ডাক্তার জামান এর চেম্বারে প্রবেশ করলো একজোড়া যুবক যুবতী। পুরাতন রোগী, এর পূর্বে আরো চারবার এসেছে ডাক্তার জামান এর কাছে। একে অন্যকে সাহায্য করছে হাটাঁর সময়। দুজনই বিধ্বস্ত রক্তাক্ত, যুবকটি পা টেনে হাঁটছে,কপাল বেয়ে রক্ত গালে। যুবতীর কপাল ফুলে আছে, জলপাই রঙের টি সার্টের একটি হাতা প্রায় ছিড়ে গেছে, ডান চোখের নীচে কালছে দাগ। সুখী দম্পতি এরা ।
ডাঃ জামান – আজ তো অবস্থা আরো ভয়াবহ। তা স্বপ্ন,পা টেনে টেনে হাঁটছ, বাথ রুমে পরে গিয়েছিলে তাইনা? কপালে রক্ত! নিশ্চয়ই ষ্টীলের মইটা কপালে আঘাত করেছে। আর গলায় নখের আচড় দেখছি, বিড়ালের কাজ নিশ্চয়ই।বিড়াল টা আজকাল খুবই খামচি দিচ্ছে তোমাকে ,
স্বপ্ন – হ্যা আপনি যেমন বললেন ঠিক এভাবেই আহত হয়েছি , বাথরুমে পরার পরে একটা দাঁতও পরে গিয়েছে ,
ডাঃ জামান- গুড, খেয়াল রেখো এরপর আবার মাথা শরীর থেকে আলাদা না হয়ে যায় ,
স্বপ্ন – আজ প্রায় আলাদা হয়েই যেতো ,
স্বপ্ন – হ্যা আপনি যেমন বললেন ঠিক এভাবেই আহত হয়েছি , বাথরুমে পরার পরে একটা দাঁতও পরে গিয়েছে ,
ডাঃ জামান- গুড, খেয়াল রেখো এরপর আবার মাথা শরীর থেকে আলাদা না হয়ে যায় ,
স্বপ্ন – আজ প্রায় আলাদা হয়েই যেতো ,
ডাঃ জামান – মিথুন তোমার অবস্থাও তো ভালো দেখছি না। বাগান পরিষ্কার করার সময় ফুলের টবের উপর পরেছো,যে কারণে চোখ এর পাশে কালসিটে দাগ তাইনা? কপাল ফুলে আছে নিশ্চয়ই সিড়ির উপর পরেছ? বিড়ালে ছিড়ে ফেলেছে তোমার সার্টের হাতা?
মিথুন- জি, আপনি কিভাবে বুঝলেন তাই ভাবছি ,
ডাঃ জামান – ঔষধ গুলো ঠিক ভাবে খেও, হালকা ব্যান্ডেজ করে দিলাম। আবার কবে আসবে? ,
স্বপ্ন মিথুন- সুস্থ্য হবার দুই তিন মাসের মধ্যেই আসতে পারি,দোয়া করবেন আমাদের জন্য ,
মিথুন- জি, আপনি কিভাবে বুঝলেন তাই ভাবছি ,
ডাঃ জামান – ঔষধ গুলো ঠিক ভাবে খেও, হালকা ব্যান্ডেজ করে দিলাম। আবার কবে আসবে? ,
স্বপ্ন মিথুন- সুস্থ্য হবার দুই তিন মাসের মধ্যেই আসতে পারি,দোয়া করবেন আমাদের জন্য ,
এক ঘন্টা আগের স্বপ্ন মিথুনের বাসস্থানের অভ্যন্তরে কি হয়েছিল দেখি………
মিথুন= তোকে বলছি না শাওন এর সাথে সব যোগাযোগ বন্ধ রাখবি? তুই প্রমিজ করেছিলি না?
স্বপ্ন – তুই সোহাগের সাথে যোগাযোগ রাখলে কোন সমস্যা নেই, আমি শাওনের সাথে যোগাযোগ রাখলে সমস্যা কেন হবে?
মিথুন= আমার ইচ্ছে আমি সোহাগের সাথে যোগাযোগ রাখবো, আমি তোর মত খারাপ নাকি? তুই রাখতে পারবি না ব্যাস।
স্বপ্ন- তুই সোহাগের সাথে যোগাযোগ বন্ধ না করলে আমিও বন্ধ করবো না?
মিথুন= কিইইইইইই, আজ তোর হাত পা সব ভেংগে বাসায় বসিয়ে রাখবো, সারাদিন থাকবি তুই চোখের সামনে।
(মুহুর্তের মধ্যে মিথুনকে দেখা গেলো কিচেনে প্রবেশ করতে, ফিরে এলো গোস্ত কাঁটা ছেনি নিয়ে)
স্বপ্ন – প্লিজ প্লিজ ছেনি রাখ, ওটা রেখে দে প্লিজ
মিথুন – আর কিছু পাইনি, খুঁজে দে তুই।
(স্বপ্ন তেমন কিছু না পেয়ে ভ্যাকুম ক্লিনার এনে মিথুনের হাতে দিল)
মিথুন – তোর আজ শেষ দিন, তোর এত্ত বড় সাহস, আমার কথা অমান্য করে শাওনের সাথে কথা বলো।
দুজনের প্রচন্ড মারামারি, কিল, ঘুসি, নখের খামচি, কামড় সমানে চলছে দেখা গেল। একসময় ক্লান্ত হয়ে দুজনে জড়াজড়ি করে মেঝেতেই চিতপটাং।
স্বপ্ন – ব্যাথা বেশী করছে জান?
মিথুন – না না আমার ব্যাথা তেমন না, তোর খুব লেগেছে তাইনা জান? আয় আদর করে দেই।
মিথুন= তোকে বলছি না শাওন এর সাথে সব যোগাযোগ বন্ধ রাখবি? তুই প্রমিজ করেছিলি না?
স্বপ্ন – তুই সোহাগের সাথে যোগাযোগ রাখলে কোন সমস্যা নেই, আমি শাওনের সাথে যোগাযোগ রাখলে সমস্যা কেন হবে?
মিথুন= আমার ইচ্ছে আমি সোহাগের সাথে যোগাযোগ রাখবো, আমি তোর মত খারাপ নাকি? তুই রাখতে পারবি না ব্যাস।
স্বপ্ন- তুই সোহাগের সাথে যোগাযোগ বন্ধ না করলে আমিও বন্ধ করবো না?
মিথুন= কিইইইইইই, আজ তোর হাত পা সব ভেংগে বাসায় বসিয়ে রাখবো, সারাদিন থাকবি তুই চোখের সামনে।
(মুহুর্তের মধ্যে মিথুনকে দেখা গেলো কিচেনে প্রবেশ করতে, ফিরে এলো গোস্ত কাঁটা ছেনি নিয়ে)
স্বপ্ন – প্লিজ প্লিজ ছেনি রাখ, ওটা রেখে দে প্লিজ
মিথুন – আর কিছু পাইনি, খুঁজে দে তুই।
(স্বপ্ন তেমন কিছু না পেয়ে ভ্যাকুম ক্লিনার এনে মিথুনের হাতে দিল)
মিথুন – তোর আজ শেষ দিন, তোর এত্ত বড় সাহস, আমার কথা অমান্য করে শাওনের সাথে কথা বলো।
দুজনের প্রচন্ড মারামারি, কিল, ঘুসি, নখের খামচি, কামড় সমানে চলছে দেখা গেল। একসময় ক্লান্ত হয়ে দুজনে জড়াজড়ি করে মেঝেতেই চিতপটাং।
স্বপ্ন – ব্যাথা বেশী করছে জান?
মিথুন – না না আমার ব্যাথা তেমন না, তোর খুব লেগেছে তাইনা জান? আয় আদর করে দেই।
ভালোবাসার আগুনে পুড়িয়ে মারবো দুজনে দুজনকে
তবু ভালোবাসি ভালোবাসি ভালোবাসি ।
তবু ভালোবাসি ভালোবাসি ভালোবাসি ।
No comments:
Post a Comment