এবার রোবট করবে সাংবাদিকতা!
চিনের একটি সংবাদ চ্যানেলে সকালে আবহাওয়ার সংবাদ পড়তে নিয়োগ
দেয়া হয়েছে শিয়াওলেস নামে একটি রোবটকে। শুধু খবর পাঠ নয়, দর্শকদের সঙ্গে
কথাও বলবে সে, আবহাওয়া সংক্রান্ত প্রশ্নের উত্তরও দেবে। গত মঙ্গলবার সকাল
থেকে কাজও শুরু করে ফেলেছে সে। এই সাংবাদিক-রোবটটি তৈরি করেছে প্রযুক্তি
প্রতিষ্ঠান মাইক্রোসফট।
বেজিং জুড়ে শিয়াওলেস অবশ্য ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। তার মিষ্টি গলায়
কথা বলার ঢং, প্রশ্নের চটজলদি উত্তর দেওয়ার ক্ষমতা দেখে তাজ্জব শহরবাসী।
কেমন লাগছে টেলিভিশনে এসে? শিয়াওলেসর জবাব, ‘খুব ভাল।’ শিয়াওলেস যে আস্তে
আস্তে মানুষ-সাংবাদিকদেরই অপ্রাসঙ্গিক করে তুলতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই
চিনের সংবাদপত্রগুলিতে বিস্তর লেখালেখি শুরু হয়েছে।
গত সেপ্টেম্বরেই চিনের একটি সোশ্যাল-গেমিং সাইটে একটি রোবটের লেখা ৯১৬
শব্দের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তার পর থেকেই সাংবাদিকতায়
প্রযুক্তিনির্ভরতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আর সম্প্রতি শিয়াওলেসের
নিয়োগে সেই প্রশ্নে ফের বিতর্ক দানা বেধেছে।
যদিও সংশ্লিষ্ট সংবাদ চ্যানেলের ডিরেক্টর সং জিয়ংমিংয়ের বলেন, ‘রোবট
কখনওই সাংবাদিকদের জায়গা পুরোপুরি নিতে পারবে না। আবহাওয়ার খবরের ক্ষেত্রে
প্রচুর তথ্য বিশ্লেষণের কাজ থাকে।’
আর বিশ্লেষণের কাজ যন্ত্রের জন্য অনেক বেশি সহজ। যদিও সাংবাদিকদের
একাংশের মতে, প্রথমে লিখিত প্রতিবেদন এবং তার পরেই টিভিতে সংবাদপাঠ— অনেকে
প্রশ্নও তুলছেন এ ভাবে এগিয়ে গেলে কোথায় গিয়ে দাড়াবে সাংবাদিকতা?
No comments:
Post a Comment