Pages

Thursday, December 17, 2015

সেরা লেখক

১. লেখাটি একেবারে নতুন হতে হবে।
২. লেখাটি চলন্তিকা ব্লগে প্রকাশ হতে হবে।
৩. চলন্তিকা ব্লগ ছাড়া অন্য কোন ব্লগে কিংবা প্রিন্ট মিডিয়াতে প্রকাশ হওয়া যাবে না। ফেসবুকে হলে সমস্যা নেই।
৪. লেখা চলন্তিকাতে প্রকাশ হবার পর পরই তা নিজ নিজ ফেসবুক ওয়ালে প্রকাশ করতে করতে হবে।
৫. তারপর আপনার লেখাটি / লেখাগুলো একসাথে mahkbd@gmail.com এ মেইল করে জানিয়ে দিন। উদাহরন হিসাবে, জানুয়ারি মাসের লেখা ফেব্রুয়ারি মাসের ১০ তারিখের মাঝে পাঠিয়ে দিবেন। আর পয়েন্ট গুলো আপডেট করার পর লেখককে মেইল ও এসএমএস করে জানিয়ে দেওয়া হবে।
৬. প্রতি নতুন লেখার জন্য ৩০ পয়েন্ট থাকবে।
ক। কবিতা হলে কমপক্ষে ১২ লাইনের আর গল্প/প্রবন্ধ/অন্যান্য লেখার ক্ষেত্রে কমপক্ষে ৫০০ শব্দের হতে হবে। আর এ ক্ষেত্রে প্রতি লেখার জন্য ৫ পয়েন্ট।
খ। কবিতার ক্ষেত্রে ২টির বেশি বানান আর গল্প/প্রবন্ধ/অন্যান্য লেখার ক্ষেত্রে ৫টির বেশি বানান ভুল হলে প্রতি বানানের ক্ষেত্রে ০.৫০ পয়েন্ট কাটা যাবে। বানান ভুল লিমিটের মাঝে থাকলে ১০ পয়েন্ট। পয়েন্ট কাটা হবে এখানের বরাদ্দের ১০ পয়েন্ট থেকে।
গ। বিষয়বস্তুর সাথে সুন্দর নামকরনের ক্ষেত্রে ৫ পয়েন্ট।
ঘ। লেখার মানের উপর ১০ পয়েন্ট।

৭.  এছাড়া প্রতিমাসে আমাদের যে ইবুক বের হবে সেটা নিয়ে ৫০০ শব্দের উপর লেখা লিখলে (প্রতিবেদন/ ভালো লাগা / মন্দ লাগা/ কার লেখা কেমন/ ইত্যাদি) আর সেটা যদি ইবুক প্রকাশ হবার ৩০ দিনের মাঝে অন্য কোন ব্লগে লিখে থাকেন আর তার লিঙ্ক একসাথে যদি mahkbd@gmail.com এ পাঠিয়ে দেন তবে প্রতি লিঙ্ক এর জন্য ১০ পয়েন্ট পাবেন। ব্যাখ্যা হিসেবে, যদি ১০টি ব্লগে ঐ লেখাটি প্রকাশ করেন আর সেগুলোর লিঙ্ক যদি mahkbd@gmail.com এ পাঠিয়ে দেন তবে ১০ গুন ১০ হিসেবে ১০০ পয়েন্ট বোনাস পাবেন। এটি আপনাকে সেরা লেখক হবার ক্ষেত্রে অনেক এগিয়ে নিবে।
৮. প্রতি মাসে এখানে প্রাপ্ত সবার পয়েন্ট আপডেট করা হবে। যারা যারা লেখা জমা দিবেন তাদের সবার পয়েন্ট আপডেট করা হবে। প্রতি মাসে যারা ৫০০ পয়েন্ট এর উপরে পাবেন তারা সবাই সেবা প্রকাশনীর রহস্য পত্রিকা উপহার হিসেবে পাবেন। আর এভাবে বছর শেষে যারা ৫,০০০ পয়েন্ট এর উপরে পাবেন তারা সবাই চলন্তিকার সেরা লেখক সম্মাননা পাবেন।
৯. যারা চূড়ান্তভাবে পয়েন্ট অতিক্রম করবেন তাদের সেইসব লেখাগুলো পরীক্ষা করে দেখা হবে যে সেগুলো চলন্তিকা ছাড়া অন্য কোথাও প্রকাশিত হয়েছে কিনা? যদি না হয় তবে তিনি/তারা সবাই সম্মাননার জন্য বিবেচিত হবেন।


চলন্তিকা সেরা লেখক ২০১৪-২০১৫  
এখন থেকে প্রতি বছর জানুয়ারির এক তারিখে চলন্তিকা ব্লগের সেরা লেখক ঘোষণা দেওয়া হবে।
নভেম্বর’১৪ হতে ডিসেম্বর’১৫ এই ১৪ মাসে সহজেই ৫,৮০০+ পয়েন্ট পেতে পারেন। আর তাতেই পেতে পারেন চলন্তিকা সেরা লেখক সম্মাননা।

আর সেরা লেখকেরা পাবেন-
১. ক্রেস্ট
২. একজন সঙ্গীসহ গুলশান এর  বাটন রজ রেস্টুরেন্ট এ বুফে ডিনার।
৩. চলন্তিকা থেকে প্রকাশিত পরবর্তী ২০টি প্রকাশনার সৌজন্য কপি।

যারা দেশের বাইরে থেকে এই পুরুষ্কার জিতবেন তাদের পুরুষ্কার দেশের ভিতরে তাদের প্রদানকৃত ঠিকানাতে পাঠিয়ে দেওয়া হবে।
এখানে প্রতিমাসে সেরা লেখকদের লিস্ট আপডেট করা হবে।

No comments:

Post a Comment