ঈশ্বরের আলখেল্লা ছিঁড়ে
দ্যাখতে চাইছি ক্যামন তোমার শরীর
আমাদেরই মতো কী-না সব
যেখানে যা যা থাকার কথা
হাত দিয়ে নেড়েচেড়ে দেখছি
পা,উরু, হাত, মাথা, চোখ
অন্ধ যেভাবে স্পর্শে আনে দৃষ্টি
সেভাবে আমারও হাত চলছে তোমার নরোম মাংসে
ভরা সারা শরীরের রোমকূপ ছুঁয়ে-ছুঁয়ে
অজানা হল্কার গলি-ঘুপচিতে।
বিস্ময় নিয়ে দশদিকে দাঁড়ানোর আগেই
ঈশ্বরের পেয়াদারা আমাকে ঘিরে ফেললো
জখম করলো যত্রতত্র, জিভে দিলো বিষ.........
অবোধ দরোজায় চলে যাওয়ার ফাঁকে
কেবল জেনে গেলামঃ
ঈশ্বরের বুক ধুকপুক করে না
তার সে জায়গাটা খালি হয়ে আছে
No comments:
Post a Comment