ভুল করেছে মামুদ মিয়া
দিচ্ছে ভুলের মাশুল,
নিজের কাছে লজ্জা পেয়ে
এখন বড় আকুল।
ভুল যে এমন পাপের কামাই
লেগে থাকে পিছে,
অতি-ভুলে জীবনটা যে
হয়ে যায় মিছে।
আগে যদি জানতো মামুদ
করতো নারে ভুল,
ভুল-বাগানে ফোটে নারে
এমন কোনো ফুল।
--------------------------------
দিচ্ছে ভুলের মাশুল,
নিজের কাছে লজ্জা পেয়ে
এখন বড় আকুল।
ভুল যে এমন পাপের কামাই
লেগে থাকে পিছে,
অতি-ভুলে জীবনটা যে
হয়ে যায় মিছে।
আগে যদি জানতো মামুদ
করতো নারে ভুল,
ভুল-বাগানে ফোটে নারে
এমন কোনো ফুল।
--------------------------------
No comments:
Post a Comment