Pages

Saturday, November 28, 2015

শূন্যতায় পূর্ণতা খুঁজে ফেরা।

হঠাৎ বায়ু শূন্য স্থান দখল নিতে যেমন প্রচণ্ড বেগে ছুটে আসে ঝড়ো হাওয়া, সৃষ্টি করে প্রলয়। তেমনি প্রত্যেক শূন্যতাই বহন করে অশুভ ইংগিত।
সৃষ্টি করে অনাচার, সৃষ্টি করে দুর্যোগ। জন্ম নেয় অনাকাঙ্ক্ষিত ঘটনা। ডেকে আনে ধ্বংস,,,,
শূন্যতা মানেই তার মাঝে অভাব পূর্ণতার । পূর্ণ হবে শূন্যতা এই চেষ্টাতেই যেন নিয়োজিত এই প্রকৃতি। গভীর খাদ পূর্ণ হয় নিমিষেই লোনা অথবা মিষ্টি পানিতে। ভরে যায় খালি জমি আগাছায়। খুঁজে নেয় নতুন সাথি সঙ্গীবিহীন পাখি । ফাঁক-ফোকর খোঁজে সূর্যের আলো অন্ধকারে প্রবেশের। আর মানুষ? শূন্যতা চায়না সেও । কেউ কেউ মেনে নিলেও অধিকাংশেই ছুটে মরে পূর্ণ হতে। পূর্ণ হবার এই দৌড়ে পূর্ণতার উপকরণের কথা ভুলেই বসে। তাই একের পর এক খুলতে থাকে অপরাধের হালখাতা। একাকীত্বের যন্ত্রণা যখন কুড়ে কুড়ে খায় দিশাহীন মানুষ তখন এর থেকে মুক্তি চায়। রঙ ভরা এই দুনিয়ায় কত কিছুরই তো জন্ম হয়েছে মনোরঞ্জনের উপকরণ হিসেবে। ভালোর সাথে মন্দও মিশে গিয়ে পাপ পুণ্যের ভেদাভেদ হারিয়ে যায়। আমাকে পূর্ণ হতেই হবে অনেক সময় শুধু এই লক্ষ্য নিয়েই মানুষ বিপথে যায়। চাইলেও এড়িয়ে চলা যায়না|পূর্ণতার মাঝে অতিরিক্ত কিছুর ধারণ ক্ষমতা নাই। কিন্তু শূন্যতার ধারণ ক্ষমতা অসীম। অতি দৃঢ় চিত্তের মানুষ ব্যতীত শূন্যতার আঘাত সহ্য করা সম্ভব নয়। আগে নিজেকে চিনতে হবে। যদি মন বলে আমি শূন্যতার মাঝেও শুদ্ধতা বজায় রাখতে সক্ষম তবে তা ঠিক আছে, নইলে পূর্ণ হয়ে যাওয়াই উত্তম যত দ্রুত সম্ভব।
শুধু একটাই কথা, “বিশুদ্ধ জীবনের বিকল্পে কিছুই নেই। এইতো কদিন, তারপর ফিরে যেতে হবে সেখানে, যেখান থেকে এসেছিলাম, আমাদের আসল ঠিকানায়,,,,,,,,, ”
যেই জন শূন্য সে বারে বারে পূর্ণতা চেয়েছে
ঘুটঘুটে আঁধারে ঘুরে ঘুরে  আলো খুঁজে মরেছে
যেদিকে আলোক ছটা আশা তার বাজে সুর
অন্ধ নয়ন বোঝে নাতো আলকদানী আজ বহুদূর
অসীমের ঢেউ খেলে হাতছানি দেয় তরী ঐ দেখ সুদূরে
কাছে গেলে নেই কেউ শুধু শূন্যতাই ভেঙে ভেঙে পড়ে মরে
একটুকু সুখ যদি দেয় ডাক উঠে মন চমকি
ভীরু প্রাণ ভয়ে কাঁদে নেইতো পাবার কিছু সবই ফাঁকি
একাকিত্বের জ্বালা বয়ে বয়ে ক্ষয়ে যায় নি:সঙ্গতা তাই করে তামাসা
একাকি চাঁদের রাত বাড়িয়ে শূন্য দুহাত ভরে নেয় এক বুক হতাশা
সাদাকালো জীবনে ফেরাতে সুখের রঙ ঐ দেখে কত শত দুরাচার
দু:স্বপ্নের বেশে হানা দিয়ে কাড়ে ঘুম সৃষ্টিতে থাকে শুধুই অনাচার
শুন্যতার বোঝা সদাই বইতে পারেনা তো দূর্বল চিত্ত
পূর্ণতা পেতে তাই ডেকে আনে জীবনে একের পর এক সময় তিক্ত,,,,,,

No comments:

Post a Comment