Pages

Thursday, December 24, 2015

অন-লাইন লাইফ স্টাইল | আগামী প্রজন্মের স্বপ্ন

বেশ কিছুদিন আগের একটা কথা মনে পড়ে গেল, ২০০৪ কি ০৫ এর দিকের কথা। জব করতাম একটা মাল্টিন্যাশনাল কোম্পানীতে, সেই সুবাধে একটা ট্রেইনিং এর সুযোগ পাই। ইন্সট্রাক্টর ছিলেন একজন ভদ্র মহিলা (শের্লটি ফগ), আমার খুব পছন্দের মানুষ ছিল। ট্রেইনিং এর ফাঁকে শের্লটি বলেছিল, তারা নাকি কাজ নিয়ে এত ব্যাস্ত থাকে যে মার্কেটে গিয়ে শপিং করা হয়ে উঠে না। বেশীর ভাগ সময় কেনা-কাটা করতে হয় অন-লাইনে। একটি দিয়াশলাই কিনলেও তারা অনেক সময় অন-লাইনে অর্ডার দেয় এবং হোম ডেলিভারি পায়। সেই সময়টায় এটা বাংলাদেশে আশা করাটা ছিল অনেকটা স্বপ্ন! কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে আজ আমরা স্বপ্নের জায়গাটিতে দাড়িয়ে আছি। ভাবতে সত্যিই ভালো লাগছে, আজ আমাদের দেশেও অনেক অন-লাইন শপ হয়ে গেছে, যারা খুব ভালো সার্ভিস দিচ্ছে। নিত্য প্রয়োজনীয় সিনিস ছাড়াও ফ্যাশণ, জুয়েলারী এমন কি কোরবানীর পশুও অন-লাইন শপ গুলো হোম ডেলিভারী দিচ্ছে! আবার অনেকে সেই সেবা ফ্রি দিচ্ছে। তার মধ্যে কিছু অন-লাইন শপের নাম আমরা জানি, যেমন আজকের ডিল, বাই টুয়েন্টি ফোর, শপ টুয়েন্টি ফোর । ঘুরে আসতে পারেন শপ গুলো থেকে, (ঘরে বসেই B-))। শপ টুয়েন্টি ফোর এর সাইট টা আমার খুব ভালো লেগেছে। একটু ব্যাতিক্রম লাগলো সাইটটা, ক্যাটাগরি ওয়াইজ পন্যের বিপুল সমাহার বলা যায়। এখানে সব চেয়ে মজার ক্যাটাগরি হচ্ছে Deal and Offer আমি একটি অফার নিলাম (একটা জিন্স + ২টা টি-শার্ট) ১,৪৯৯ টাকায়! বিশেষ করে টি-শার্ট গুলো খুবই ভালো লাগলো। ফ্রি হোম ডেলিভারী+ক্যাশ আন ডেলিভারী।

No comments:

Post a Comment