এ নিয়ে মহাভারতে পঞ্চপান্ডবের একটি ঘটনা আছে-রাজ্য থেকে বহিষ্কৃত হয়ে পালিয়ে বেড়াচ্ছে তারা। এমন সময় বড়ভাই যুধিষ্ঠিরের তেষ্টা পেলো। ছোটভাই গেল তার জন্যে পানি আনতে। অনেক খোঁজাখুঁজির পর একটি হ্রদ দেখতে পেয়ে যে-ই না আঁজলা ভরে পানি নিতে গেল, অমনি দৈববাণী শুনলো, থামো! পানি নেয়ার আগে তোমাকে একটি প্রশ্নের জবাব দিতে হবে। আর জবাব দিতে না পারলে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। প্রশ্নটি হলো-জীবনের সবচেয়ে বড় সত্য কী? ছোট ভাই জবাব দিতে পারলো না। সাথে সাথে মারা গেল। চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় ভাইও একে একে এলো এবং জবাব দিতে না পেরে মৃত্যুমুখে পতিত হলো। সবশেষে এলেন যুধিষ্ঠির। এসে দেখলেন হ্রদের তীরে মৃত চার ভাইকে। তাকেও একই প্রশ্ন করা হলো। যুধিষ্ঠির জবাব দিলেন, ‘মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হলো, মানুষ কখনো ভুল থেকে শিখতে চায় না।’ যুধিষ্ঠিরের জবাব সঠিক ছিলো। দৈববাণী এলো, তুমি যা বলেছো তা ঠিক। আঁজলা ভরে পানি নিয়ে তোমার ভাইদের চোখেমুখে ছিটিয়ে দাও, তারা আবার প্রাণ ফিরে পাবে।
No comments:
Post a Comment