Pages

Wednesday, December 2, 2015

ধাক্কা...............

আমরা প্র্যাক্টিকাল লাইফে 'ধাক্কা' জিনিসটাকে খুব ভালোভাবে নিতে পারি না। যে কোন লক্ষ্যে পৌঁছাতে গিয়ে যখন পদে পদে ধাক্কা খেতে হয়, তখন হতাশা আমাদের আষ্টেপৃষ্ঠে চেপে ধরে। অনেক ক্ষেত্রে ধাক্কার বল এতই প্রবল হয়, যে তা লক্ষ্য থেকে সরিয়ে বহু দূরে গিয়ে নিক্ষেপ করে আমাদের।

তবে এই ধাক্কার মাঝেও রয়েছে কল্যাণ। অনেক দ্বীনী ভাই দেখেছি, যারা জীবনে নানা ক্ষেত্রে প্রকান্ড একটা শক খেয়ে জীবনকে চিনেছেন। বুঝেছেন জীবনের সত্যিকারের অর্থ। চিনেছেন তার রব্ব কে।

ক্রিকেটার আশরাফুল ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে পড়ে গোটা জাতির সামনে কেঁদেছিলেন। এখন গ্ল্যামারাস খেলা থেকে বহু দূরে তিনি। শুনেছি নামায কালাম পড়ছেন। দাড়ি রেখেছেন।

একসময়কার বিধ্বংসী ব্যাটসম্যান আফতাব আহমেদ। আইসিএলে গিয়ে ক্যারিয়ারের ১২ টা বাজিয়ে এখন নিতান্তই একজন ফ্যামিলি ম্যান। প্রায়ই দেখা হয় পাড়ার মাসজিদে। বেশ কিছুদিন নিয়মিত মাসজিদে আসছেন। মুখে ঘন দাড়ির আস্তরণ দেখে জিজ্ঞেস করলাম, "রেখে দিবেন নাকি?", সন্তুষ্টির হাসি মুখে ঝুলিয়ে জবাব দিলেন "ইনশাআল্লাহ"।

কিছু কিছু ধাক্কা, আল্লাহর নিয়ামত সহ আসে। আমরা অনুধাবন করি তো?


No comments:

Post a Comment