Pages

Tuesday, December 22, 2015

ভেজাল প্রেম

সব জিনিষেই ভেজাল এখন
ভেজাল ছাড়া নাই
আসল জিনিষ কিনলে পরেও
ভেজাল দেখতে পাই।
প্রেম-প্রিতিও ভেজাল এখন
যুব সমাজে চলে
বিয়ের আগেই অনেক প্রেমিক
ভেজাল প্রেমের দলে।
দেখলে পরেই প্রেম হয়রে
সস্তা তাদের মন,
এই তো আছে, এই তো নাই
ভাঙ্গতে কতক্ষণ।
একই সনে অনেক জনকে
প্রেম নিবেদন করে
এক প্রেমিককে বিদায় করে
অন্য প্রেমিক ধরে।
ভেজাল প্রেমে হয়না বিয়ে
দেয়না কারেও মন
কথায় কথায় জান দিয়ে দেয়
মিছাই করে পণ।
অনেক সময় প্রেমিকযুগল
বুঝতে না পায় কিছু!
ছল-চাতুরীর পাল্লায় পরে
ঘোরে পিছু পিছু।
অনেক আবার ভুল করে যে
প্রেমে খায়রে ছ্যাকা
জীবন-যৌবন বৃথাই নষ্ট
পায়না প্রেমের দেখা।
মিথ্যা প্রেমের আশ্বাস দিয়ে
যারা আনন্দ করে
তাদের ঘরেও আসবে তেমন
দেখবে বিয়ের পরে।
ভেজাল প্রেমের প্রেমিক যারা
বলছি তাদের ভাই
আসল প্রেমে শান্তি আছে
ভেজাল প্রেমে নাই।

No comments:

Post a Comment