা এডিসন
ভালোবাসার
জগতে যদি প্রাপ্তি বলে কিছু
থেকে থাকে,তবে তার নাম
বেদনা।
___রবী ঠাকুর
শেক্সপিয়ারের মা
শেক্সপিয়ার কে বলেছিলেন,
"ইংরেজীতে তুমি খুব দুর্বল ,
যদি তুমি এইবার ফেল করো,
তাহলে আমি তোমার
পড়াশুনা আর চালিয়ে যাবনা।"
শেক্সপিয়ার নিজে ইংরেজীতে
মাস্টার্স করতে পারেন নাই|
আর এখন শেক্সপিয়ারের
বই পড়া ছাড়া কেও ইংরেজীতে
মাস্টার্স করতে পারেনা|
তাই কখনো চেষ্টা করবেন
না শুধুমাত্র উচ্চতরডিগ্রি অর্জন
করার জন্য,
সব সময় চেষ্টা করবেন জ্ঞান
অর্জনের জন্য|
আমি পরীক্ষায় কখনও প্রথম হতে ফাষ্ট
হতে পারি নি অথচ পৃথিবীর নাম
করা ভাসিটিতে যারা ফাষ্ট
হয়েছে তারা এখন আমরা কমচারি ৷
--------- বিল গেটস
i am not handsome,but i have two hand to
help someone - William Shakespeare
“যারা কাপুরুষ তারাই ভাগ্যের
দিকে চেয়ে থাকে, পুরুষ চায়
নিজের শক্তির দিকে। তোমার
বাহু, তোমার
মাথা তোমাকে টেনে তুলবে,
তোমার কপাল নয়॥”
—ডাঃ লুৎফর রহমান।
“তুমি যখন প্রেমে পড়বে তখন আর
তোমার ঘুমাতে ইচ্ছে করবেনা;
কারণ তখন তোমার বাস্তব জীবন
স্বপ্নের চেয়ে আনন্দময় হবে॥”
—Dr. Seuss.
আমরা জানি একদিন আমরা মরে যাব
এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর
লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই
তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর
লাগতো না।
– হুমায়ুন আহমেদ
স্বপ্ন থাকা খুবই জরুরি... স্বপ্ন
না থাকলে ভোরবেলায় ঘুম
থেকে ওঠার কোনো মানেই হয় না...
সারা জীবন শুয়ে থাকলেই তো হয়...
-------- হুমায়ূন আহমেদ
আমরা না পড়িয়া পন্ডিত, আমরা না লড়িয়া বীর, আমরা ভান করিয়া সভ্য, আমরা ফাঁকি দিয়া পেট্রিয়ট। আমরা ভারি ভদ্র, ভারি বুদ্ধিমান, কোন বিষয়ে পাগলামি নাই। আমরা পাশ করিব, রোজগার করিব ও তামাক খাইব। আমরা এগোইব না, অনুসরণ করিব, কাজ করিব না, পরামর্শ দিব!!-- রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বাস রাখুন নিজের প্রতি।
নিজের সিদ্ধান্তের প্রতি।
আপনি যদি বিশ্বাস করে থাকেন
যে আপনি আপনার কাজের ক্ষেত্র
তৈরি করে নেবেন,
তবে বিশ্বাস রাখুন নিজের
প্রতি।
কখনো দমে যাবেন নাহ।
প্রয়োজনে ঝুঁকি নিন, তবু
কখনো পিছু হাঁটবেন না।
দেখবেন একদিন আপনার বিশ্বাসই
আপনাকে সঠিক পথের সন্ধান
দেবে।
অভ্যাস হয়ে যায়,
ঠিক তখনি স্রষ্টা কিছু মানুষের
সন্ধান দেন ।
যখন তাদেরকে নিয়ে ভাল
থাকার অভ্যাস হয়ে যায়,
ঠিক তখনি আবার
একা হয়ে যেতে হয় |
________জর্জ বার্নাড
অভিমান হল হৃদয়ের অতি গোপন
প্রকোষ্ঠের ব্যাপার,যে কেউ
সেখানে হাত
ছোঁয়াতে পারে না
.........সুনীল গঙ্গোপাধ্যায়
ছোট্ট বেলায় অভিমান
করলে অনেক কিছু পেতাম,
আর এখন অভিমান করলে অনেক কিছু
হারাই..
কারণ তখন ভালবাসায় ছিল পূর্ণতা,
আর এখন ভালবাসা পায় শূন্যতা !
অপ্রিয় হলেও সত্য !
__হুমায়ুন আহমেদ
প্রায় প্রত্যেক মানুষেরই
প্রেম করার আগ্রহ থাকে,
কিন্তু এর বাস্তবায়ন
খুব কম মানুষই করতে পারে|
আর যারা করতে পারে
তারা আসলেই ভাগ্যবান|
_____পি.এইচ.রুপক
দুঃখ কখনো একা আসে না- দল
বেধে আসে
- সেক্সপিয়ার
"আজকালকার মেয়েদের
ডায়েরি লেখার মত
সময় নেই। নিজেদের কথা তারা শুধূ
গোপন
করতে চায়। লিখতে চায় না"
---হুমায়ূন আহমেদ
"মানুষের জীবনটা হচ্ছে একটা সরল
অংক। যতই দিন যাচ্ছে,ততই
আমরা তার সমাধানের
দিকে যাচ্ছি।"
হুমায়ূন_আহমেদ
প্রত্যেকেই বিশ্ব বদলে দেয়ার
চিন্তা করে কিন্তু
নিজেকে বদলানোর চেষ্টা কেউ
করে না |
___ লিও টলস্টয়
"এ জগতে সবচে' সুখী হচ্ছে সে,
যে কিছুই জানে না।
জগতের প্যাঁচ বেশি বুঝলেই জীবন
জটিল হয়ে যায়"
''হুমায়ুন আহমেদ''
আমি পরীক্ষা নিয়ে মোটেও
চিন্তিত নই ।
কারণ পরীক্ষার
খাতার কয়েকটি পৃষ্ঠা
আমার ভবিষ্যত নির্ধারন
করতে পারে না ।
__টমাস আলভা এডিসন
ভালোবাসার
জগতে যদি প্রাপ্তি বলে কিছু
থেকে থাকে,তবে তার নাম
বেদনা।
___রবী ঠাকুর
শেক্সপিয়ারের মা
শেক্সপিয়ার কে বলেছিলেন,
"ইংরেজীতে তুমি খুব দুর্বল ,
যদি তুমি এইবার ফেল করো,
তাহলে আমি তোমার
পড়াশুনা আর চালিয়ে যাবনা।"
শেক্সপিয়ার নিজে ইংরেজীতে
মাস্টার্স করতে পারেন নাই|
আর এখন শেক্সপিয়ারের
বই পড়া ছাড়া কেও ইংরেজীতে
মাস্টার্স করতে পারেনা|
তাই কখনো চেষ্টা করবেন
না শুধুমাত্র উচ্চতরডিগ্রি অর্জন
করার জন্য,
সব সময় চেষ্টা করবেন জ্ঞান
অর্জনের জন্য|
আমি পরীক্ষায় কখনও প্রথম হতে ফাষ্ট
হতে পারি নি অথচ পৃথিবীর নাম
করা ভাসিটিতে যারা ফাষ্ট
হয়েছে তারা এখন আমরা কমচারি ৷
--------- বিল গেটস
i am not handsome,but i have two hand to
help someone - William Shakespeare
“যারা কাপুরুষ তারাই ভাগ্যের
দিকে চেয়ে থাকে, পুরুষ চায়
নিজের শক্তির দিকে। তোমার
বাহু, তোমার
মাথা তোমাকে টেনে তুলবে,
তোমার কপাল নয়॥”
—ডাঃ লুৎফর রহমান।
“তুমি যখন প্রেমে পড়বে তখন আর
তোমার ঘুমাতে ইচ্ছে করবেনা;
কারণ তখন তোমার বাস্তব জীবন
স্বপ্নের চেয়ে আনন্দময় হবে॥”
—Dr. Seuss.
আমরা জানি একদিন আমরা মরে যাব
এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর
লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই
তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর
লাগতো না।
– হুমায়ুন আহমেদ
স্বপ্ন থাকা খুবই জরুরি... স্বপ্ন
না থাকলে ভোরবেলায় ঘুম
থেকে ওঠার কোনো মানেই হয় না...
সারা জীবন শুয়ে থাকলেই তো হয়...
-------- হুমায়ূন আহমেদ
আমরা না পড়িয়া পন্ডিত, আমরা না লড়িয়া বীর, আমরা ভান করিয়া সভ্য, আমরা ফাঁকি দিয়া পেট্রিয়ট। আমরা ভারি ভদ্র, ভারি বুদ্ধিমান, কোন বিষয়ে পাগলামি নাই। আমরা পাশ করিব, রোজগার করিব ও তামাক খাইব। আমরা এগোইব না, অনুসরণ করিব, কাজ করিব না, পরামর্শ দিব!!-- রবীন্দ্রনাথ ঠাকুর
বিশ্বাস রাখুন নিজের প্রতি।
নিজের সিদ্ধান্তের প্রতি।
আপনি যদি বিশ্বাস করে থাকেন
যে আপনি আপনার কাজের ক্ষেত্র
তৈরি করে নেবেন,
তবে বিশ্বাস রাখুন নিজের
প্রতি।
কখনো দমে যাবেন নাহ।
প্রয়োজনে ঝুঁকি নিন, তবু
কখনো পিছু হাঁটবেন না।
দেখবেন একদিন আপনার বিশ্বাসই
আপনাকে সঠিক পথের সন্ধান
দেবে।
No comments:
Post a Comment